হাওড়া, 27 ডিসেম্বর: সপ্তাহ শেষে ছুটির দিনে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা ৷ হাওড়া বিভাগের হরিপাল ও নালিকুল স্টেশনে ব্রিজের কাজের জন্য একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিল পূর্বরেল । এর জেরে ওই লাইনে 28 ডিসেম্বর শনিবার ও 29 ডিসেম্বর রবিবার লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হতে পারে বলে জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ ।
28 ডিসেম্বর শনিবার বাতিল হওয়া ট্রেনের নম্বর :
তারকেশ্বর থেকে 37352, 37354
হাওড়া থেকে 37349, 37351
29 ডিসেম্বর রবিবার বাতিল হওয়া ট্রেনের নম্বর :
তারকেশ্বর থেকে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37412, 31416
গোঘাট থেকে 37372
আরামবাগ থেকে 37360
হরিপাল থেকে 37308
সিঙ্গুর থেকে 37304
হাওড়া থেকে 37371, 37309, 37311, 37313, 37315, 37319, 37359, 37303, 37307
শেওড়াফুলি থেকে 37411, 37415
এছাড়াও 37373 হাওড়া-গোঘাট লোকাল 29 ডিসেম্বর রবিবার তারকেশ্বর থেকে ছাড়বে । ট্রেনটি হাওড়া-তারকেশ্বর রুটে আংশিক বাতিল থাকবে । যাত্রী সাধারণের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে ভারতীয় রেল ৷ তবে যাত্রীরা যাতে আগে থেকে ট্রেন বাতিল সম্পর্কে অবগত থাকেন তার জন্য বিজ্ঞপ্তি দিয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে ৷