পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গালভরা দাড়ি, উস্কো-খুশকো চুল; 'খাদান'-এ কয়লা মাফিয়া দেব ? - Khadaan Movie Shooting Start

khadan shooting in Asansol: আট বছর পর ফের একসঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা দেব ও যীশু সেনগুপ্ত ৷ খাদানে শুরু 'খাদান' ছবির শুটিং ৷ সোশাল মিডিয়ায় ছবি শেয়ার 'প্রধান' অভিনেতার ৷

khadan shooting in Asansol
খাদানে শুরু 'খাদান' ছবির শুটিং

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 8:41 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ: কিছুদিন আগেই শেষ করেছেন 'টেক্কা' ছবির শুটিং ৷ তারপরেই অভিনেতা দেব শুরু করেন অন্যতম চর্চিত ছবি 'খাদান'-এর শুটিং ৷ সোমবার আসানসোলের খাদানে দেখা গেল অভিনেতা দেবকে ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন চরিত্রের লুকও ৷ এদিন সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন 'টনিক' অভিনেতা ৷ ক্যাপশনে লিখেছেন, "হ্যালো আসানসোল ৷ অবশেষে খাদানে, খাদান ছবির শুটিংয়ে ৷"

ছবিতে অভিনেতার লুক বেশ অন্যরকম ৷ তাঁকে দেখা গিয়েছে একটি চেয়ারে বসে থাকতে ৷ পরনে পুরনো দিনের বেলবস প্যান্ট, পরনে সাদার উপর প্রিন্টেড শার্ট ৷ পায়ে সাধারণ জুতো ৷ গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি কোঁকড়ানো চুল, চোখে সানগ্লাস ৷ এইভাবেই অনুরাগীদের তাঁর ছবির লুকের এক ঝলক উপহার দিয়েছেন দেব ৷ জানা গিয়েছে, রবিবার আসানসোল পৌঁছন দেব ও 'খাদান' টিম ৷ সোমবার থেকেই জোরকদমে শুরু হয়েছে শুটিং ৷ এদিন দেবের সঙ্গে শুটিং সেটে ছিলেন যীশু সেনগুপ্তও ৷

এই ছবি দেখে আপ্লুত অনুরাগীরা ৷ অনেকেই নতুন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ কেউ লিখেছেন, "আসানসোলবাসী হিসাবে গর্ব হচ্ছে ৷" কেউ আবার লিখেছেন, "কয়লা মাফিয়া ৷" আবার কেউ লিখেছেন, "রাজার মুকুট রাজার সাজ, রাজা সিংহাসনে বসবে আজ ৷" সুজিত দত্ত পরিচালিত খাদান-এ দেবের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যীশুকে ৷ সৃজিত মুখোপাধ্যায়ের জুলফিকর ছবির পর এই ছবিতে একসঙ্গে ফের কাজ করছেন যিশু-দেব ৷ জানা গিয়েছে, খাদান ছবির গল্পে মূলত উঠে আসবে কয়লা খনি অঞ্চলের শ্রমিকদের জীবন, সেখানকার রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতি ৷

দেবকে দেখা যাবে শ্যাম মাহাতোর চরিত্রে ৷ যীশুকে দেখা যাবে মোহন দাসের চরিত্রে ৷ এখানে যে দেব-যীশুর গভীর বন্ধুত্বের কথা তুলে ধরা হবে তা দেবের আরও একটি পোস্ট থেকে আগেই জানা গিয়েছিল ৷ ক্যাপশনে লেখা ছিল, "কৃষ্ণ সুদামার কসম, দোস্ত যখন বলেছি, দোস্তোর জন্য জান দিতেও পারি, লিতেও পারি ।" জানা গিয়েছে, যিশু একজন বৈষ্ণব ধর্মাবলম্বী। কীর্তন করেন। তারপর দেবের সঙ্গে কোন সূত্রে গাঁথা পড়েন, তা বলবে ছবির গল্প ৷ আপাতত 14 মার্চ পর্যন্ত আসানসোলের বিভিন্ন কয়লাখনিতে চলবে ছবির শুটিং ৷

ABOUT THE AUTHOR

...view details