হায়দরাবাদ, 25 অক্টোবর: সৌন্দর্য ধরে রাখতে বলিউড অভিনেত্রীদের বোটক্স করানো বা ট্রিটমেন্ট করানো নতুন কিছু নয় ৷ অনেকে প্রকাশ্যে তা স্বীকার করেন অনেকে আবার এই বিষয় এড়িয়ে যান ৷ এবার বোটক্স করানো নিয়ে আলোচনার শিরোনামে জিগরা অভিনেত্রী আলিয়া ভাট ৷ নেটপাড়ায় চাউর হয়ে গিয়েছে, বোটক্স করানোয় মুখ বেঁকে গিয়েছে আলিয়ার ৷ এমনকী, মুখের একদিকে পক্ষাঘাত হয়ে গিয়েছে ৷ এমন খবর ভাইরাল হতেই নেটিজেনদের একহাত নিলেন পর্দার 'গাঙ্গুবাঈ' ৷
সোশাল মিডিয়ায় সমালোচকদের কড়া জবাব দেন অভিনেত্রী ৷ তিনি ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, "কেউ যদি নিজের ইচ্ছায় কসমেটিক সার্জারি বা কারেকশন করতে চান সেই নিয়ে বিচার কেউ করতে পারেন না ৷ তোমার শরীর তোমার চয়েস ৷" এরপরেই নিজের কসমেটিক সার্জারি নিয়ে সপাটে উত্তর দেন রাজি অভিনেত্রী ৷ তিনি বলেন, "সম্প্রতি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একটি খবর যে আমি বোটক্স করিয়েছি ৷ যে সার্জারি সফল হয়নি ৷ এই ধরনের সমালোচনা জঘন্য ৷ মানুষের মুখ নিয়ে বিকৃত আলোচনা ৷"
শুধু তাই নয়, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই এইভাবে কারোর সম্বন্ধে সামাজিক মাধ্যমে মতামত পোষণ প্রসঙ্গেও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন আলিয়া ৷ তিনি হতাশা প্রকাশ করেন বলেন, "কোনও প্রমাণ ছাড়া এই ধরনের সিরিয়াস বিষয় নিয়ে কথা বলা আশ্চর্যের ৷ কোনও কনফার্মেশন ছাড়াই ভিত্তিহীন কথা বলার প্রবণতা ৷" এরপরেই আলিয়া সংবাদমাধ্যমের উদ্দেশ্যে জানিয়েছেন, সেনসেশনাল বিষয় নিয়ে বিশেষ করে কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা এড়িয়ে যাওয়া উচিত ৷ এই ধরনের আলোচনা অনেকের মধ্যে খারাপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী ৷
আলিয়া ভাটের পোস্ট (Alia Bhatt Instagram) আলিয়া মেয়েদের নিয়ে ইন্টারনেটে কুরুচিকর আলোচনা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি মেয়েদের মুখ, শরীর, ব্যক্তিগত জীবন, শরীরের প্রাইভেট পার্ট নিয়েও সমালোচনা বন্ধের কথা বলেছেন ৷ তারপরেই তিনি জানিয়েছেন, একজন মেয়ের সমালোচনা অনেক সময় আর একজন মেয়েই বেশি করে থাকেন ৷ তা অত্যন্ত দুঃখের ৷ তিনি বলেন, "দুঃখের বিষয় মেয়েদের নিয়ে সমালোচনা অনেক সময় একজন মেয়েই বেশি করে থাকে ৷ নিজেও বাঁচো অন্যকেও বাঁচতে দাও ৷"