কলকাতা, 28 সেপ্টেম্বর: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে মেগা সিরিজ 'বাড়ুজ্যে ফ্যামিলি'। আদ্যপ্রান্ত হাসির মোড়কে তৈরি হয়েছে এই সিরিজ। যেখানে মুখ্য নারী চরিত্রে রয়েছেন শ্বেতা তেওয়ারি, সুদীপা বসুর মতো অভিনেত্রী। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোহিত মুখোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), ঋ সেন, স্বর্ণশেখর জোয়ারদার, অমৃতা দেবনাথ, প্রেক্ষা সাহাকে।
সিরিজে নিজের চরিত্র সম্পর্কে শ্বেতা তেওয়ারি বলেন, "আমি কেরিয়ারের শুরু থেকেই একটা ভালো টিমের সঙ্গে কাজ করতে চেয়েছি। এবার এই বাংলা সিরিজে তেমনই পেলাম। দীপাঞ্জন (জ্যাক) ভট্টাচার্য আমার স্বামী অরুণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন। জ্যাক আমার পুরনো বন্ধু। আমরা এখানে একটি দম্পতির ভূমিকায় আছি। আমাদের মেয়ে গুরকিরণ, একজন ভ্লগার।"
আসছে নতুন সিরিজ 'বাড়ুজ্যে ফ্যামিলি' (PR Handout) শ্বেতা নিজের সম্বন্ধে বলতে গিয়ে বলেন, "বহু বছর ধরে আমি অ্যাঙ্করিং এবং অনুষ্ঠান হোস্ট করছি। একইসঙ্গে সিনেমাও করছি। তবে, এই চরিত্রটা আমায় অন্যরকমের ভালোলাগা দিল। বাঙালি পরিবারে একজন প্রাণবন্ত পাঞ্জাবি স্ত্রীর চরিত্রে অভিনয় করা সত্যিই মজাদার ছিল। আমাদের পরিচালক আমাকে বলেছিলেন, আমি যেন সিমরান কৌর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করার সময় আমার স্বাভাবিক চঞ্চল এবং প্রানোচ্ছ্বল ব্যক্তিত্ব বজায় রাখি। আর আমি সেই চেষ্টাই করে গিয়েছি সর্বক্ষণ।"
শ্বেতা আরও বলেন, "দক্ষ অভিনেত্রী সুদীপা বসুর সঙ্গে শাশুড়ি-বউমার মজার মজার দ্বন্দ্ব বেশ উপভোগ করেছি কদিন। প্রচুর হেসেছি। একদিন তো আমার বিখ্যাত হাসি এমন জায়গায় পৌঁছেছিল যে শট বন্ধ হয়ে গিয়েছিল সেই সময়। মেকআপ রুম থেকে আমার হাসি শুটিং ফ্লোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলছিল সবাই। ক্লিককে সবকিছুর জন্য ধন্যবাদ।"
উল্লেখ্য, একই দিনে মুক্তি পাবে না এই সিরিজ। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে এই সিরিজের একটি করে মজাদার পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে। আগামী কয়েক মাস জুড়েই চলবে এই নয়া ওটিটি সিরিজ। অক্টোবর মাস থেকেই শুরু হবে স্ট্রিমিং। খুন, রাহাজানি, রহস্য নয় নির্ভেজাল হাসির মোড়কে আসছে এই সিরিজ-এমনই খবর। শ্বেতা ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন
গল্প প্রসঙ্গে জানা গিয়েছে, বিধান এবং কল্যাণী বাড়ুজ্জ্যে 34 বছরের বিবাহিত দম্পতি। বাড়ির সবথেকে প্রবীণ তাঁরা। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত কল্যাণী। শান্ত, হ্রাসভারী একজন পরিবারের কর্ত্রী। উল্টো দিকে তাঁর স্বামী বিধান অ্যাকশন মুভির ভক্ত, মুখে কোনও লাগাম নেই তাঁর এবং ততোধিক কিপটে। তাঁদের বড় ছেলে অরুণ কর্পোরেট জগতে কাজ করেন এবং পরিবারের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ। তাঁর স্ত্রী, সিমরন, একটি গোঁড়া পাঞ্জাবি পরিবার থেকে বিয়ে হয়ে এসেছেন। শাশুড়ির সঙ্গে বনিবনা নেই তাঁর। তাঁদের দশ বছর বয়সী মেয়ে, গুরকিরণ, একজন ব্লগার, যাকে সবাই ভালোবাসে ৷ পরিবারের সদস্যদের নিয়ে হাসি-মজায় গল্পের মোড়কে অনেক চমক দিতে চলেছেন পরিচালক সুমাল্য ভট্টাচার্য।
সিরিজ প্রযোজনায় 'ফিল্মস এন্ড ফ্রেমস'৷ সৃজনশীল প্রযোজক শান্তনু চচট্টোপাধ্যায়, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। ক্যামেরায় সুব্রত মল্লিক, সম্পাদনায় কৌস্তভ সরকার। সুরকার প্রাঞ্জল দাস। পরিচালক সুমাল্য এর আগে বানিয়েছেন 'বউ কথা কও', 'মন দিতে চাই'-সহ একাধিক মেগা সিরিয়াল। দীর্ঘদিন রবি ওঝার প্রধান সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন তিনি।