পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির শাসনকালই স্বাধীন ভারতের স্বর্ণযুগ, মন্তব্য যোগী আদিত্যনাথের - Yogi Adityanath - YOGI ADITYANATH

Yogi Adityanath: 2014 থেকে 2024, দশ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকাল স্বাধীন ভারতের স্বর্ণযুগ৷ শুক্রবার দেশবাসী যখন দ্বিতীয় দফায় ভোট দিতে ব্যস্ত৷ সেই সময় এই কথাই বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Yogi Adityanath
Yogi Adityanath

By ANI

Published : Apr 26, 2024, 1:28 PM IST

লখনউ, 26 এপ্রিল: গত দশ বছরের মোদি জমানা স্বাধীন ভারতের স্বর্ণযুগ ৷ এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর মতে, দেশকে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

শুক্রবার এই নিয়ে তিনি বলেন, ‘‘দেশ কাজ দেখতে চায় এবং প্রধানমন্ত্রী মোদি দেশকে একটি নতুন দিকনির্দেশ দিয়েছেন । তাঁর দশ বছরের শাসন স্বাধীন ভারতে একটি স্বর্ণযুগ । প্রতিটি ক্ষেত্রেই ভারত নতুন কিছু করেছে । আজ ভারত অর্থনীতিতে দ্রুত উপরের দিকে উঠছে ৷ এটা বিজেপির জন্য উপকারী প্রমাণিত হবে ।’’

2014 সালে কেন্দ্রের ক্ষমতায় বসে বিজেপি৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালেও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে ৷ 2024 সালেও বিজেপিই আবার ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাসী মোদি ৷ তৃতীয় দফায় ক্ষমতায় এসে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী ৷ শেষ পর্যন্ত তাঁর আত্মবিশ্বাস অটুট থাকবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন পর্যন্ত৷ কারণ, ওই দিনই প্রকাশিত হবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ৷

সাত দফায় ভোটগ্রহণের পর ওই ফল প্রকাশিত হবে 4 জুন ৷ ইতিমধ্য়ে এক দফার ভোট শেষ হয়েছে ৷ আজ, শুক্রবার দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ আর সেই দিনই মোদির দশ বছরের প্রধানমন্ত্রিত্বের সময়কালের প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷

এই নিয়ে তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে উন্মাদনা ও 10 বছরে প্রধানমন্ত্রী মোদির কাজের জন্য জনগণের মধ্যে যে উৎসাহ ও আশার পরিবেশ তৈরি হয়েছে, - আমরা বলতে পারি যে জনগণ প্রধানমন্ত্রীর কাজকে আশীর্বাদ করছেন এবং আমরা দেশের মধ্যে মোদি সরকারের 'সংকল্প' পূরণে সহায়তা পাব ।’’ বলা যেতে পারে, ফের কেন্দ্রের ক্ষমতায় আসার যে আত্মবিশ্বাস মোদির মুখে শোনা যাচ্ছে, সেটাই শোনা গেল যোগীর মুখেও ৷

তবে তিনি শুধু মোদি জমানার প্রশংসা করেই থেমে যাননি ৷ বরং সমালোচনা করেছেন কংগ্রেসেরও ৷ বিশেষ করে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারের বিরুদ্ধে সরব হয়েছেন যোগী আদিত্যনাথ ৷ তাঁর অভিযোগ, কংগ্রেস দেশের সাধারণ মানুষের অর্থ ছিনিয়ে নিতে চায় ৷ আর বিজেপি সেটা কোনোভাবেই হতে দেবে না ৷

(এএনআই ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. 'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির
  2. 'কংগ্রেস জমানায় হনুমান চালিসা শোনাটাও অপরাধ ছিল', ফের আক্রমণ মোদির
  3. মোদিরাজ্যে বিনা 'যুদ্ধে' জয়ী বিজেপি প্রার্থী, ক্রোনোলজি বুঝতে বলল কংগ্রেস

ABOUT THE AUTHOR

...view details