ETV Bharat / entertainment

মুক্তি পায়নি বাংলাদেশে, তবু পদ্মা পাড়ে বড় জয় 'পদাতিক'-এর - PADATIK MOVIE

বাংলাদেশে বড় জয় সৃজিতের 'পদাতিক'-এর ৷ ঢাকা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পাশাপাশি এবার পুরস্কারও জিতে নিল সৃজিত মুখোপাধ্যায়ের ছবি।

PADATIK MOVIE
মৃণাল সেনের বিভিন্ন লুকে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 10:49 PM IST

কলকাতা, 20 জানুয়ারি: 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বিশ্ব সিনেমা' বিভাগে 'বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড' জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'। এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত 5টি ভারতীয় ছবির মধ্যে থেকে এই পুরস্কার জিতে নিয়েছে মৃণাল সেনের জীবন নিয়ে সৃজিতের এই ছবি।

সৃজিত বললেন, "এ সিনেমা সবসময় সীমান্ত এবং ভাষা পেরিয়ে যায় যেটা শেষমেশ সিনেমাই। 'পদাতিক' একটি মানবিক গল্প। পদাতিকের এই জয়, মানবতা, শিল্প এবং সিনেমারই জয়।" জানা গিয়েছে, পদ্মাপাড়ের দেশে এই সময়ে উপস্থিত থাকতে পারেননি পরিচালক। সেই প্রসঙ্গেও তিনি বলেন, "বাংলাদেশের ভিসা সমস্যার কারণ নয়। আমার পরবর্তী ছবির শুটিংয়ের জন্যেই যেতে পারি সেখানে।"

PADATIK MOVIE
'বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড' জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এইমুহূর্তে 'উইঙ্কল টুইঙ্কল' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। 'পদাতিক'-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বললেন, "এই ছবির শুটিং শুরুর আগে আগেই বাবাকে হারাই। নানা অসুবিধার মধ্যেই এই ছবির শুটিং সেরেছিলাম। আবার রাজনৈতিক টালমাটাল অবস্থার দরুণ কলকাতায় এই ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারিনি। বাংলাদেশেও এই ছবিটি মুক্তি পেল না তা দুর্ভাগ্যের।"

'পদাতিক'-এ মৃণাল সেনের বিভিন্ন লুকে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় ছিলেন জিতু কমল। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এসেছে। পাশাপাশি, মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন এই ছবি ৷ প্রসঙ্গত, সৃজিতের এই ছবি 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে।

কলকাতা, 20 জানুয়ারি: 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বিশ্ব সিনেমা' বিভাগে 'বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড' জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক'। এই চলচ্চিত্র উৎসবে নির্বাচিত 5টি ভারতীয় ছবির মধ্যে থেকে এই পুরস্কার জিতে নিয়েছে মৃণাল সেনের জীবন নিয়ে সৃজিতের এই ছবি।

সৃজিত বললেন, "এ সিনেমা সবসময় সীমান্ত এবং ভাষা পেরিয়ে যায় যেটা শেষমেশ সিনেমাই। 'পদাতিক' একটি মানবিক গল্প। পদাতিকের এই জয়, মানবতা, শিল্প এবং সিনেমারই জয়।" জানা গিয়েছে, পদ্মাপাড়ের দেশে এই সময়ে উপস্থিত থাকতে পারেননি পরিচালক। সেই প্রসঙ্গেও তিনি বলেন, "বাংলাদেশের ভিসা সমস্যার কারণ নয়। আমার পরবর্তী ছবির শুটিংয়ের জন্যেই যেতে পারি সেখানে।"

PADATIK MOVIE
'বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড' জিতল সৃজিত মুখোপাধ্যায়ের 'পদাতিক' (ইটিভি ভারত)

প্রসঙ্গত, এইমুহূর্তে 'উইঙ্কল টুইঙ্কল' ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। 'পদাতিক'-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বললেন, "এই ছবির শুটিং শুরুর আগে আগেই বাবাকে হারাই। নানা অসুবিধার মধ্যেই এই ছবির শুটিং সেরেছিলাম। আবার রাজনৈতিক টালমাটাল অবস্থার দরুণ কলকাতায় এই ছবির প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারিনি। বাংলাদেশেও এই ছবিটি মুক্তি পেল না তা দুর্ভাগ্যের।"

'পদাতিক'-এ মৃণাল সেনের বিভিন্ন লুকে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় ছিলেন জিতু কমল। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এসেছে। পাশাপাশি, মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী উপলক্ষে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বানিয়েছেন এই ছবি ৷ প্রসঙ্গত, সৃজিতের এই ছবি 'দ্য নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সেরা চিত্রনাট্যের পুরস্কারে সম্মানিত হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.