ETV Bharat / bharat

রাজধানীতে ছুটবে হাই-স্পিড ট্রেন ! উদ্বোধনে মোদি; ভাড়া কত জানেন ? - NAMO BHARAT TRAIN

নমো ভারত আজ বিকেল 5টা থেকে পরিষেবা দেওয়া শুরু করবে । সরকারের আশা, রাস্তায় প্রতিদিন প্রায় 1 লাখ গাড়ির চলাচল কমে যাবে ।

pm-modi-inaugurates-india-first-high-speed-train-to-run-in-delhi
রাজধানীতে ছুটবে হাই-স্পিড ট্রেন ! (ANI)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 3:04 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: পথ চলা শুরু করল দেশের প্রথম দ্রুত রেল 'নমো ভারত'। নমো ভারতের সাহিবাদ-নতুন অশোক নগর অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গাজিয়াবাদের সাহিবাদ আরআরটিএস স্টেশন থেকে 'নমো ভারতের' সাহিবাদ-নতুন অশোক নগর পর্বের উদ্বোধন করেছেন। নমো ভারত সাহিবাদ থেকে নিউ অশোক নগর হয়ে আনন্দ বিহার যাবে।

প্রধানমন্ত্রী গাজিয়াবাদের সাহিবাদ আরটিএস স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন। কিউআর কোডের মাধ্যমে পিএম মোদি টিকিটের দাম দেন ৷ উদ্বোধনের পর নমো ভারত রবিবার বিকেল 5টা থেকে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া শুরু করবে। ফলে আরও সহজ হবে দিল্লি থেকে মেরঠ যাত্রা।

pm-modi-inaugurates-india-first-high-speed-train-to-run-in-delhi
প্রধানমন্ত্রী গাজিয়াবাদের সাহিবাদ আরটিএস স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন (ANI)

বর্তমানে 'নমো ভারত' সাহিবাদ এবং মেরাঠ দক্ষিণের মধ্যে একটি 42 কিলোমিটার দীর্ঘ করিডোরে পরিচালিত হচ্ছে। রবিবার 13 কিলোমিটার দীর্ঘ নতুন লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ফলে নমো ভারত মোট 55 কিলোমিটার করিডোরে পরিষেবা দেবে । মনে করা হচ্ছে, দিল্লি ও মেরঠের মধ্যে 'নমো ভারত' চালু হওয়ার পর রাস্তায় প্রতিদিন প্রায় 1 লাখ গাড়ির চলাচল কমে যাবে ।

নিউ অশোক নগর স্টেশন: এটি প্রথম উন্নত 'নমো ভারত' স্টেশন । স্টেশনটি 90 মিটার লম্বা ফুট ওভার ব্রিজের মাধ্যমে দিল্লি মেট্রোর ব্লু লাইনের সঙ্গে সংযুক্ত । এর মাধ্যমে যাত্রীরা স্টেশনের বাইরে রাস্তায় না-গিয়ে নির্বিঘ্নে নিউ অশোক নগর মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন ।

আনন্দ বিহার স্টেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা: মেরঠ থেকে নয়ডা পর্যন্ত যাত্রায় আনন্দ বিহার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্টেশন থেকে যাত্রীরা মাত্র 40 মিনিটের মধ্যে মেরঠ দক্ষিণে পৌঁছতে পারবেন। এই স্টেশনের আশেপাশের এলাকা যেমন নিউ অশোক নগর, ময়ূর বিহার, বসুন্ধরা এবং চিল্লা গ্রামের যাত্রীদের সুবিধার্থে দু’টি প্রবেশ ও প্রস্থান গেট তৈরি করা হয়েছে । যাত্রীদের সুবিধার্থে এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারকে উৎসাহিত করার জন্য এখানে 2টি পার্কিং লটও তৈরি করা হয়েছে। মোট গাড়ির ধারণক্ষমতা 500রও বেশি।

ডেডিকেটেড পিক এবং ড্রপ পয়েন্ট: পাশাপাশি স্টেশনগুলিতে ডেডিকেটেড পিক-আপ এবং ড্রপ-অফ এলাকা তৈরি করা হয়েছে। হুইলচেয়ার এবং স্ট্রেচার সহজে পরিবহনের জন্য স্টেশনগুলিতে র‌্যাম্প এবং বড় লিফট স্থাপন করা হয়েছে । দৃষ্টিহীন যাত্রীদের সুবিধার্থেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ভাড়া: নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণে যেতে স্ট্যান্ডার্ড কোচের যাত্রীদের ভাড়া দিতে হবে 150 টাকা, আনন্দ বিহার থেকে ভাড়া 130 টাকা । প্রিমিয়াম কোচে নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণের মধ্যে ভাড়া হবে 225 টাকা এবং আনন্দ বিহার থেকে 195 টাকা ৷

