ETV Bharat / state

বছরের শেষে ফিরছে শীতের আমেজ, কতটা পারদ পতনের সম্ভাবনা ? - WEST BENGAL WEATHER FORECAST

বছরের শেষে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ এর সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ৷ সবমিলিয়ে ডিসেম্বরেও দেখা নেই শীতের ৷

WEST BENGAL WEATHER FORECAST
বঙ্গের আবহাওয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 16 hours ago

কলকাতা, 28 ডিসেম্বর: বছরের শেষে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ৷ সবমিলিয়ে ডিসেম্বরেও দেখা নেই শীতের ৷ তবে শীত বিলাসীদের জন্য খুশীর খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর ৷ বছরের শেষ লগ্নে ঠান্ডা ফিরবে বঙ্গে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ নামবে । আগামী দু'দিনে গাঙ্গেয় বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে । তবে তারপর ফের চড়বে তাপমাত্রার পারদ । নতুন বছরের প্রথম কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হলেও, টানা ইনিংস খেলবে শীত ৷

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছে না । মেঘলা আকাশ ও সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী । কলকাতায় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা 14.5 ডিগ্রি সেলসিয়াস । অথচ, এই বছর 16 ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা । আগামী দু'দিন তাপমাত্রার পারদে সামান্য পতন ঘটতে পারে । আগামী 30 ডিসেম্বর ও 31 ডিসেম্বর এক ধাক্কায় অনেকটাই পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷

নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা বাড়বে । বর্ষশেষে নামবে পারদ । কলকাতায় 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে তাপমাত্রা । পার্শ্ববর্তী জেলাগুলিতে 10 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের 6 জেলায় শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ।

অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে পরিষ্কার ৷ শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 32 শতাংশ ।

পড়ুন: তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো শীত কাশ্মীর-লাদাখে

কলকাতা, 28 ডিসেম্বর: বছরের শেষে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ ৷ সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ৷ সবমিলিয়ে ডিসেম্বরেও দেখা নেই শীতের ৷ তবে শীত বিলাসীদের জন্য খুশীর খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর ৷ বছরের শেষ লগ্নে ঠান্ডা ফিরবে বঙ্গে ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের পর থেকে তাপমাত্রার পারদ নামবে । আগামী দু'দিনে গাঙ্গেয় বঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে । তবে তারপর ফের চড়বে তাপমাত্রার পারদ । নতুন বছরের প্রথম কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হলেও, টানা ইনিংস খেলবে শীত ৷

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে উত্তরের হাওয়া প্রবেশ করতে পারছে না । মেঘলা আকাশ ও সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী । কলকাতায় স্বাভাবিক তাপমাত্রা থাকার কথা 14.5 ডিগ্রি সেলসিয়াস । অথচ, এই বছর 16 ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা । আগামী দু'দিন তাপমাত্রার পারদে সামান্য পতন ঘটতে পারে । আগামী 30 ডিসেম্বর ও 31 ডিসেম্বর এক ধাক্কায় অনেকটাই পারদ পতনের সম্ভাবনা রয়েছে ৷

নতুন বছরের শুরুতে শীতের তীব্রতা বাড়বে । বর্ষশেষে নামবে পারদ । কলকাতায় 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে তাপমাত্রা । পার্শ্ববর্তী জেলাগুলিতে 10 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের 6 জেলায় শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা ।

অলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে পরিষ্কার ৷ শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 92 শতাংশ ও সর্বনিম্ন 32 শতাংশ ।

পড়ুন: তাপমাত্রা মাইনাসে, হাড় কাঁপানো শীত কাশ্মীর-লাদাখে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.