ETV Bharat / sports

হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে লিগ টেবলে আটে উঠে এল লাল-হলুদ - ISL 2024 25

হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বেঙ্গালুরু ৷ চেন্নাইয়িনকে হারিয়ে প্লে-অফে সুনীলরা ৷ আর তাঁদের জয়ে আটে উঠল লাল-হলুদ ৷

BFC vs CFC
গোলের উচ্ছ্বাস রাহুল ভেকের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 26, 2025, 11:11 AM IST

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: মরেও যেন মরছে না ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যোগ্যতাঅর্জনের আশা ৷ বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে জয় তাঁদের সেই আশা আরও দীর্ঘায়িত করবে বৈকি ৷ তবে নিজামের শহরের দলের বিরুদ্ধে নামার আগের সন্ধেয় আইএসএল পয়েন্ট টেবলে লাফ লাল-হলুদের ৷ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আট নম্বরে উঠে এলে অস্কার ব্রুজোঁর দল ৷ সৌজন্যে বেঙ্গালুরু এফসি ৷ মঙ্গলবার ঘরের মাঠে সুনীল ছেত্রীরা চেন্নাইয়িন এফসি'কে হারাতেই উন্নতি হল ইস্টবেঙ্গলের অবস্থানের ৷

মঙ্গলবারের ম্য়াচের আগে লিগ টেবলে নাওরেম মহেশ-সল ক্রেসপোদের অবস্থান ছিল ন'য়ে ৷ কিন্তু এদিন দাক্ষিণাত্যের ডার্বিতে চেন্নাইয়িন হারতেই লিগ টেবলে ঊর্ধ্বগমন হল মশালব্রিগেডের ৷ সুনীলদের কাছে হেরে দশে নেমে গেল ওয়েন কয়েল প্রশিক্ষণাধীন চেন্নাইয়িন এফসি ৷ একইসঙ্গে প্লে-অফ বা সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল তাঁরা ৷ অন্যদিকে, ডার্বি জিতে চতুর্থ দল হিসেবে চলতি আইএসএলের প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু এফসি ৷

কান্তিরাভায় 'ব্লুজে'র হয়ে এদিন জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার রাহুল ভেকে ৷ তাঁর প্রথমার্ধের গোলেই প্লে-অফ নিশ্চিত হয় বেঙ্গালুরুর ৷ আগেই প্লে-অফ নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া এবং জামশেদপুর এফসি ৷ মঙ্গলবার ঘরের মাঠে জয় 2018-19 আইএসএল জয়ীদের পৌঁছে দিল 37 পয়েন্টে ৷ অন্যদিকে চেন্নাইয়িনের ঝুলিতে ইস্টবেঙ্গলের সমসংখ্যক 24 পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলে তাঁরা ছিটকে গেল সুপার সিক্সের দৌড় থেকে ৷ আর সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গিয়ে চেন্নাইয়িন কোচ দুষলেন চলতি মরশুমে তাঁর দলের ধারাবাহিকতার অভাবকে ৷

এদিকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বুধবার যুবভারতীতে লাল-হলুদের সামনে হায়দরাবাদ এফসি ৷ প্রথম লেগে হায়দরাবাদের ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে পুরো পয়েন্ট হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল ৷ বুধবার তাই তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া তাঁরা ৷ আজ জয় পেলে লিগ টেবলে উন্নতি না-হলেও 22 ম্যাচে 27 পয়েন্টে পৌঁছবে মশালব্রিগেড ৷ সেক্ষেত্রে পঞ্চমস্থানে থাকা নর্থ-ইস্ট (22 ম্যাচে 32 পয়েন্ট) এবং সপ্তমস্থানে থাকা ওড়িশা এফসি'র (22 ম্যাচে 29 পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলবে তাঁরা ৷ 21 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে বেশ খানিকটা এগিয়ে মুম্বই সিটি এফসি ৷ এখন দেখার হায়দরাবাদ ম্যাচের পর লাল-হলুদের 'শেষের আশ' টিকে থাকে কি না ৷

আরও পড়ুন:

হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: মরেও যেন মরছে না ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যোগ্যতাঅর্জনের আশা ৷ বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে জয় তাঁদের সেই আশা আরও দীর্ঘায়িত করবে বৈকি ৷ তবে নিজামের শহরের দলের বিরুদ্ধে নামার আগের সন্ধেয় আইএসএল পয়েন্ট টেবলে লাফ লাল-হলুদের ৷ হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে আট নম্বরে উঠে এলে অস্কার ব্রুজোঁর দল ৷ সৌজন্যে বেঙ্গালুরু এফসি ৷ মঙ্গলবার ঘরের মাঠে সুনীল ছেত্রীরা চেন্নাইয়িন এফসি'কে হারাতেই উন্নতি হল ইস্টবেঙ্গলের অবস্থানের ৷

মঙ্গলবারের ম্য়াচের আগে লিগ টেবলে নাওরেম মহেশ-সল ক্রেসপোদের অবস্থান ছিল ন'য়ে ৷ কিন্তু এদিন দাক্ষিণাত্যের ডার্বিতে চেন্নাইয়িন হারতেই লিগ টেবলে ঊর্ধ্বগমন হল মশালব্রিগেডের ৷ সুনীলদের কাছে হেরে দশে নেমে গেল ওয়েন কয়েল প্রশিক্ষণাধীন চেন্নাইয়িন এফসি ৷ একইসঙ্গে প্লে-অফ বা সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেল তাঁরা ৷ অন্যদিকে, ডার্বি জিতে চতুর্থ দল হিসেবে চলতি আইএসএলের প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু এফসি ৷

কান্তিরাভায় 'ব্লুজে'র হয়ে এদিন জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার রাহুল ভেকে ৷ তাঁর প্রথমার্ধের গোলেই প্লে-অফ নিশ্চিত হয় বেঙ্গালুরুর ৷ আগেই প্লে-অফ নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া এবং জামশেদপুর এফসি ৷ মঙ্গলবার ঘরের মাঠে জয় 2018-19 আইএসএল জয়ীদের পৌঁছে দিল 37 পয়েন্টে ৷ অন্যদিকে চেন্নাইয়িনের ঝুলিতে ইস্টবেঙ্গলের সমসংখ্যক 24 পয়েন্ট থাকলেও এক ম্যাচ বেশি খেলে তাঁরা ছিটকে গেল সুপার সিক্সের দৌড় থেকে ৷ আর সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গিয়ে চেন্নাইয়িন কোচ দুষলেন চলতি মরশুমে তাঁর দলের ধারাবাহিকতার অভাবকে ৷

এদিকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে বুধবার যুবভারতীতে লাল-হলুদের সামনে হায়দরাবাদ এফসি ৷ প্রথম লেগে হায়দরাবাদের ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে পুরো পয়েন্ট হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল ৷ বুধবার তাই তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া তাঁরা ৷ আজ জয় পেলে লিগ টেবলে উন্নতি না-হলেও 22 ম্যাচে 27 পয়েন্টে পৌঁছবে মশালব্রিগেড ৷ সেক্ষেত্রে পঞ্চমস্থানে থাকা নর্থ-ইস্ট (22 ম্যাচে 32 পয়েন্ট) এবং সপ্তমস্থানে থাকা ওড়িশা এফসি'র (22 ম্যাচে 29 পয়েন্ট) ঘাড়ে নিঃশ্বাস ফেলবে তাঁরা ৷ 21 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে বেশ খানিকটা এগিয়ে মুম্বই সিটি এফসি ৷ এখন দেখার হায়দরাবাদ ম্যাচের পর লাল-হলুদের 'শেষের আশ' টিকে থাকে কি না ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.