ETV Bharat / bharat

ভেঙে পড়ল উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার! মৃত 3 - INDIAN COAST GUARD CHOPPER CRASH

গুজরাতের পোরবন্দরে উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল হেলিকপ্টারে থাকা তিন জওয়ানেরই ৷

Helicopter Accident
হেলিকপ্টার ভেঙে মৃত 3 (ফাইল ছবি)
author img

By PTI

Published : Jan 5, 2025, 3:11 PM IST

Updated : Jan 5, 2025, 3:47 PM IST

পোরবন্দর, 5 জানুয়ারি: হেলিকপ্টার ভেঙে মৃত্যু উপকূলরক্ষী বাহিনীর 3 জওয়ানের ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দর বিমানবন্দরে ৷ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷

পোরবন্দরের এসপি ভগীরথসিং জাদেজা জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) রুটিন মহড়া দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি ৷ এরপর সেটি পোরবন্দর বিমানবন্দরে নামার চেষ্টা করছিল ৷ সেই সময় উপকূলরক্ষী বাহিনীর বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ তখন বেলা 12.10 মিনিট ৷ তাতে আগুন ধরে যায় ৷

সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে ৷ চপারে থাকা তিন কর্মীকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বের করে আনা হয় ৷ প্রথমে তাঁদের চপার থেকে উদ্ধার করে পোরবন্দরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল ৷ হেলিকপ্টারে থাকা তিনজনই গুরুতরভাবে জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের সকলেরই প্রাণ যায়।

কমলা বাগ থানার ইনস্পেক্টর রাজেশ কানমাইয়া বলেন, "তাঁদের দু'জনের মৃত্যু হয়েছিল ৷ সেই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ একজন বেঁচে ছিলেন ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷" তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷

এই ঘটনার চার মাস আগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এএলএইচ এমকে থ্রি হেলিকপ্টারের দুর্ঘটনা ঘটেছিল ৷ গত বছর 2 সেপ্টেম্বর পোরবন্দরে আরব সাগরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে ৷ সেবারও তিনজনের মৃত্যু হয় ৷ হেলিকপ্টারটির পাইলট এবং কপ্টারে থাকা এক ডাইভারের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ কিন্তু কপ্টারে থাকা আরেক ব্যক্তির দেহ খুঁজে পেতে এক মাস সময় লেগেছিল ৷

পোরবন্দর, 5 জানুয়ারি: হেলিকপ্টার ভেঙে মৃত্যু উপকূলরক্ষী বাহিনীর 3 জওয়ানের ৷ রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুজরাতের পোরবন্দর বিমানবন্দরে ৷ পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল ৷ সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে ৷

পোরবন্দরের এসপি ভগীরথসিং জাদেজা জানিয়েছেন, উপকূলরক্ষী বাহিনীর অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) রুটিন মহড়া দিয়ে ফিরছিল হেলিকপ্টারটি ৷ এরপর সেটি পোরবন্দর বিমানবন্দরে নামার চেষ্টা করছিল ৷ সেই সময় উপকূলরক্ষী বাহিনীর বিমানবন্দরের রানওয়েতে ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ তখন বেলা 12.10 মিনিট ৷ তাতে আগুন ধরে যায় ৷

সঙ্গে সঙ্গে দমকলের গাড়ি এসে আগুন নেভানোর চেষ্টা করে ৷ চপারে থাকা তিন কর্মীকে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে বের করে আনা হয় ৷ প্রথমে তাঁদের চপার থেকে উদ্ধার করে পোরবন্দরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তাঁদের শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল ৷ হেলিকপ্টারে থাকা তিনজনই গুরুতরভাবে জখম হয়েছিলেন ৷ পরে তাঁদের সকলেরই প্রাণ যায়।

কমলা বাগ থানার ইনস্পেক্টর রাজেশ কানমাইয়া বলেন, "তাঁদের দু'জনের মৃত্যু হয়েছিল ৷ সেই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় ৷ একজন বেঁচে ছিলেন ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷" তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷

এই ঘটনার চার মাস আগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এএলএইচ এমকে থ্রি হেলিকপ্টারের দুর্ঘটনা ঘটেছিল ৷ গত বছর 2 সেপ্টেম্বর পোরবন্দরে আরব সাগরে হেলিকপ্টারটি ভেঙে পড়ে ৷ সেবারও তিনজনের মৃত্যু হয় ৷ হেলিকপ্টারটির পাইলট এবং কপ্টারে থাকা এক ডাইভারের দেহ উদ্ধার করা হয়েছিল ৷ কিন্তু কপ্টারে থাকা আরেক ব্যক্তির দেহ খুঁজে পেতে এক মাস সময় লেগেছিল ৷

Last Updated : Jan 5, 2025, 3:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.