ETV Bharat / entertainment

'পুষ্পা'-'মুফাসা'র কারণে ধুঁকছে 'বেবি জন' ! কী বলছে বরুণের বক্সঅফিস রিপোর্ট ? - BABY JOHN BOX OFFICE COLLECTION

'পুষ্পা' রাজ অব্যাহত ৷ সঙ্গে দোসর 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ প্রেক্ষাগৃহে প্রত্যাশা পূরণে চরম প্রতিযোগিতার মুখে বরুণ ধাওয়ানের 'বেবি জন' ৷

Baby John Box Office
'পুষ্পা'-'মুফাসা'র কারণে ধুঁকছে 'বেবি জন' ! (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 17 hours ago

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: শুরুটা ভাল করেও শেষরক্ষা হবে কি? বড়দিনের আবহে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' ৷ প্রথমদিন বক্সঅফিসে ছবির আয়ও ছিল ভালো ৷ কিন্তু দ্বিতীয় দিনে তা মারাত্মক রকমভাবে কমেছে ৷ মনে করা হচ্ছে প্রেক্ষাগৃহে 'পুষ্পা 2' ও 'মুফাসা: দ্য লায়ন কিং'-য়ের দাপটে বক্সঅফিসে দুর্বল হয়ে পড়েছে বরুণের ছবি ৷

'বেবি জন' বক্স অফিস কালেকশন (দ্বিতীয় দিন)

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 'বেবি জন' প্রথম দিনে বড়দিনের ছুটির লাভ পেয়েছে বক্সঅফিসে ৷ ভারতীয় বক্সঅফিসে ছবির প্রথম দিনের আয় ছিল 11.25 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার সেই কালেকশন এক ধাক্কায় নেমেছে ৷ দ্বিতীয় দিন ছবির আয় মাত্র 4.5 কোটি টাকা ৷ তবে, নির্মাতাদের আশা যেহেতু বুধবার এই সিনেমা মুক্তি পেয়েছে তাই চলতি সপ্তাহের শেষ দিকে বা বছর শেষের উৎসবের আমেজ ধরতে পারবে 'বেবি জন' ৷ তবে যদি তা না হয়, তাহলে লাইফটাইম কালেকশনের দিক থেকে 50 কোটিতেই থমকে যেতে পারে বরুণের সিনেমার যাত্রাপথ ৷

সূত্রের খবর, এই ছবি বানাতে খরচ হয়েছে 160 কোটি টাকা ৷ ফলে বক্সঅফিসে সাফল্য পেতে গেলে ও প্রযোজকদের টাকা ফেরত দিতে গেলে ছবিকে মোটামুটি আয় করতে হবে 190-200 কোটি টাকা ৷

'পুষ্পা 2' ছবির কালেকশন

বরুণ ধাওয়ানের ছবি বক্সঅফিসে দু'টি বড় ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ৷ একদিকে 5 ডিসেম্বর মুক্তি পাওয়া দক্ষিণী ছবি 'পুষ্পা 2: দ্য রুল' এখনও বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে ৷ অন্যদিকে, 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনির ছবি 'মুফাসা: দ্য লায়ন কিং'। আল্লু অর্জুনের ছবি মুক্তির 22 দিন পরেও বক্সঅফিসে ভালো আয় করছে ৷ সুকুমার পরিচালিত ছবিটি ভারতে 1 হাজার 119 কোটি টাকা আয় করে ফেলেছে। বিশ্বব্যাপী ছবির আয় 1 হাজার 705 কোটি টাকা ৷ দক্ষিণী ছবি হলেও হিন্দি ভার্সনে সবচেয়ে ভালো আয় হয়েছে 'পুষ্পা 2'র ৷ সেখানে আল্লু অর্জুনের ছবির আয়ের পরিমাণ 738 কোটি টাকা।

'মুফাসা' ছবির কালেকশন

সেই দিক থেকে 'মুফাসা: দ্য লায়ন কিং' প্রত্যাশা মতো ছাপ ফেলতে পারেনি বক্সঅফিসে ৷ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তাঁর দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান ভয়েস দিয়েছেন ৷ ট্রেলার দেখে দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও মুক্তির পর সেই উত্তেজনা বহাল থাকেনি ৷ বরং সেই তুলনায় দক্ষিণী তারকা মহেশ বাবুর ডাব করা 'মুফাসা' সোশাল মিডিয়ায় অনেক বেশি চর্চায় এসেছে ৷ স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে 'মুফাসা'র আয় 100 কোটির ক্লাবের দিকে এগোচ্ছে ৷ এক সপ্তাহে এই ছবি আয় করেছে 74.25 কোটি টাকা ৷ যেখানে শাহরুখ খানের হিন্দি ডাবিং ছবি আয় করেছে 25 কোটি টাকা ৷

বাংলা ছবির দাপট

20 ডিসেম্বর একসঙ্গে বাংলায় মুক্তি পেয়েছে একসঙ্গে চারটে বাংলা সিনেমা ৷ দেবের 'খাদান', মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'সন্তান' , প্রতীম ডি গুপ্তার 'চালচিত্র' ও মানসী সিনহার '5 নং স্বপ্নময় লেন' ৷ বাংলার দর্শক হিন্দির পাশাপাশি এই সিনেমাগুলিও দেখছেন ৷ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহ বাংলায় সিনেমা নিয়ে হাউসফুল হচ্ছে ৷ বাংলা সিনে ইন্ডাস্ট্রির জন্য এটা দারুণ ভালো দিক ৷ ফলে 'পুষ্পা 2' ও 'মুফাসা' বাংলার বাজার কিছুটা ধরতে পারলেও খুব একটা ছাপ ফেলছে বরুণ ধাওয়ানের দক্ষিণী রিমেক ছবি 'বেবি জন' ৷

