পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'এক পল কা জিনা' থেকে 'ফির লে আয়া দিল'; অরিজিৎ-লাকি আলির সুরে মাতল জামনগর - Arijit Singh Shreya Ghoshal

Anant-Radhika Pre-wedding Bash in Jamnagar: অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনির তৃতীয় দিন ছিল মিউজিক্যাল ইভেন্ট ৷ একন থেকে অরিজিৎ সিং, প্রীতমের গানে গানে মোহচ্ছন্ন সন্ধ্যা কাটান উপস্থিত তারকারা ৷

Etv Bharat
অরিজিৎ-লাকি আলির সুরে মাতল জামনগর

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 5:10 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ: পপ তারকা রিহানার পর নাচে-গানে অনন্ত-রাধিকা প্রাক বিবাহ অনুষ্ঠান মাতালেন দিলজিৎ দোসাঞ্জ থেকে অরিজিৎ সিং, প্রীতম, শ্রেয়া ঘোষাল ও পপস্টার একন ৷ প্রি-ওয়েডিং সেরেমনির তৃতীয় দিনে গানে গানে ছড়াল রোম্যান্টিসিজমের নানা মুহূর্ত ৷ সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই সব ভিডিয়ো ৷

নয়ের দশকের অন্যতম গায়ক লাকি আলিকে এদিন দেখা গিয়েছে পুরনো নস্ট্যালজিয়াকে তুলে ধরতে ৷ আগত অতিথিদের তিনি মোহিত করলেন 'ও সনম', 'দেখা হ্যায় অ্যায়সা ভি', 'এক পল কা জিনা'-এর মতো একাধিক গান ৷

অন্যদিকে, সুরে সুরে আগত অতিথিদের মুগ্ধ করেন সঙ্গীত শিল্পী প্রীতম ও শ্রেয়া ঘোষাল ৷ বেশ কয়েকটি গানে তাঁদের দেখা যায় একসঙ্গে ৷ তারমধ্যে সকলে মেতে ওঠেন, অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত 'সিং ইজ ব্লিং' ছবির গান 'তেরি ওর'-এর সুরে ৷ তবে শ্রেয়া ঘোষাল শুধু প্রীতমের সঙ্গে নয়, জুটি বাঁধেন অরিজিৎ সিংয়ের সঙ্গেও ৷ তাঁদের শোনা যায় ভুল ভুলাইয়া ছবির গান মেরে ঢোলনায় ৷

ভালোবাসার এই সন্ধ্যা আরও মুখর হয়ে ওঠে যখন অরিজিৎ সিংয়ের দরদী কণ্ঠে ভেসে আসে বরফি ছবির গান ৷ হাতে গিটার বাজিয়ে অরিজিৎ গেয়ে ওঠেন, 'ফির লে আয়া দিল' ৷

এরপর মঞ্চ কাঁপাতে আসেন পপ তারকা একন ৷ মিউজিক্যাল ইভেন্টে একন রা-ওয়ান ছবির ছম্মাক ছল্লো ধরতেই অতিথিদের মধ্যে আলোড় পড়ে যায় ৷ এমনকী, শাহরুখ খান মেয়ে সুহানা খানের সঙ্গে তাল মেলান এই গানের তালে ৷

তার সঙ্গে নেচে ওঠেন সলমন খান, রাধিকা মার্চেন্ট ও গৌরি খান ৷ এরপর একন সলমনকে ডেকে নেন মঞ্চে ৷ যেখানে ড্রাম বাজাতে দেখা যায় ভাইজানকে ৷ শুধু তাই নয়, একনের হিট গান রাইট নাও ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷

আরও পড়ুন

1. অনন্ত-রাধিকা মঙ্গলকামনায় প্রি-ওয়েডিং অনুষ্ঠানে নাচলেন নীতা

2.খুদে রাহার সঙ্গে হাত মেলালেন অনন্ত, তিন খান থেকে দীপবীরের নাচে জমজমাট প্রি-ওয়েডিং

3.জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details