পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বারবনিতা থেকে মঞ্চের রানি... ! 'বিনোদিনী' রুক্মিণীকে দেখে বিভোর দর্শক - BINODINI EKTI NATIR UPAKHYAN

পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে তোয়াক্কা না করে স্বপ্নের উড়ান দিয়েছিলেন বিনোদিনী ৷ রামকমলের ছবিতে 'রুক্মিণী'র থেকে চোখ ফেরানো দায় ৷

BINODINI TRAILER
'বিনোদিনী' রুক্মিণী (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 11, 2025, 5:21 PM IST

হায়দরাবাদ, 11 জানুয়ারি: "এই যুগে শত পাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই, টলিলেই চরণ ৷" মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায়ের 'বিনোদিনী - একটি নটীর উপাখ্যান' ছবির ট্রেলার ৷ বিনোদিনী দাসী রূপে রুক্মিণী মৈত্র মুগ্ধ করলেন দর্শকদের ৷ 23 জানুয়ারি মুক্তি পাবে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবি ৷

কথা মতো শনিবার দুপুকে মুক্তি পায় ট্রেলার ৷ ক্যাপশনে লেখা হয়, "বারবনিতা থেকে মঞ্চের রানি, বিষবৃক্ষের কুন্দনন্দিনী- নটী বিনোদিনী। শিল্প, স্পর্ধা ও সংগ্রামের এক অজানা অধ্যায় নিয়ে আসছে বিনোদিনী - একটি নটীর উপাখ্যান।" রামকমলের এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের চর্চিত মহিলার জীবনকাহিনী দেখতে পাবেন দর্শকরা ৷ জানবেন এমন এক বারবণিতার কাহিনী, যিনি সেই সময়ে দাঁড়িয়ে পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে তোয়াক্কা না করে স্বপ্নের উড়ান দিয়েছিলেন ৷ যাঁর সাহসের গুণগান আজও করে বঙ্গনারী ৷

এই ছবি যেন বাংলা সিনেমার ইতিহাসে বিনোদিনী দাসীর এক টুকরো জীবন্ত দলিল হয়ে থাকতে চলেছে ৷ ট্রেলারে রুক্মিণী অনবদ্য রূপ-সাজ তাক লাগায় ৷ তেমনই তাঁর চোখা সংলাপ বুকে বাঁধে ৷ রামকমলের 'বিনোদিনী' ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে ৷ যিনি বিনোদিনীকে ঘষে-মেজে অভিনয় জগতে নিয়ে আসেন ৷

ট্রেলারে রুক্মিণীর কণ্ঠে শোনা যায়, "দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না, এত মায়ার খেলা ৷" আর এখানেই বিনোদিনী দাসী রূপে সফল অভিনেত্রী রুক্মিণী ৷ কারণ তিনি অভিনয়ের যে ভাবসাগরে ডুব দিয়েছেন তাতে দর্শকরাও তাঁকে অনুসরণ করতে বাধ্য ৷

বিনোদিনীর জীবনে প্রথম প্রেমিকের চরিত্রে দেখা গিয়েছে ওম সাহানিকে ৷ তাঁদের বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত ফুটে ওঠে ট্রেলারে ৷ কিন্তু প্রেমে প্রত্যাখ্যাত হন বিনোদিনী ৷ গুরু গিরিশ ঘোষের সঙ্গেও সম্পর্কে অবনতি ঘটে ৷ এরপর বিনোদিনীর জীবনে প্রবেশ ঘটে রঙ্গবাবুর ৷ যে চরিত্রে দেখা গিয়েছে রাহুল বোসকে ৷ ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে নজর কাড়েন মীর।

ট্রেলারের পরতে পরতে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে সেট ডিজাইন, পোশাক সবকিছুতেই অনবদ্যতার ছোঁয়া রেখেছেন পরিচালক রামকমল ৷ ইতিমধ্যেই 'কানহা' গানে রুক্মিণীর নৃত্যশৈলীর প্রশংসা ফিরছে দর্শকদের মুখে মুখে ৷ রাজকীয় সেট দেখে অনেকেই তুলনা করছেন সঞ্জয় লীলা বনশালির কাজের সঙ্গে ৷ 'বিনোদিনী' রুক্মিণী পর্দায় আসছেন 23 জানুয়ারি ৷ ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের একজন অভিনেত্রী মাত্র 12 বছরের স্বল্প অভিনয় জীবনের কীভাবে বাংলাকে প্রভাবিত করেন তা দেখার অপেক্ষায় রয়েছে দর্শক ৷

ABOUT THE AUTHOR

...view details