পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'আই ওয়ান্ট টু টক'- ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে কি বলতে চান অভিষেক? - ABHISHEK BACHCHAN I WANT TO TALK

ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে বড় ঘোষণা অভিষেক বচ্চনের ৷ বাঁচার তাগিদে এবার মুখ খুলতে চলেছেন ৷

Etv Bharat
অভিষেক বচ্চন (এএনআই)

By ETV Bharat Entertainment Team

Published : Oct 25, 2024, 2:23 PM IST

Updated : Oct 25, 2024, 2:28 PM IST

হায়দরাবাদ, 25 অক্টোবর: স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদ জল্পনার মাঝে মুখ খুলতে চাইছেন অভিষেক বচ্চন ৷ ইতিমধ্যেই প্রতিদিনই সোশাল মিডিয়ায় পাওয়ার কাপলের বিবাহ বিচ্ছেদের খবর উড়ে বেড়াচ্ছে ৷ অনেকে আবার একে গুজবও বলছেন ৷ তারমধ্যেই অভিষেক বলছেন 'আই ওয়ান্ট টু টক' ৷

আসলে ব্যক্তিগত জীবনকে সরিয়ে রাখলে বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন জুনিয়র বচ্চন ৷ মুক্তির অপেক্ষায় রয়েছে সুজিত সরকার পরিচালিত 'আই ওয়ান্ট টু টক' ৷ ছবিতে মুখ্যচরিত্রে অভিষেক বচ্চন ৷ শুক্রবার প্রকাশ্যে এসেছে অভিনেতার ফার্স্ট লুক ৷ নভেম্বরে মুক্তি পেতে চলেছে 'আই ওয়ান্ট টু টক'। ছবিতে অভিষেক বচ্চনের লুক এককথায় নজরকাড়া ৷

অভিষেক বচ্চনের লুক

বেশ বড় ভুড়ি, চোখে কালো রঙের চশমা ৷ হলুদ প্রিন্টের শর্ট এবং গাউনে হতবাক হয়ে দাঁড়িয়ে আছেন অভিষেক বচ্চন। অভিষেকের বড় পেটে দেখা যাচ্ছে সেলাইয়ের মতো দাগ। বাম হাতে ব্যান্ড বাঁধা। ছবির ফার্স্ট লুকে এইভাবে অভিষেককে দেখে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যেও ৷

'আই ওয়ান্ট টু টক'-এর টিজারে অভিষেক বচ্চন

টিজারে দেখা গিয়েছে যে একটি গাড়িতে অভিষেক বচ্চনের মতো দেখতে একটি ছোট পুতুল রাখা ৷ ব্যাকগ্রাউন্ডে অভিষেক বলছেন, "আমি কথা বলতে ভালোবাসি, আমি কথা বলেই বাঁচি। আমি জীবিত এবং মৃত মানুষের মধ্যে একমাত্র পার্থক্য দেখতে পাই তা হল জীবিত লোকেরা কথা বলতে পারেন এবং মৃত লোকেরা পারেন না।" টিজার শেয়ার করে জুনিয়র বচ্চন ক্যাপশন লিখেছেন, "আমরা সকলেই জানি যে একজন ব্যক্তি যিনি কথা বলতে ভালবাসেন এবং যিনি সর্বদা জীবনের ভাল দিকটি দেখেন। জীবনে যত চ্যালেঞ্জই আসুক না কেন। ট্যাগ করুন সেই মানুষকে যিনি কথা বলতে ভালোবাসেন ৷"

কবে মুক্তি পাবে 'আই ওয়ান্ট টু টক'

'আই ওয়ান্ট টু টক' পরিচালনা করেছেন সুজিত সরকার। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রিতেশ শাহ। ছবিটি প্রযোজনা করেছেন রনি লাহিড়ী ও শীল কুমার। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পার্লে দে, অহিলিয়া বাম্বারু, অভিষেক বচ্চন, জয়ন্ত কৃপালানি, ক্রিস্টিন গডার্ড এবং জনি লিভার। 22 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আই ওয়ান্ট টু টক'।

Last Updated : Oct 25, 2024, 2:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details