কলকাতা, 19 অগস্ট:সপ্তাহের শুরুতেই আজ আরজি কর নিয়ে দিকে দিকে প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন । তার মধ্যে আকাদেমি অফ ফাইন আর্টসে অভিনব প্রতিবাদ সভা করলেন বাংলার শিল্পীরা । চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা প্রতিবাদে রং-তুলিতে নিজেদের মনের কথা তুলে ধরলেন বাংলার শিল্পীরা । কেউ আঁকলেন ক্যানভাসে, কেউ আঁকলেন কাগজে, কেউ বা শাড়িতে ৷ আবার কেউ মানুষের শরীরে ফুটিয়ে তুললেন প্রতিবাদের ভাষা ৷
অপরাধীর শাস্তির দাবিতে রং-তুলিতে প্রতিবাদ বাংলার শিল্পীদের (ইটিভি ভারত) চিত্রশিল্পী তারক দাসের রং-তুলির ছোঁয়ায় মানব শরীরে আছড়ে পড়ল প্রতিবাদ ৷ যেখানে লেখা রয়েছে, "দশ লক্ষ টাকা দেব, আমার মেয়েকে ফিরিয়ে দাও..৷" চিত্র ও ভাস্কর্য শিল্পী সমীর আইচ বলেন, "সরকার যে সত্যটা চাপতে চাইছে তার বিরুদ্ধে আমাদের শিল্পীদের এই প্রতিবাদ । আমরা রং-তুলির মাধ্যমে প্রতিবাদ জানাব ৷ আরজি করের ঘটনায় যেখানেই প্রতিবাদ হচ্ছে, সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিচ্ছে সরকার ৷ এভাবে জোর করে কোনওকিছুকে চাপা দেওয়া যায় না ।"
সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাসের কথায়, "একদিকে ভালো লাগছে যে বাংলার শিল্পীরা এক হয়েছেন । তবে যে কারণে তাঁরা এক হয়েছেন, সেটা বড্ড খারাপ লাগার । এই প্রতিবাদের জেরে যদি অপরাধী শাস্তি পায়, তবেই হবে প্রকৃত জয় ।"
চিত্র ও ভাস্কর্য শিল্পী সনাতন দিন্দা বলেন, "অপরাধীর এমন শাস্তি হোক যেন আর কোনওদিন এরকম কাজ করার কথা মাথাতেও না আসে ।" তাঁর কথায়, "মেয়েদের রাতে কাজ না-করার কথা বলা হচ্ছে । আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে । মেয়েদের ঘরে না-আটকে তাঁদের সুরক্ষার ব্যবস্থা করা দরকার সবার আগে ।"
মাত্র দেড় দিনের নোটিশে দূর-দুরান্ত থেকে শিল্পীরা এসে হাজির হয়েছেন আকাদেমি চত্বরে । রং-তুলিতে মেলে ধরেছেন নির্যাতিতার মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ ৷ স্লোগান একটাই- বিচার চাই । এদিন শিশুদেরও দেখা যায় আকাদেমি চত্বরে । তাদের হাতে পোস্টারে লেখা, 'দুষ্টু লোকদের শাস্তি হোক ।'