ETV Bharat / state

মগরাহাট থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, গ্রেফতার এক - MAGRAHAT ARMS RECOVERY

মগরাহাট থেকে উদ্ধার হল প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ এক পাচারকারীকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করেই অস্ত্রের হদিশ পায় পুলিশ ৷

ETV BHARAT
মগরাহাট থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2025, 12:33 PM IST

মগরাহাট, 30 জানুয়ারি: বাসন্তীর পর এবার মগরাহাট । প্রচুর অস্ত্র উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে, এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করা হয়েছিল । ধৃতের নাম আবদুল্লাহ লস্কর (55) ৷ তাঁর বাড়ি কালাপাহাড় চকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রচুর অস্ত্রের সন্ধান পায় পুলিশ ৷

দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করছে রাজ্য পুলিশ ৷ গতকাল বাসন্তীর পর এবার মগরাহাট এলাকা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, 25 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে, মগরাহাট থানার পুলিশ আধিকারিক পীযূষকান্তি মণ্ডল ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মগরাহাট দু নম্বর ব্লকের কালাপাহাড় চক এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।

ETV BHARAT
উদ্ধার পাইপগান, পিস্তল, কার্তুজ (নিজস্ব চিত্র)

অভিযুক্তকে 25 জানুয়ারি ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে মগরাহাট থানার পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের সন্ধান পায় মগরাহাট থানার পুলিশ । অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয় একটি পাইপগান, পাঁচটি দেশি পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করে ।

এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, "অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর অস্ত্রের হদিশ পেয়েছি ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই আমরা গ্রেফতার করেছি । ওই ব্যক্তি অস্ত্র কারবারি বলে জানা গিয়েছে । সে জয়নগর থেকে অস্ত্র আনছিল এলাকায় ৷ সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের হদিশ পায় ।"

তিনি আরও বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছিল এবং সে দাগী আসামি হিসাবে পরিচিত । সে এত বিপুল পরিমাণে অস্ত্র এলাকায় কী কারণে মজুত করছিল সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

মগরাহাট, 30 জানুয়ারি: বাসন্তীর পর এবার মগরাহাট । প্রচুর অস্ত্র উদ্ধার করল মগরাহাট থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে, এই ঘটনায় আগেই একজনকে গ্রেফতার করা হয়েছিল । ধৃতের নাম আবদুল্লাহ লস্কর (55) ৷ তাঁর বাড়ি কালাপাহাড় চকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই প্রচুর অস্ত্রের সন্ধান পায় পুলিশ ৷

দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র উদ্ধার করছে রাজ্য পুলিশ ৷ গতকাল বাসন্তীর পর এবার মগরাহাট এলাকা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, 25 জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে, মগরাহাট থানার পুলিশ আধিকারিক পীযূষকান্তি মণ্ডল ও ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মগরাহাট দু নম্বর ব্লকের কালাপাহাড় চক এলাকায় হানা দিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ।

ETV BHARAT
উদ্ধার পাইপগান, পিস্তল, কার্তুজ (নিজস্ব চিত্র)

অভিযুক্তকে 25 জানুয়ারি ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে মগরাহাট থানার পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ । ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের সন্ধান পায় মগরাহাট থানার পুলিশ । অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার হয় একটি পাইপগান, পাঁচটি দেশি পিস্তল এবং 41 রাউন্ড গুলি উদ্ধার করে ।

এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, "অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে প্রচুর অস্ত্রের হদিশ পেয়েছি ৷ অভিযুক্তকে ইতিমধ্যেই আমরা গ্রেফতার করেছি । ওই ব্যক্তি অস্ত্র কারবারি বলে জানা গিয়েছে । সে জয়নগর থেকে অস্ত্র আনছিল এলাকায় ৷ সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণে অস্ত্রের হদিশ পায় ।"

তিনি আরও বলেন, "অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের হয়েছিল এবং সে দাগী আসামি হিসাবে পরিচিত । সে এত বিপুল পরিমাণে অস্ত্র এলাকায় কী কারণে মজুত করছিল সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.