হায়দরাবাদ, 30 নভেম্বর: একদিকে বড়দিনের উৎসব অন্যদিকে টলিউডের সুপারস্টার দেবের জন্মদিন ৷ তারমধ্য়েই মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ ফলে উৎসবের আমেজ দ্বিগুণ থেকে বেড়ে তিনগুণ হয়ে গিয়েছে ৷ 20 ডিসেম্বর বড় পর্দার মুক্তি পাচ্ছে দেব ও যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, বরখা বিশ্ত অভিনীত 'খাদান' ৷
তার আগে ছবির অভিনব প্রচার নিয়ে নয়া কৌশল দেবের ৷ সোশাল মিডিয়ায় জানিয়েছেন, এবার ছবির প্রচারে 'খাদান' টিম পৌঁছে যাবে বাংলার বিভিন্ন কোণে ৷ ডিসেম্বরের শুরুতেই সেই জার্নি শুরু হতে চলেছে ৷ কবে-কোথায় টিম খাদানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন, জেনে নেওয়া যাক ৷
'খাদান' টিমের বেঙ্গল ট্যুর শুরু হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে ৷ এদিন দুর্গাপুরে পৌঁছে যাবে দেব ও বাকি কলাকুশলীরা ৷ সেখানে নাচে-গানে এলাকার মানুষদের মাতিয়ে তুলবেন তাঁরা ৷ সেখান থেকে টিম সোজা চলে যাবে বর্ধমান ৷ 6 ডিসেম্বর এলাকাবাসীর সুযোগ পাচ্ছে সামনে থেকে দেবকে দেখার ৷ সেখান থেকে ব্যাক টু কলকাতা ৷ 8 ডিসেম্বর মধ্যমগ্রামে যাবে টিম 'খাদান' ৷
বাংলার কোথায়-কবে যাবে দেব-খাদান টিম
5 ডিসেম্বর- দুর্গাপুর
6 ডিসেম্বর- বর্ধমান