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: শুরুটা ভাল করেও শেষরক্ষা হবে কি? বড়দিনের আবহে মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান অভিনীত 'বেবি জন' ৷ প্রথমদিন বক্সঅফিসে ছবির আয়ও ছিল ভালো ৷ কিন্তু দ্বিতীয় দিনে তা মারাত্মক রকমভাবে কমেছে ৷ মনে করা হচ্ছে প্রেক্ষাগৃহে 'পুষ্পা 2' ও 'মুফাসা: দ্য লায়ন কিং'-য়ের দাপটে বক্সঅফিসে দুর্বল হয়ে পড়েছে বরুণের ছবি ৷

'বেবি জন' বক্স অফিস কালেকশন (দ্বিতীয় দিন)

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 'বেবি জন' প্রথম দিনে বড়দিনের ছুটির লাভ পেয়েছে বক্সঅফিসে ৷ ভারতীয় বক্সঅফিসে ছবির প্রথম দিনের আয় ছিল 11.25 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবার সেই কালেকশন এক ধাক্কায় নেমেছে ৷ দ্বিতীয় দিন ছবির আয় মাত্র 4.5 কোটি টাকা ৷ তবে, নির্মাতাদের আশা যেহেতু বুধবার এই সিনেমা মুক্তি পেয়েছে তাই চলতি সপ্তাহের শেষ দিকে বা বছর শেষের উৎসবের আমেজ ধরতে পারবে 'বেবি জন' ৷ তবে যদি তা না হয়, তাহলে লাইফটাইম কালেকশনের দিক থেকে 50 কোটিতেই থমকে যেতে পারে বরুণের সিনেমার যাত্রাপথ ৷

সূত্রের খবর, এই ছবি বানাতে খরচ হয়েছে 160 কোটি টাকা ৷ ফলে বক্সঅফিসে সাফল্য পেতে গেলে ও প্রযোজকদের টাকা ফেরত দিতে গেলে ছবিকে মোটামুটি আয় করতে হবে 190-200 কোটি টাকা ৷

'পুষ্পা 2' ছবির কালেকশন

বরুণ ধাওয়ানের ছবি বক্সঅফিসে দু'টি বড় ছবির সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে ৷ একদিকে 5 ডিসেম্বর মুক্তি পাওয়া দক্ষিণী ছবি 'পুষ্পা 2: দ্য রুল' এখনও বক্সঅফিসে ছক্কা হাঁকাচ্ছে ৷ অন্যদিকে, 20 ডিসেম্বর মুক্তি পেয়েছে ডিজনির ছবি 'মুফাসা: দ্য লায়ন কিং'। আল্লু অর্জুনের ছবি মুক্তির 22 দিন পরেও বক্সঅফিসে ভালো আয় করছে ৷ সুকুমার পরিচালিত ছবিটি ভারতে 1 হাজার 119 কোটি টাকা আয় করে ফেলেছে। বিশ্বব্যাপী ছবির আয় 1 হাজার 705 কোটি টাকা ৷ দক্ষিণী ছবি হলেও হিন্দি ভার্সনে সবচেয়ে ভালো আয় হয়েছে 'পুষ্পা 2'র ৷ সেখানে আল্লু অর্জুনের ছবির আয়ের পরিমাণ 738 কোটি টাকা।

'মুফাসা' ছবির কালেকশন

সেই দিক থেকে 'মুফাসা: দ্য লায়ন কিং' প্রত্যাশা মতো ছাপ ফেলতে পারেনি বক্সঅফিসে ৷ ছবিতে শাহরুখ খানের পাশাপাশি তাঁর দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান ভয়েস দিয়েছেন ৷ ট্রেলার দেখে দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও মুক্তির পর সেই উত্তেজনা বহাল থাকেনি ৷ বরং সেই তুলনায় দক্ষিণী তারকা মহেশ বাবুর ডাব করা 'মুফাসা' সোশাল মিডিয়ায় অনেক বেশি চর্চায় এসেছে ৷ স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে 'মুফাসা'র আয় 100 কোটির ক্লাবের দিকে এগোচ্ছে ৷ এক সপ্তাহে এই ছবি আয় করেছে 74.25 কোটি টাকা ৷ যেখানে শাহরুখ খানের হিন্দি ডাবিং ছবি আয় করেছে 25 কোটি টাকা ৷

বাংলা ছবির দাপট

20 ডিসেম্বর একসঙ্গে বাংলায় মুক্তি পেয়েছে একসঙ্গে চারটে বাংলা সিনেমা ৷ দেবের 'খাদান', মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত 'সন্তান' , প্রতীম ডি গুপ্তার 'চালচিত্র' ও মানসী সিনহার '5 নং স্বপ্নময় লেন' ৷ বাংলার দর্শক হিন্দির পাশাপাশি এই সিনেমাগুলিও দেখছেন ৷ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহ বাংলায় সিনেমা নিয়ে হাউসফুল হচ্ছে ৷ বাংলা সিনে ইন্ডাস্ট্রির জন্য এটা দারুণ ভালো দিক ৷ ফলে 'পুষ্পা 2' ও 'মুফাসা' বাংলার বাজার কিছুটা ধরতে পারলেও খুব একটা ছাপ ফেলছে বরুণ ধাওয়ানের দক্ষিণী রিমেক ছবি 'বেবি জন' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.