কলকাতা, 22 ডিসেম্বর: প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে বেনজরি আক্রমণ ফিরহাদ হাকিমের ৷ অধীরকে 'বিজেপির কথায় নাচা, দু’কান কাটা' বলে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ৷ উল্লেখ্য, বাংলাদেশের একাংশ নেতাদের ভারত বিরোধী আস্ফালন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অধীর ৷ মুর্শিদাবাদ-সহ পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা বাংলাদেশ দখল করে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি ৷
অধীরের সেই মন্তব্যের পালটা জবাব দিয়ে রবিবার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "উনি এখন বিজেপির কথায় নাচছেন ৷ ইনি (পাশে দাঁড়ানো বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে দেখিয়ে) অধীরবাবুকে গো-হারান হারিয়েছেন ৷ তাঁর দু’কান কাটা, যা ইচ্ছে বলছেন ৷ কোনও কিছুই বাংলাদেশে যাবে না ৷"
উল্লেখ্য, বাংলাদেশের একাংশ মৌলবাদী নেতা ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন ৷ কখনও কলকাতা দখল, তো কখনও মুর্শিদাবাদকে বাংলাদেশের অংশ বলে দাবি করা ৷ এমন নানান গরমাগরম মন্তব্য ভেসে আসছে বিএনপি-সহ ওপার বাংলার বেশ কিছু সংগঠনের নেতাদের তরফে ৷
সেই নিয়ে বলতে গিয়ে সম্প্রতি অধীর বলেন, "এই বাংলাদেশ ভারতের কাছে বড় বিপদের কারণ ৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে যে কোনও দিন ভারতের মুর্শিদাবাদ দাবি করতে পারে ৷ চিন ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত করছে বাংলাদেশের মৌলবাদীরা ৷"
তবে, বাংলাদেশি আস্ফালন প্রসঙ্গে এ দিন ফিরহাদ হাকিমকে আগ্রাসী ভূমিকায় দেখা গেল ৷ তিনি বলেন, "ভারত অত্যন্ত শক্তিশালী ৷ আমাদের দেশ আমাদের সম্মান ৷ দেশ রক্ষা করতে দেশবাসী জানেন ৷ আমাদের কোনও আশঙ্কা নেই ৷ ওদিকে বসে দু-চারটে জঙ্গি ও মৌলবাদী নেতা কথা বলছে ৷"
এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় বাংলাদেশ নিয়ে ভাষণ প্রসঙ্গ তুলে ধরে ফিরহাদ বলেন, "বাংলাদেশের আইডিয়া নেই ৷ ওঁরা কুয়োর ব্যাঙ ৷ ভারতের শক্তি সম্পর্কে কোনও ধারণা নেই ৷ দেশের প্রশাসন, সেনা, পুলিশ আপনাদের মনোকামনা পূরণ করতে দেবে না ৷ অধীর চৌধুরী ওপারের কথা যতই বলুন, এপারে আমাদের সেনা, রাজ্যের পুলিশ সকলেই শক্তিশালী ৷ ভারতের দিকে চিন-পাকিস্তান হোক বা বাংলাদেশ, যে তাকাবে চোখ উপড়ে ফেলা হবে ৷"