কলকাতা, 2 এপ্রিল: ফের মিমি চক্রবর্তী-আবির চট্টোপাধ্যায় একসঙ্গে পর্দায় ৷ বাংলা নতুন বছরের আবহে পর্দায় আসছে মিষ্টি ভালোবাসার গল্প 'আলাপ' ৷ আগামী 26 এপ্রিল ভোটের আবহেই মুক্তি পাবে প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবি। প্রকাশ্যে এসেছে ছবির মোশন পোস্টার ৷ সুরিন্দর ফিল্মসের তরফে ছবির মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে "নতুন বছরে নতুন আলাপ ৷" আধুনিক সম্পর্কের জটিলতার মধ্যে ভালোবাসা ও আনন্দ খুঁজে পাওয়ার গল্পই বলবে এই ছবি ৷ 'রক্তবীজ'-এর মতো মিমি-আবিরকে পর্দায় ফের পেয়ে আপ্লুত সিনেপ্রেমীরাও ৷
এই প্রসঙ্গে মিমি বলেন, "আবিরদা আমার পরিবারের মানুষের মতো। আমরা একে অপরের সঙ্গে ভালো সময় শেয়ার করি। আমি যখন এই ইন্ডাস্ট্রির কাউকেই চিনতাম না, তখন আবিরদা ছিলেন আমার পাশে। আমি আবিরদা'র সঙ্গে সব কিছু নিয়ে আলোচনা করতে পারি।" ছবির বিষয়ে আবির চট্টোপাধ্যায় বলেন, "এটি একটি পুরানো স্কুলের রোমান্টিক গল্প। চাকিদা একজন আন্ডাররেটেড পরিচালক। তিনি যেভাবে গল্প বলেন তা অনবদ্য। আমি চাকি দা-র সঙ্গে একসময়ে একজন ডিওপি হিসেবে কাজ করেছি। আমি ওকে কুড়ি বছরেরও বেশি সময় ধরে চিনি। 10 বছর আগে, চাকি দা, মিমি এবং আমাকে একসঙ্গে একটি ছবির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছবিটি হয়নি। তবে এবার হচ্ছে অবশেষে। এটি একটি খুব মিষ্টি এবং মজার প্রেমের গল্প।"
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি এই প্রকল্পের বিষয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, " ভালোলাগা আর ভালোবাসা দুটো যে আলাদা তা এই গল্পের মূল ইউএসপি ৷ নায়ক এবং নায়িকা ছবির শেষ সেই পার্থক্য বুঝতে পারে কি না, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প ৷" 'আলাপ' ছবিতে পাবলো মজুমদারের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে ৷ মিমির চরিত্রের নাম অদিতি মিত্র ৷ গুরুত্বপূর্ণ চরিত্র স্বাতীলেখা সেন অর্থাৎ স্বস্তিকা দত্ত-কে ঘিরেও আবর্তিত হয়েছে গল্প। কমেডির ছলে এই তিন চরিত্রের নানা সমস্যা ও সমাধানের কথা বলে 'আলাপ' ৷