ETV Bharat / business

বাড়ল আয়কর রিটার্ন জমা করার সময়সীমা, নতুন ডেডলাইন কত তারিখ ? - TAX RETURN FILING

সিবিডিটি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 15 দিন বাড়িয়ে দিয়েছে ৷ চলুন জেনে নেওয়া যাক কত চারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে...

Tax Return Filing
বাড়ল আয়কর রিটার্ন জমা করার সময়সীমা (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Dec 1, 2024, 12:11 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি আন্তর্জাতিক লেনদেন করা করদাতাদের জন্য 2023-24 আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 15 দিন বাড়িয়ে দিয়েছে ৷

সিবিডিটির এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক লেনদেনকারী করদাতারা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। এই সুবিধা সেই সব করদাতাদের দেওয়া হয়েছে, যাঁদের ধারা 92E-এ উল্লেখিত প্রতিবেদন অনুযায়ী আয়কর রিটার্ন জমা দিতে হবে। এর আগে আয়কর আইন, 1961-এর 139(1) ধারার অধীনে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 30 নভেম্বর পর্যন্ত।

কেন্দ্রীয় সরকারের মূলধন ব্যয়
দ্বিতীয়ার্ধে অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে বার্ষিক ভিত্তিতে 25 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ও 15 শতাংশ বাড়তে পারে। নির্বাচনের সময় পপুলিস্ট স্কিম বৃদ্ধি সত্ত্বেও, কেন্দ্র পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

টাকা ফেরত পেতে দেরি হলে কী করবেন?

যদি আইটিআর রিফান্ড পেতে দেরি হয়, তাহলে সবার আগে আয়কর ই-ফাইলিং পোর্টালে স্ট্যাটাস চেক করতে হবে । এটি আয়কর ই-ফাইলিং প্রসেসের বর্তমান পরিস্থিতি এবং এই সংক্রান্ত যে কোনও সমস্যা সম্পর্কে তথ্য দেবে। যদি অত্যধিক এবং ব্যাখ্যাতীত দেরি হয়, সে ক্ষেত্রে ই-ফাইলিং পোর্টালের 'ই-রিড্রেসাল' বিভাগের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করতে পারেন বা আপডেটের জন্য CPC হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অমিলের কারণে রিফান্ড প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে প্রথমে আয়কর পোর্টালে ব্যাঙ্কের বিশদ আপডেট করুন এবং তারপর ট্যাক্স রিফান্ডের জন্য পুনরায় আবেদন করতে হবে।

আরও পড়ুন
বার্ষিক আয় 7 লাখের কম, তাহলেও কি আয়কর রিটার্ন জমা দেওয়া জরুরি ?
লাগবে না কোনও জরিমানা ! অক্টোবর পর্যন্ত কারা জমা দিতে পারবেন IT রিটার্ন ?

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি আন্তর্জাতিক লেনদেন করা করদাতাদের জন্য 2023-24 আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 15 দিন বাড়িয়ে দিয়েছে ৷

সিবিডিটির এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক লেনদেনকারী করদাতারা আগামী 15 ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। এই সুবিধা সেই সব করদাতাদের দেওয়া হয়েছে, যাঁদের ধারা 92E-এ উল্লেখিত প্রতিবেদন অনুযায়ী আয়কর রিটার্ন জমা দিতে হবে। এর আগে আয়কর আইন, 1961-এর 139(1) ধারার অধীনে আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 30 নভেম্বর পর্যন্ত।

কেন্দ্রীয় সরকারের মূলধন ব্যয়
দ্বিতীয়ার্ধে অর্থাৎ অক্টোবর থেকে মার্চের মধ্যে বার্ষিক ভিত্তিতে 25 শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মোট ব্যয়ও 15 শতাংশ বাড়তে পারে। নির্বাচনের সময় পপুলিস্ট স্কিম বৃদ্ধি সত্ত্বেও, কেন্দ্র পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

টাকা ফেরত পেতে দেরি হলে কী করবেন?

যদি আইটিআর রিফান্ড পেতে দেরি হয়, তাহলে সবার আগে আয়কর ই-ফাইলিং পোর্টালে স্ট্যাটাস চেক করতে হবে । এটি আয়কর ই-ফাইলিং প্রসেসের বর্তমান পরিস্থিতি এবং এই সংক্রান্ত যে কোনও সমস্যা সম্পর্কে তথ্য দেবে। যদি অত্যধিক এবং ব্যাখ্যাতীত দেরি হয়, সে ক্ষেত্রে ই-ফাইলিং পোর্টালের 'ই-রিড্রেসাল' বিভাগের মাধ্যমে একটি অভিযোগ দায়ের করতে পারেন বা আপডেটের জন্য CPC হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অমিলের কারণে রিফান্ড প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে প্রথমে আয়কর পোর্টালে ব্যাঙ্কের বিশদ আপডেট করুন এবং তারপর ট্যাক্স রিফান্ডের জন্য পুনরায় আবেদন করতে হবে।

আরও পড়ুন
বার্ষিক আয় 7 লাখের কম, তাহলেও কি আয়কর রিটার্ন জমা দেওয়া জরুরি ?
লাগবে না কোনও জরিমানা ! অক্টোবর পর্যন্ত কারা জমা দিতে পারবেন IT রিটার্ন ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.