হায়দরাবাদ, 4 জুন:এগিয়ে আসছে বিয়ের তারিখ ৷ দুই পরিবারের তরফে শুরু গিয়েছে নানাবিধ অনুষ্ঠান ৷ আগামী 12 জুলাই অনন্ত আম্বানি ও রাধিকা আম্বানির বিয়ের আসর বসছে জিও কনভেনশন সেন্টারে ৷ তার আগে সঙ্গীতানুষ্ঠানের আসর জমাবেন জনপ্রিয় পপ-তারকা জাস্টিন বিবার ৷ আন্তর্জাতিক পপ তারকা বৃহস্পতিবারই পৌঁছে গিয়েছেন মুম্বইয়ে ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো ৷
ঘনিষ্ঠ সূত্রে খবর, অ্যাডেলে, ড্রেক এবং লানা ডেল রে রাধিকা এবং অনন্তের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য উপস্থিত থাকতে পারেন ৷ জানা গিয়েছে, কানাডিয়ান পপস্টার বিবারের হিট গানের তালিকায় রয়েছে 'বেবি', 'সরি' এবং 'নেভার সে নেভার'-এর মতো ৷ এর আগে, রিহানাকে দেখা গিয়েছে জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পার্টিতে ৷
বুধবারই গুজরাতি বিয়ের অন্যতম উদযাপন হিসাবে 'মামেরু' অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ ট্রাডিশনাল প্রি-ওয়েডিং নিয়ম পালিত হয় মুম্বইয়ে আম্বানিদের বাসভবনে ৷ পাত্র ও পাত্রীপক্ষের সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ নীতা আম্বানির মা পূর্ণিমা দালাল ও বোন মমতা দালাল ছাড়াও হবু দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন ৷ উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর, শিখর পাহাড়িয়া, প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার ৷ ডিজাইনার লেহেঙ্গায় জাহ্নবী এদিন নজর কাড়েন পাপারাৎজিদের ৷ চর্চিত বয়ফ্রেন্ড শিখর পাহাড়িয়ার সঙ্গে 'মামেরু' অনুষ্ঠানে যোগ দিতে আম্বানিদের বাড়িতে হাজির হন অভিনেত্রী ৷ লাভবার্ডকে দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷
প্রসঙ্গত, জামনগরে প্রথম প্রি-ওয়েডিং সেরেমনি উদযাপনের পর জুন মাসে ক্রুজ পার্টিতে চর্চায় আসেন অনন্ত-রাধিকা ৷ তাঁদের এই অনুষ্ঠানে ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল এবং ইতালির গায়ক আন্দ্রেয়া বোসেলি তারকাদের মনোরঞ্জন করেন ৷ এবার জাস্টিন বিবারের পাশাপাশি আর কোন আন্তর্জাতিক তারকা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন, সেদিকে তাকিয়ে সকলেই ৷