আরও পড়ুন

নয়াদিল্লি, 5 জানুয়ারি: পথ চলা শুরু করল দেশের প্রথম দ্রুত রেল 'নমো ভারত'। নমো ভারতের সাহিবাদ-নতুন অশোক নগর অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গাজিয়াবাদের সাহিবাদ আরআরটিএস স্টেশন থেকে 'নমো ভারতের' সাহিবাদ-নতুন অশোক নগর পর্বের উদ্বোধন করেছেন। নমো ভারত সাহিবাদ থেকে নিউ অশোক নগর হয়ে আনন্দ বিহার যাবে।

প্রধানমন্ত্রী গাজিয়াবাদের সাহিবাদ আরটিএস স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন। কিউআর কোডের মাধ্যমে পিএম মোদি টিকিটের দাম দেন ৷ উদ্বোধনের পর নমো ভারত রবিবার বিকেল 5টা থেকে সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া শুরু করবে। ফলে আরও সহজ হবে দিল্লি থেকে মেরঠ যাত্রা।

pm-modi-inaugurates-india-first-high-speed-train-to-run-in-delhi
প্রধানমন্ত্রী গাজিয়াবাদের সাহিবাদ আরটিএস স্টেশনে পৌঁছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেনেন (ANI)

বর্তমানে 'নমো ভারত' সাহিবাদ এবং মেরাঠ দক্ষিণের মধ্যে একটি 42 কিলোমিটার দীর্ঘ করিডোরে পরিচালিত হচ্ছে। রবিবার 13 কিলোমিটার দীর্ঘ নতুন লাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ফলে নমো ভারত মোট 55 কিলোমিটার করিডোরে পরিষেবা দেবে । মনে করা হচ্ছে, দিল্লি ও মেরঠের মধ্যে 'নমো ভারত' চালু হওয়ার পর রাস্তায় প্রতিদিন প্রায় 1 লাখ গাড়ির চলাচল কমে যাবে ।

নিউ অশোক নগর স্টেশন: এটি প্রথম উন্নত 'নমো ভারত' স্টেশন । স্টেশনটি 90 মিটার লম্বা ফুট ওভার ব্রিজের মাধ্যমে দিল্লি মেট্রোর ব্লু লাইনের সঙ্গে সংযুক্ত । এর মাধ্যমে যাত্রীরা স্টেশনের বাইরে রাস্তায় না-গিয়ে নির্বিঘ্নে নিউ অশোক নগর মেট্রো স্টেশনে পৌঁছতে পারবেন ।

আনন্দ বিহার স্টেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা: মেরঠ থেকে নয়ডা পর্যন্ত যাত্রায় আনন্দ বিহার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই স্টেশন থেকে যাত্রীরা মাত্র 40 মিনিটের মধ্যে মেরঠ দক্ষিণে পৌঁছতে পারবেন। এই স্টেশনের আশেপাশের এলাকা যেমন নিউ অশোক নগর, ময়ূর বিহার, বসুন্ধরা এবং চিল্লা গ্রামের যাত্রীদের সুবিধার্থে দু’টি প্রবেশ ও প্রস্থান গেট তৈরি করা হয়েছে । যাত্রীদের সুবিধার্থে এবং পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহারকে উৎসাহিত করার জন্য এখানে 2টি পার্কিং লটও তৈরি করা হয়েছে। মোট গাড়ির ধারণক্ষমতা 500রও বেশি।

ডেডিকেটেড পিক এবং ড্রপ পয়েন্ট: পাশাপাশি স্টেশনগুলিতে ডেডিকেটেড পিক-আপ এবং ড্রপ-অফ এলাকা তৈরি করা হয়েছে। হুইলচেয়ার এবং স্ট্রেচার সহজে পরিবহনের জন্য স্টেশনগুলিতে র‌্যাম্প এবং বড় লিফট স্থাপন করা হয়েছে । দৃষ্টিহীন যাত্রীদের সুবিধার্থেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ভাড়া: নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণে যেতে স্ট্যান্ডার্ড কোচের যাত্রীদের ভাড়া দিতে হবে 150 টাকা, আনন্দ বিহার থেকে ভাড়া 130 টাকা । প্রিমিয়াম কোচে নিউ অশোক নগর থেকে মিরাট দক্ষিণের মধ্যে ভাড়া হবে 225 টাকা এবং আনন্দ বিহার থেকে 195 টাকা ৷

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.