ETV Bharat / state

বেলুড় মঠে সাড়ম্বরে পালিত সারদা দেবীর 172তম জন্মতিথি - MAA SARADA BIRTHDAY

রবিবার মা সারদার জন্মতিথিতে বেলুড় মঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে । বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রসারিত হয় উদযাপনের অনুষ্ঠান ৷

Sarada devi birthday
মা সারদার 172তম জন্মতিথি (ছবি সূত্র- বেলুড় মঠের ফেসবুক পেজ)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2024, 4:38 PM IST

হাওড়া, 22 ডিসেম্বর: আজ সারদা দেবীর 172তম জন্মতিথি ৷ হাওড়ার বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল দিনটি । রবিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে ৷ সেই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে উদযাপিত হয় মা সারদার জন্মতিথি ।

রবিবার সারদা দেবীর জন্মতিথিতে বেলুড় মঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে । এ দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমান বেলুড় মঠে ৷ যার ফলে জমজমাট হয়ে ওঠে বেলুড় মঠ চত্ত্বর । এ দিন ভোর 4টে 45 মিনিটে সারদা মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এছাড়াও রবিবার সারাদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান হয় ।

মা সারদার জন্মতিথি ধুমধাম করে পালিত হল বেলুড় মঠে (ইটিভি ভারত)

এ দিন একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে নির্মিত অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলে স্তবগান, ভজন, মাতৃ সঙ্গীত-সহ সারদা মায়ের কথা । পাশাপাশি নাম পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজনের অনুষ্ঠান হয় । বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় ।

রবিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই বেলুড় মঠের সামনে ছিল ভক্তদের লম্বা লাইন । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রসারিত করা হয় বলে জানানো হয়েছে । সকাল থেকেই অগণিত ভক্ত বেলুড় মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন মা সারদাকে । সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ সারদা মায়ের 172তম জন্মতিথির অনুষ্ঠানের পরিসমাপ্তি ।

Sarada devi birthday
জন্মতিথিতে ফুলের চাদরে সাজানো হল সারদা দেবীকে (ছবি সূত্র- বেলুড় মঠের ফেসবুক পেজ)

রবিবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠের অনুষ্ঠানে অংশ নেন বালির আদি বাসিন্দা আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এটা পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ স্থান, তিনি পৃথিবীর মা । এখানে যত আসতে পারবে ততই ভালো । এই আদর্শ ও ভাবাদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই নয়, তাকে উপলব্ধি করতে হবে । এতে জীবনের অন্যান্য যে সমস্যাগুলো থাকে তার নিবারণ হয় ৷ এখানে আসতে পারা ভাগ্যের ব্যাপার ৷ রামকৃষ্ণ দেব, স্বামীজি ও সারদা মায়ের ভাবধারা-আদর্শ মেনে চললে সমগ্র রাজ্য, দেশ তথা পৃথিবী সুন্দর ও শান্তভাবে চলবে । এখানে মা, ঠাকুর ও স্বামীজির কৃপা হলে তবেই কেউ আসতে পারে, এটা আমি বিশ্বাস করি । এখানে এলে ব্যক্তির নিজস্ব উন্নতি, উপলব্ধি বোধ তৈরি হবে, সে আরও দৃঢ় হতে পারবে । তার ভাবনা চিন্তার অনেক পরিবর্তন হবে ।"

হাওড়া, 22 ডিসেম্বর: আজ সারদা দেবীর 172তম জন্মতিথি ৷ হাওড়ার বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল দিনটি । রবিবার বিশুদ্ধ পঞ্জিকা মতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বেলুড় মঠে ৷ সেই অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে উদযাপিত হয় মা সারদার জন্মতিথি ।

রবিবার সারদা দেবীর জন্মতিথিতে বেলুড় মঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে । এ দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীরা ভিড় জমান বেলুড় মঠে ৷ যার ফলে জমজমাট হয়ে ওঠে বেলুড় মঠ চত্ত্বর । এ দিন ভোর 4টে 45 মিনিটে সারদা মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় । এছাড়াও রবিবার সারাদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠান হয় ।

মা সারদার জন্মতিথি ধুমধাম করে পালিত হল বেলুড় মঠে (ইটিভি ভারত)

এ দিন একদিকে যেমন মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে নির্মিত অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলে স্তবগান, ভজন, মাতৃ সঙ্গীত-সহ সারদা মায়ের কথা । পাশাপাশি নাম পদাবলী, কীর্তন, গীতনাট্য, বাউল গান ও ভজনের অনুষ্ঠান হয় । বেলা 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয় ।

রবিবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই বেলুড় মঠের সামনে ছিল ভক্তদের লম্বা লাইন । এছাড়াও সম্পূর্ণ অনুষ্ঠানটি সরাসরি বেলুড় মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রসারিত করা হয় বলে জানানো হয়েছে । সকাল থেকেই অগণিত ভক্ত বেলুড় মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করেন মা সারদাকে । সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ সারদা মায়ের 172তম জন্মতিথির অনুষ্ঠানের পরিসমাপ্তি ।

Sarada devi birthday
জন্মতিথিতে ফুলের চাদরে সাজানো হল সারদা দেবীকে (ছবি সূত্র- বেলুড় মঠের ফেসবুক পেজ)

রবিবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় মঠের অনুষ্ঠানে অংশ নেন বালির আদি বাসিন্দা আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "এটা পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ স্থান, তিনি পৃথিবীর মা । এখানে যত আসতে পারবে ততই ভালো । এই আদর্শ ও ভাবাদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়াই নয়, তাকে উপলব্ধি করতে হবে । এতে জীবনের অন্যান্য যে সমস্যাগুলো থাকে তার নিবারণ হয় ৷ এখানে আসতে পারা ভাগ্যের ব্যাপার ৷ রামকৃষ্ণ দেব, স্বামীজি ও সারদা মায়ের ভাবধারা-আদর্শ মেনে চললে সমগ্র রাজ্য, দেশ তথা পৃথিবী সুন্দর ও শান্তভাবে চলবে । এখানে মা, ঠাকুর ও স্বামীজির কৃপা হলে তবেই কেউ আসতে পারে, এটা আমি বিশ্বাস করি । এখানে এলে ব্যক্তির নিজস্ব উন্নতি, উপলব্ধি বোধ তৈরি হবে, সে আরও দৃঢ় হতে পারবে । তার ভাবনা চিন্তার অনেক পরিবর্তন হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.