ETV Bharat / entertainment

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে নৃত্য পরিবেশনে ঋতুপর্ণা - RITUPARNA SENGUPTA

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দেবলীনা দত্ত এবং অভিরূপ সেনগুপ্তও । সঞ্চালনা করেন চৈতি ঘোষাল এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ।

Rituparna Sengupta
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Feb 18, 2025, 7:50 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি: ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত । নাচলেন ওদের জন্য এবং ওদের সঙ্গে । টিকিট থেকে সংগৃহীত অর্থ ওদের চিকিৎসার কাজে লাগানো হবে । রবীন্দ্র সদনে ঋতুপর্ণা সেনগুপ্তর সুচারু নৃত্যশৈলী মুগ্ধ করে সকলকে ।

'লাইফ বিয়ন্ড ক্যানসার' নামে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সবসময়ই যুক্ত আছেন ঋতুপর্ণা । এই সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ায় । ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল' সম্প্রতি রবীন্দ্রসদনে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের । যেখানে ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর ট্রুপ । এদিন আরমান রশিদ খান ও অনীক ধর সঙ্গীত পরিবেশন করেন । দর্শকের নজর কেড়ে নেয় দেবলীনা দত্ত এবং অভিরূপ সেনগুপ্তর নৃত্যানুষ্ঠান ।

Rituparna Sengupta
ঋতুপর্ণার নাচের অনুষ্ঠানে হাজির নিকোলাস ফ্যাসিনো ও সঞ্জয় বুধিয়া (নিজস্ব ছবি)

'লাইফ বিয়ন্ড ক্যানসার'-এর সম্পাদক পার্থ সরকার বলেন, "এদিনের অনুষ্ঠানে যত টিকিট বিক্রি হয়েছে পুরো টাকাটাই তুলে দেওয়া হয় ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য । লাইফ বিয়ন্ড ক্যানসারের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত থেকে সবরকমভাবে সহযোগিতা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।"

Rituparna Sengupta
নাচে মঞ্চ মাতালেন ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)

অভিনেত্রী আগেই বলেছিলেন, "বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল । শুরুর দিকে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিকভাবে এই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া বেশ কঠিন । সেখানে ওদের পাশে আমি আমার মতো করে দাঁড়িয়েছি । চেষ্টা করছি ওদের যন্ত্রণার অংশীদার হতে ।"

Rituparna Sengupta
দেবলীনা দত্ত নৃত্য পরিবেশন করেন ওই অনুষ্ঠানে (নিজস্ব ছবি)
Rituparna Sengupta
সঞ্চালনা করেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও চৈতি ঘোষাল (নিজস্ব ছবি)

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বুধিয়া, নিকোলাস ফ্যাসিনো-সহ বহু বিশিষ্টজন । সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন চৈতি ঘোষাল এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় । আগামী দিনেও ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এই 'লাইফ বিয়ন্ড ক্যানসার' নামে সংস্থাটি ।

Rituparna Sengupta
গান করেন আরমান রশিদ খান (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 'লাইফ বিয়ন্ড ক্যানসার'-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পার্থ সরকার (রোটারি ইন্টারন্যাশনাল), 'লাইফ বিয়ন্ড ক্যানসার' -এর চেয়ারম্যান ড. কুণাল রায় (রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর) ।

Rituparna Sengupta
সঙ্গীত পরিবেশন করেন অনীক ধর (নিজস্ব ছবি)

কলকাতা, 18 ফেব্রুয়ারি: ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ঋতুপর্ণা সেনগুপ্ত । নাচলেন ওদের জন্য এবং ওদের সঙ্গে । টিকিট থেকে সংগৃহীত অর্থ ওদের চিকিৎসার কাজে লাগানো হবে । রবীন্দ্র সদনে ঋতুপর্ণা সেনগুপ্তর সুচারু নৃত্যশৈলী মুগ্ধ করে সকলকে ।

'লাইফ বিয়ন্ড ক্যানসার' নামে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সবসময়ই যুক্ত আছেন ঋতুপর্ণা । এই সংস্থা ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ায় । ঋতুপর্ণা সেনগুপ্তর প্রযোজনা সংস্থা 'ভাবনা আজ ও কাল' সম্প্রতি রবীন্দ্রসদনে আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের । যেখানে ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও তাঁর ট্রুপ । এদিন আরমান রশিদ খান ও অনীক ধর সঙ্গীত পরিবেশন করেন । দর্শকের নজর কেড়ে নেয় দেবলীনা দত্ত এবং অভিরূপ সেনগুপ্তর নৃত্যানুষ্ঠান ।

Rituparna Sengupta
ঋতুপর্ণার নাচের অনুষ্ঠানে হাজির নিকোলাস ফ্যাসিনো ও সঞ্জয় বুধিয়া (নিজস্ব ছবি)

'লাইফ বিয়ন্ড ক্যানসার'-এর সম্পাদক পার্থ সরকার বলেন, "এদিনের অনুষ্ঠানে যত টিকিট বিক্রি হয়েছে পুরো টাকাটাই তুলে দেওয়া হয় ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য । লাইফ বিয়ন্ড ক্যানসারের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত থেকে সবরকমভাবে সহযোগিতা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ।"

Rituparna Sengupta
নাচে মঞ্চ মাতালেন ঋতুপর্ণা সেনগুপ্ত (নিজস্ব ছবি)

অভিনেত্রী আগেই বলেছিলেন, "বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা বেশ ব্যয়বহুল । শুরুর দিকে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিকভাবে এই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া বেশ কঠিন । সেখানে ওদের পাশে আমি আমার মতো করে দাঁড়িয়েছি । চেষ্টা করছি ওদের যন্ত্রণার অংশীদার হতে ।"

Rituparna Sengupta
দেবলীনা দত্ত নৃত্য পরিবেশন করেন ওই অনুষ্ঠানে (নিজস্ব ছবি)
Rituparna Sengupta
সঞ্চালনা করেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় ও চৈতি ঘোষাল (নিজস্ব ছবি)

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জয় বুধিয়া, নিকোলাস ফ্যাসিনো-সহ বহু বিশিষ্টজন । সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন চৈতি ঘোষাল এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় । আগামী দিনেও ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এই 'লাইফ বিয়ন্ড ক্যানসার' নামে সংস্থাটি ।

Rituparna Sengupta
গান করেন আরমান রশিদ খান (নিজস্ব ছবি)

উল্লেখ্য, 'লাইফ বিয়ন্ড ক্যানসার'-এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পার্থ সরকার (রোটারি ইন্টারন্যাশনাল), 'লাইফ বিয়ন্ড ক্যানসার' -এর চেয়ারম্যান ড. কুণাল রায় (রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর) ।

Rituparna Sengupta
সঙ্গীত পরিবেশন করেন অনীক ধর (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.