ETV Bharat / entertainment

নেটপাড়ায় ভাইরাল 'মহাকুম্ভের মোনালিসা', লাভ হল না ব্যবসায় - GARLAND SELLER GIRL AT MAHA KUMBH

2025 সালের মহাকুম্ভে নজর কেড়েছেন এক সুন্দর চোখের অধিকারী নারী ৷ রুদ্রাক্ষের মালা বিক্রি করতে এসে তিনি ভাইরাল নেটপাড়ায় ৷ কে এই সুন্দরী ?

Garland Seller Girl At The Maha Kumbh
ভাইরাল মোনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 20, 2025, 5:36 PM IST

হায়দরাবাদ, 20 জানুয়ারি: কপালে ছোট্ট টিপ, চোখে গভীর কালো কাজল, চোখের মণি কটা ৷ মহাকুম্ভের মেলায় ভাইরাল মোনালিসা ৷ রুদ্রাক্ষ বিক্রি করে পয়সা রোজগার করতে এসেছিলেন ৷ কিন্তু তাঁর রূপে মুগ্ধ গোটা নেটপাড়া ৷ কে এই সুন্দরী ? থাকেন কোথায় ?

প্রতি বছরের মতো এই বছরও উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা জমজমাট ৷ 13 জানুয়ারি শুরু হওয়া এই মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 45 দিন ধরে চলবে। পূণ্যস্নানের আশায় দেশ-বিদেশের ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে আসেন ডুব দিতে। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ৷ এই বছর সেই মেলায় যেমন দেশ-বিদেশের নানা সাধু-সন্ন্যাসীরা নজর কেড়েছেন তেমন নজর কেড়েছেন মোনালিসা ৷

সাগর জ্যায়সি আঁখো ওয়ালি...

দেশের সবচেয়ে পরিস্কার শহর ইন্দোর থেকে পরিবারের সঙ্গে মহাকুম্ভে আসেন মোনা নামের এই মেয়েটি ৷ তাঁকে এখানে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে দেখা যায় ৷ তাঁর গভীর কালো চোখের প্রেমে পাগল এখন বিশ্ব ৷ নিমেষে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় মোনার ছবি ও ভিডিয়ো ৷ মোনার ভিডিয়োটি কেবল একজন নয়, লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এমনকী, অনেকে মোনার সৌন্দর্যকে তুলনা করেছেন মোনালিসার সঙ্গে ৷

কাজল নয়না হরিণী

মোনার সুন্দর চোখের ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন, "সুন্দরী মেয়েরা কেবল দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করে।" আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "এই চোখ নাকি সমুদ্র, এর সামনে অভিনেত্রীরাও ব্যর্থ হন।" আবার কেউ লিখেছেন, " এত সৌন্দর্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন।"

মার খাচ্ছে ব্যবসা

এই মুহূর্তে মোনার ভাইরা ভিডিয়ো 15 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ৷ কিন্তু তাতে ব্যবসায় কোনও উন্নতি হয়নি ৷ ভাইরাল মোনালিসার কাছে প্রচুর মানুষের ভিড় হচ্ছে কিন্তু রুদ্রাক্ষ কেনার জন্য নয় তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ৷ এক নেটিজেন জানিয়েছেন, যে কারণে মহা কুম্ভের মেলায় তাঁরা এসেছিলেন সেই কাজ অসফল হচ্ছেন ৷ কারণ মার খাচ্ছে ব্যবসা ৷ ফলে মোনালিসাকে কুম্ভের মেলা থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাঁর বাবা ৷

হায়দরাবাদ, 20 জানুয়ারি: কপালে ছোট্ট টিপ, চোখে গভীর কালো কাজল, চোখের মণি কটা ৷ মহাকুম্ভের মেলায় ভাইরাল মোনালিসা ৷ রুদ্রাক্ষ বিক্রি করে পয়সা রোজগার করতে এসেছিলেন ৷ কিন্তু তাঁর রূপে মুগ্ধ গোটা নেটপাড়া ৷ কে এই সুন্দরী ? থাকেন কোথায় ?

প্রতি বছরের মতো এই বছরও উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা জমজমাট ৷ 13 জানুয়ারি শুরু হওয়া এই মেলা 26 ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ 45 দিন ধরে চলবে। পূণ্যস্নানের আশায় দেশ-বিদেশের ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে আসেন ডুব দিতে। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় ৷ এই বছর সেই মেলায় যেমন দেশ-বিদেশের নানা সাধু-সন্ন্যাসীরা নজর কেড়েছেন তেমন নজর কেড়েছেন মোনালিসা ৷

সাগর জ্যায়সি আঁখো ওয়ালি...

দেশের সবচেয়ে পরিস্কার শহর ইন্দোর থেকে পরিবারের সঙ্গে মহাকুম্ভে আসেন মোনা নামের এই মেয়েটি ৷ তাঁকে এখানে রুদ্রাক্ষের মালা বিক্রি করতে দেখা যায় ৷ তাঁর গভীর কালো চোখের প্রেমে পাগল এখন বিশ্ব ৷ নিমেষে নেটপাড়ায় ভাইরাল হয়ে যায় মোনার ছবি ও ভিডিয়ো ৷ মোনার ভিডিয়োটি কেবল একজন নয়, লক্ষ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী শেয়ার করেছেন। এমনকী, অনেকে মোনার সৌন্দর্যকে তুলনা করেছেন মোনালিসার সঙ্গে ৷

কাজল নয়না হরিণী

মোনার সুন্দর চোখের ভিডিয়ো দেখে এক নেটিজেন লিখেছেন, "সুন্দরী মেয়েরা কেবল দরিদ্র পরিবারেই জন্মগ্রহণ করে।" আরেকজন ব্যবহারকারী লিখেছেন, "এই চোখ নাকি সমুদ্র, এর সামনে অভিনেত্রীরাও ব্যর্থ হন।" আবার কেউ লিখেছেন, " এত সৌন্দর্য একমাত্র ঈশ্বরই দিতে পারেন।"

মার খাচ্ছে ব্যবসা

এই মুহূর্তে মোনার ভাইরা ভিডিয়ো 15 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে ৷ কিন্তু তাতে ব্যবসায় কোনও উন্নতি হয়নি ৷ ভাইরাল মোনালিসার কাছে প্রচুর মানুষের ভিড় হচ্ছে কিন্তু রুদ্রাক্ষ কেনার জন্য নয় তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য ৷ এক নেটিজেন জানিয়েছেন, যে কারণে মহা কুম্ভের মেলায় তাঁরা এসেছিলেন সেই কাজ অসফল হচ্ছেন ৷ কারণ মার খাচ্ছে ব্যবসা ৷ ফলে মোনালিসাকে কুম্ভের মেলা থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তাঁর বাবা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.