পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / business

এক ধাক্কায় প্রায় 700 টাকা সস্তা হল সোনা, 831 টাকা পড়ল রুপোর দাম

গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দর পতনের পর সোমবার সোনা-রুপোর দামে বড় ধরনের পতন দেখা গিয়েছে ।

Gold Price Drop
প্রায় 700 টাকা সস্তা হল সোনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : 5 hours ago

নয়াদিল্লি, 2 ডিসেম্বর:সোমবার সোনা ও রুপোর দামে বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে । গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে দর পতনের পর সোমবার (2 ডিসেম্বর) মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) দুই মূল্যবান ধাতুর দামেই বড় ধরনের পতন দেখা গিয়েছে ।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX)সোনা ও রুপোর দাম:

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম 692 টাকা কমেছে এবং 10 গ্রাম প্রতি 75,682 টাকা রেকর্ড করা হয়েছে। শুক্রবার এটি 76,374 এ বন্ধ হয়েছে। এই সময়ের মধ্যে রুপোর দাম 831 টাকা কমে প্রতি কেজি 88,050 টাকা হয়েছে, যা পূর্ববর্তী 88,881 টাকার (ক্লোজিং প্রাইস) তুলনায় 0.93 শতাংশ কমেছে।

দিল্লির বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম বেড়েছে:

স্থানীয় জুয়েলার্সের নতুন ক্রয় বৃদ্ধির কারণে, শুক্রবার জাতীয় রাজধানীর বুলিয়ন বাজারে সোনার দাম প্রতি 10 গ্রামে 700 টাকা বেড়ে 79,400 টাকা হয়েছে। বৃহস্পতিবার 99.9 শতাংশ বিশুদ্ধ সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে 78,700 টাকা । রুপোর দামও প্রতি কেজিতে 1,300 টাকা বেড়ে 92,200 টাকা হয়েছে। বৃহস্পতিবার রুপোর দাম প্রতি কেজিতে 4900 টাকা কমে 90,900 টাকা হয়েছে।

বিদেশে ইতিবাচক লেনদেন এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি:

এদিন 99.5 শতাংশ বিশুদ্ধ সোনার দাম 700 টাকা বেড়ে 79,000 টাকা হয়েছে, যা বৃহস্পতিবার প্রতি 10 গ্রাম 78,300 টাকায় বন্ধ হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিদেশে ইতিবাচক লেনদেন এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণে সোনার চাহিদা জোরদার হয়েছে, যা প্রধানত এই মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির দিকে পরিচালিত করেছে ।

আরও পড়ুন
এক ধাক্কায় অনেকটা পড়ল সোনা-রুপোর দর, দেশের কোন শহরে আজ গয়নার দাম কত ?
সোনার দামে ‘বিরাট’ পতন ! একদিনে 3 হাজার টাকা সস্তা হলুদ ধাতু

ABOUT THE AUTHOR

...view details