ETV Bharat / entertainment

সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড ! 'হতাশ' প্রতিবাদী কিঞ্জল-সৌম্য-তনিকা - RG KAR RAPE AND MURDER CASE

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের শাস্তিতে হতাশ প্রতিবাদী তারকারা ৷

Etv Bharat
হতাশ প্রতিবাদী তারকারা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 4:32 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: সঞ্জয় রায় দোষী সাব্যস্ত আগেই হয়েছেন ৷ সোমবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত ৷ নির্যাতিতার কি বিচার হল ? তারকাদের প্রতিক্রিয়া বলছে অন্য কথা ৷ সকলেই কিন্তু এই রায়ে হতাশ ৷ এর আগে অনেকেই বাকি দোষীরা কোথায় এই প্রশ্নে সরব হয়েছেন ৷

শুরু থেকে জঘন্য ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে ছিলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ৷ আদালতের রায় ঘোষণার পর তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "হতাশ লাগছে তো? লাগুক, হতাশ হওয়াটা দরকার….কারণ সত্যি বলে সত্যিই কিছু নেই ।"

অভিনেত্রী তনিকা বসু বলেন, "আমাদের খুশি অখুশি দিয়ে কারুর কিছু যায় আসে না। আমি খুব হতাশ এই রাজ্য এবং রাজ্যের মানুষদের নিয়ে। তাই এই নিয়ে কথা বলার মতো কিছু নেই আর। তাছাড়া আমাদের মানে সাধারণ মানুষদের এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এ আমাদের ভোট থেকে শুরু করে আমাদের অস্তিত্ব কোনওটারই কোনও মূল্য নেই। কোনদিন আমাদেরই ধর্ষণ করে খুন করিয়ে দেবে তার কি কোনও নিশ্চয়তা আছে?"

অনশনে শামিল হন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "প্রথমত, একটা নারকীয় ঘটনার বিচার প্রক্রিয়া চলছে। তাতে খুশি শব্দটারই কোনও স্থান নেই আমার কাছে। দ্বিতীয়ত৷ সঞ্জয় রায়কে মাননীয় বিচারক যে সাজা শোনালেন তাতে কি সঞ্জয় রায়ের মতো মানুষদের রিফর্ম হওয়া সম্ভব? আমরা বারবার চেয়েছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে কোনও মানুষই এরকম একটা ঘৃণ্য কাজ করার কথা ভাবতেও না পারে। এরকম ক্রিমিনাল কি যাবজ্জীবনকে ভয় পেয়ে এরকম কাজ থেকে নিজেদের বিরত রাখবে? আর তৃতীয়ত আরজি কর-এর এই ঘৃণ্য ঘটনা যে সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভব না, সেটা যে কোনও মানুষ বুঝতে পারছে। সেক্ষেত্রে বাকিরা যতদিন না ধরা পড়ছে বা তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ঘোষণা হচ্ছে ততদিন মন শান্ত হবে না।"

2024-এর 9 অগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাস্তায় নামে সব পেশার এবং সর্বস্তরের মানুষ। খুন এবং ধর্ষণের 48 ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷ আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার সাজা ঘোষণা করে আদালত ৷ সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা-মা ৷ কিন্তু দোষী সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷

ঘটনার 5 মাস 11 দিনের মাথায় এই সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ তিনি জানান, যেহেতু এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, সেজন্য সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হয়নি ৷ তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে, ততদিন তাকে কারাগারে থাকতে হবে ৷ পাশাপাশি 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ কিন্তু সঞ্জয়ের এই সাজায় যে খুশি নন প্রতিবাদী তারকারা, তা স্পষ্ট ৷

কলকাতা, 20 জানুয়ারি: সঞ্জয় রায় দোষী সাব্যস্ত আগেই হয়েছেন ৷ সোমবার তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত ৷ নির্যাতিতার কি বিচার হল ? তারকাদের প্রতিক্রিয়া বলছে অন্য কথা ৷ সকলেই কিন্তু এই রায়ে হতাশ ৷ এর আগে অনেকেই বাকি দোষীরা কোথায় এই প্রশ্নে সরব হয়েছেন ৷

শুরু থেকে জঘন্য ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে ছিলেন চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দ ৷ আদালতের রায় ঘোষণার পর তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "হতাশ লাগছে তো? লাগুক, হতাশ হওয়াটা দরকার….কারণ সত্যি বলে সত্যিই কিছু নেই ।"

অভিনেত্রী তনিকা বসু বলেন, "আমাদের খুশি অখুশি দিয়ে কারুর কিছু যায় আসে না। আমি খুব হতাশ এই রাজ্য এবং রাজ্যের মানুষদের নিয়ে। তাই এই নিয়ে কথা বলার মতো কিছু নেই আর। তাছাড়া আমাদের মানে সাধারণ মানুষদের এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এ আমাদের ভোট থেকে শুরু করে আমাদের অস্তিত্ব কোনওটারই কোনও মূল্য নেই। কোনদিন আমাদেরই ধর্ষণ করে খুন করিয়ে দেবে তার কি কোনও নিশ্চয়তা আছে?"

অনশনে শামিল হন অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "প্রথমত, একটা নারকীয় ঘটনার বিচার প্রক্রিয়া চলছে। তাতে খুশি শব্দটারই কোনও স্থান নেই আমার কাছে। দ্বিতীয়ত৷ সঞ্জয় রায়কে মাননীয় বিচারক যে সাজা শোনালেন তাতে কি সঞ্জয় রায়ের মতো মানুষদের রিফর্ম হওয়া সম্ভব? আমরা বারবার চেয়েছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যাতে কোনও মানুষই এরকম একটা ঘৃণ্য কাজ করার কথা ভাবতেও না পারে। এরকম ক্রিমিনাল কি যাবজ্জীবনকে ভয় পেয়ে এরকম কাজ থেকে নিজেদের বিরত রাখবে? আর তৃতীয়ত আরজি কর-এর এই ঘৃণ্য ঘটনা যে সঞ্জয় রায়ের পক্ষে একা সম্ভব না, সেটা যে কোনও মানুষ বুঝতে পারছে। সেক্ষেত্রে বাকিরা যতদিন না ধরা পড়ছে বা তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ঘোষণা হচ্ছে ততদিন মন শান্ত হবে না।"

2024-এর 9 অগস্ট মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে রাস্তায় নামে সব পেশার এবং সর্বস্তরের মানুষ। খুন এবং ধর্ষণের 48 ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ৷ আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সোমবার সাজা ঘোষণা করে আদালত ৷ সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা-মা ৷ কিন্তু দোষী সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷

ঘটনার 5 মাস 11 দিনের মাথায় এই সাজা ঘোষণা করেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস ৷ তিনি জানান, যেহেতু এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়, সেজন্য সঞ্জয়কে ফাঁসির সাজা দেওয়া হয়নি ৷ তাকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হচ্ছে ৷ অর্থাৎ যতদিন সে বেঁচে থাকবে, ততদিন তাকে কারাগারে থাকতে হবে ৷ পাশাপাশি 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত ৷ কিন্তু সঞ্জয়ের এই সাজায় যে খুশি নন প্রতিবাদী তারকারা, তা স্পষ্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.