কলকাতা, 8 এপ্রিল: মুক্তির পথে অমিত শর্মা পরিচালিত 'ময়দান'। 10 এপ্রিল ভারত জুড়ে মুক্তি পাবে ছবিটি। এক ঝাঁক বাংলার অভিনেতা রয়েছেন এই ছবিতে। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে আরিয়ান ভৌমিক, অমর্ত্য রায়, তন্ময় ভট্টাচার্য। বলিউডে কাজ তাও আবার অজয় দেবগণের সঙ্গে, কেমন ছিল অভিজ্ঞতা, মন খোলা আড্ডায় জানালেন আরিয়ান ভৌমিক ৷
ইটিভি ভারতকে আরিয়ান বলেন, "ফাইনালি ছবিটা মুক্তি পাচ্ছে এত বছর পর সেটাই একটা দারুণ ব্যাপার। অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ছবিটাকে। প্যান্ডেমিক, ঝড় আমাদের সেট ভেঙে গিয়েছিল। কিন্তু অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে।"
এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা যাবে আরিয়ানকে। নেভিল ডি'সুজার চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান। দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক তিনিই করেন ফুটবলে। অভিনেতা বলেন, "নেভিল ডি’সুজ়া দেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের সেরা স্ট্রাইকার তিনি। এরকম একটা চরিত্রে আমি অভিনয় করেছি। ভীষণ গর্ব নিজের কাছে নিজের। অসম্ভব ভালোলাগা কাজ করছে। একইসঙ্গে আমি সম্মানিত। অনেক অডিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে।"
তিনি আরও বলেন, "2019 সালে অডিশনের পর আমাকে নিয়মিত ফুটবল খেলার ভিডিয়ো তুলে পাঠাতে হত। আমি তখন 'তিতলি' ধারাবাহিকে অভিনয় করছি। ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে, নিয়মিত ভিডিয়ো তুলে পাঠানো। ছবিতে একটা রক্ত গরম করার মতো দৃশ্য আছে। সেটা নিয়ে এখনই বলব না। নেভিল ডি'সুজার হ্যাটট্রিক করার খেলাটা দেখানো হয়েছে ছবিতে।"
আরিয়ানের মতে, "ওই সময়টাকে ধরে আমাদের অভিনয় করতে হয়েছে। সবকিছু এত পারফেক্ট ছিল যে মনে হত ওই সময়ে দাঁড়িয়েই খেলছি, কথা বলছি। আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়লে যেমন ভাবি ওই সময়ে থাকলে দেশের জন্য কিছু করতে পারতাম। এই ছবিটা করতে করতেও ঠিক সেটাই মনে হচ্ছিল আমার। গায়ের রক্ত এমনিই গরম হয়ে গিয়েছিল।"
তবে ফুটবল খেলার জন্য তিনি কি প্রশিক্ষণ নিয়েছিলেন? অভিনেতা বলেন, "আমাদের টিমে একমাত্র আমিই যে কিনা প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার নই। তাই কোনও ডিভিশনেও খেলিনি কখনও। পাড়ায় মাঠে ঘাটে খেলেছি, ওই অবধিই। বাকিরা সকলেই আগে একটু-আধটু ফুটবল খেলেছে। তাই আমার কাছে চ্যালেঞ্জটা সব থেকে বেশি ছিল।"