ETV Bharat / business

ফের বাড়ল গ্যাসের দাম, আঁচ লাগবে পকেটে - LPG PRICE HIKE

মুদ্রাস্ফীতির কবলে দেশের সাধারণ মানুষ ৷ তেল কোম্পানিগুলি ফের বাড়াল রান্নার গ্যাসের দাম ৷ কলকাতায় এলপিজি সিলিন্ডারের দাম কত হল ?

LPG Price Hike
বাড়ল গ্যাসের দাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 2:05 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হতে না-হতেই মানুষ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তেল কোম্পানিগুলিও বাড়াল রান্নার গ্যাসের দাম ৷

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে। ডিসেম্বরের 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 16.50 টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত দাম আজ রবিবার থেকে কার্যকর হয়েছে।

ডোমেস্টিক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম:

দাম বৃদ্ধির পরে, রবিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য 1,818.50 টাকা হয়েছে । গ্যার দাম বৃদ্ধির তালিকায় রয়েছে এফটিএল সিলিন্ডারও ৷ রবিবার দাম বৃদ্ধির পরে 5 কেজির এফটিএল সিলিন্ডারের দাম 4 টাকা বেড়েছে । তবে, ঘরোয়া ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । কলকাতায় সিলিন্ডার প্রতি সাড়ে 15 টাকা বেড়ে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল 1927 টাকা। পাশাপাশি, 14.2 কেজির ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকাই রয়েছে।

টানা পঞ্চম মাসে বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম:

তেল কোম্পানিগুলিও বাণিজ্যিক এলপিজির দাম 16.50 টাকা বাড়িয়ে 19 কেজি সিলিন্ডার প্রতি 1,818.50 টাকা করেছে। বাণিজ্যিক এলপিজির দামে এই নিয়ে টানা পঞ্চম মাসে বৃদ্ধি পেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম । এর আগে গত মাসেও 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 62 টাকা বাড়ানো হয়েছিল। তার আগে, 1 অক্টোবর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 48.5 টাকা বেড়ে 1,740 টাকা হয়েছিল। পয়লা অগস্টেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6.5 টাকা এবং পয়লা সেপ্টেম্বরে এর দাম 39 টাকা বাড়ানো হয়েছিল ।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব:

এই দাম বৃদ্ধি বিয়ের মরসুমে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসায় প্রভাব ফেলতে পারে, যেগুলি এলপিজির ওপর অনেকটাই নির্ভরশীল। বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও, ঘরোয়া ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, যা সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ।

আরও পড়ুন
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় এখন LPG সিলিন্ডারের দাম কত?
বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি হচ্ছে বিমান সফরও !

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের নির্বাচন শেষ হতে না-হতেই মানুষ মুদ্রাস্ফীতির কবলে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে তেল কোম্পানিগুলিও বাড়াল রান্নার গ্যাসের দাম ৷

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেছে। ডিসেম্বরের 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 16.50 টাকা বাড়ানো হয়েছে। বর্ধিত দাম আজ রবিবার থেকে কার্যকর হয়েছে।

ডোমেস্টিক এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম:

দাম বৃদ্ধির পরে, রবিবার থেকে দেশের রাজধানী দিল্লিতে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরো বিক্রয় মূল্য 1,818.50 টাকা হয়েছে । গ্যার দাম বৃদ্ধির তালিকায় রয়েছে এফটিএল সিলিন্ডারও ৷ রবিবার দাম বৃদ্ধির পরে 5 কেজির এফটিএল সিলিন্ডারের দাম 4 টাকা বেড়েছে । তবে, ঘরোয়া ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । কলকাতায় সিলিন্ডার প্রতি সাড়ে 15 টাকা বেড়ে 19 কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল 1927 টাকা। পাশাপাশি, 14.2 কেজির ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকাই রয়েছে।

টানা পঞ্চম মাসে বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম:

তেল কোম্পানিগুলিও বাণিজ্যিক এলপিজির দাম 16.50 টাকা বাড়িয়ে 19 কেজি সিলিন্ডার প্রতি 1,818.50 টাকা করেছে। বাণিজ্যিক এলপিজির দামে এই নিয়ে টানা পঞ্চম মাসে বৃদ্ধি পেল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম । এর আগে গত মাসেও 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 62 টাকা বাড়ানো হয়েছিল। তার আগে, 1 অক্টোবর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 48.5 টাকা বেড়ে 1,740 টাকা হয়েছিল। পয়লা অগস্টেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6.5 টাকা এবং পয়লা সেপ্টেম্বরে এর দাম 39 টাকা বাড়ানো হয়েছিল ।

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব:

এই দাম বৃদ্ধি বিয়ের মরসুমে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসায় প্রভাব ফেলতে পারে, যেগুলি এলপিজির ওপর অনেকটাই নির্ভরশীল। বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও, ঘরোয়া ব্যবহারের 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, যা সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে ।

আরও পড়ুন
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, কলকাতায় এখন LPG সিলিন্ডারের দাম কত?
বাড়ল রান্নার গ্যাসের দাম, দামি হচ্ছে বিমান সফরও !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.