ETV Bharat / entertainment

সাহিত্যের সেরা সময়ে চলছে 'প্রথম কদম ফুল' - BENGALI SERIAL

সাহিত্যের সেরা সময়ে চলছে সুদীপ্ত ঘটক পরিচালিত 'প্রথম কদম ফুল'৷ অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনি অবলম্বনে এই ধারাবাহিক ৷

ETV BHARAT
সাহিত্যের সেরা সময়ে চলছে 'প্রথম কদম ফুল' (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 19, 2025, 6:30 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সাহিত্যের সেরা সময়ে শুরু হয়েছে অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনি অবলম্বনে 'প্রথম কদম ফুল'। পরিচালনায় সুদীপ্ত ঘটক । চিত্রনাট্য লিখেছেন মৌমিতা করগুপ্ত । আর সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ ।

17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই গল্প । সোম থেকে শনি সন্ধে সাড়ে 7টায় সম্প্রচারিত হয় 'সাহিত্যের সেরা সময়'। সময়টা সত্তরের দশক । নিজের ভালোবাসার কথা জানানো তখনও অতটা সহজ ছিল না । বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কাকলি আর সুকান্ত বহু কাঠখড় পুড়িয়ে বিবাহের স্বীকৃতি দিয়ে ফেলে নিজেদের ভালোবাসাকে । এই পর্যন্ত সবটা ভালোই ছিল । তারপর প্রথম প্রেমের মায়াজালে তারা কেউই দেখতে পায়নি যে সাংসারের বাস্তবতা প্রথম প্রেমের মতো ততটা আদুরে নয় । ঘোর কাটে ৷ শুরু হয় আদর্শের সংঘাত ।

ETV BHARAT
প্রথম কদম ফুল (নিজস্ব চিত্র)

সুকান্তের উপর রোজগারের চাপ বাড়তে থাকে । পরিবারের গুঞ্জন বাড়তে থাকে । কাকলি এত পড়াশোনা করে শুধু সংসার সামলাবে ? মেয়েরা তো আজকাল দশভুজা হয়ে ঘরে বাইরে সব সামলাচ্ছে । কিন্তু কাকলি তো চায়নি দশভুজা হতে । সে সুকান্তের কাছে চেয়েছিল এমন সংসার, যেখানে তার ইচ্ছার দাম থাকবে । কিন্তু মেয়ে তোমার পছন্দের দাম কোথায় ? সমাজ চায়, তাই তোমার মত থাক বা না থাক তারা তোমায় যূপকাষ্ঠে তুলে দেবে দশভুজা বানাতে । কাকলি কি পারবে সংসারের এই রূঢ়তার মধ্যেও কদমফুলের মতো তুলতুলে তার প্রথম ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে ? সেটাই দর্শক এবার চাক্ষুস করবে টেলিভিশনের পর্দায় ।

এর অভিনয়ে রয়েছেন সৌমী বন্দ্যোপাধ্যায় (কাকলি), সৌভিক বন্দ্যোপাধ্যায় (সুকান্ত), দেবজিৎ রায় (বরেন)। এ ছাড়াও নানা চরিত্রে রয়েছেন পূর্বাশা রায়, সৌরভ পাল, জীবেশ ভট্টাচার্য, দীপ্তি রায়, সমজিতা ভট্টাচার্য প্রমুখ ।

কলকাতা, 19 ফেব্রুয়ারি: সাহিত্যের সেরা সময়ে শুরু হয়েছে অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাহিনি অবলম্বনে 'প্রথম কদম ফুল'। পরিচালনায় সুদীপ্ত ঘটক । চিত্রনাট্য লিখেছেন মৌমিতা করগুপ্ত । আর সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ ।

17 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই গল্প । সোম থেকে শনি সন্ধে সাড়ে 7টায় সম্প্রচারিত হয় 'সাহিত্যের সেরা সময়'। সময়টা সত্তরের দশক । নিজের ভালোবাসার কথা জানানো তখনও অতটা সহজ ছিল না । বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কাকলি আর সুকান্ত বহু কাঠখড় পুড়িয়ে বিবাহের স্বীকৃতি দিয়ে ফেলে নিজেদের ভালোবাসাকে । এই পর্যন্ত সবটা ভালোই ছিল । তারপর প্রথম প্রেমের মায়াজালে তারা কেউই দেখতে পায়নি যে সাংসারের বাস্তবতা প্রথম প্রেমের মতো ততটা আদুরে নয় । ঘোর কাটে ৷ শুরু হয় আদর্শের সংঘাত ।

ETV BHARAT
প্রথম কদম ফুল (নিজস্ব চিত্র)

সুকান্তের উপর রোজগারের চাপ বাড়তে থাকে । পরিবারের গুঞ্জন বাড়তে থাকে । কাকলি এত পড়াশোনা করে শুধু সংসার সামলাবে ? মেয়েরা তো আজকাল দশভুজা হয়ে ঘরে বাইরে সব সামলাচ্ছে । কিন্তু কাকলি তো চায়নি দশভুজা হতে । সে সুকান্তের কাছে চেয়েছিল এমন সংসার, যেখানে তার ইচ্ছার দাম থাকবে । কিন্তু মেয়ে তোমার পছন্দের দাম কোথায় ? সমাজ চায়, তাই তোমার মত থাক বা না থাক তারা তোমায় যূপকাষ্ঠে তুলে দেবে দশভুজা বানাতে । কাকলি কি পারবে সংসারের এই রূঢ়তার মধ্যেও কদমফুলের মতো তুলতুলে তার প্রথম ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে ? সেটাই দর্শক এবার চাক্ষুস করবে টেলিভিশনের পর্দায় ।

এর অভিনয়ে রয়েছেন সৌমী বন্দ্যোপাধ্যায় (কাকলি), সৌভিক বন্দ্যোপাধ্যায় (সুকান্ত), দেবজিৎ রায় (বরেন)। এ ছাড়াও নানা চরিত্রে রয়েছেন পূর্বাশা রায়, সৌরভ পাল, জীবেশ ভট্টাচার্য, দীপ্তি রায়, সমজিতা ভট্টাচার্য প্রমুখ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.