লখনউ, 26 এপ্রিল: গত দশ বছরের মোদি জমানা স্বাধীন ভারতের স্বর্ণযুগ ৷ এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তাঁর মতে, দেশকে নতুন দিশা দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
শুক্রবার এই নিয়ে তিনি বলেন, ‘‘দেশ কাজ দেখতে চায় এবং প্রধানমন্ত্রী মোদি দেশকে একটি নতুন দিকনির্দেশ দিয়েছেন । তাঁর দশ বছরের শাসন স্বাধীন ভারতে একটি স্বর্ণযুগ । প্রতিটি ক্ষেত্রেই ভারত নতুন কিছু করেছে । আজ ভারত অর্থনীতিতে দ্রুত উপরের দিকে উঠছে ৷ এটা বিজেপির জন্য উপকারী প্রমাণিত হবে ।’’
2014 সালে কেন্দ্রের ক্ষমতায় বসে বিজেপি৷ প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি ৷ 2019 সালেও তাঁর জয়ের ধারা অব্যাহত থাকে ৷ 2024 সালেও বিজেপিই আবার ক্ষমতায় আসবে বলে আত্মবিশ্বাসী মোদি ৷ তৃতীয় দফায় ক্ষমতায় এসে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী ৷ শেষ পর্যন্ত তাঁর আত্মবিশ্বাস অটুট থাকবে কি না, তা জানতে অপেক্ষা করতেই হবে আগামী 4 জুন পর্যন্ত৷ কারণ, ওই দিনই প্রকাশিত হবে এবারের লোকসভা নির্বাচনের ফলাফল ৷
সাত দফায় ভোটগ্রহণের পর ওই ফল প্রকাশিত হবে 4 জুন ৷ ইতিমধ্য়ে এক দফার ভোট শেষ হয়েছে ৷ আজ, শুক্রবার দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ আর সেই দিনই মোদির দশ বছরের প্রধানমন্ত্রিত্বের সময়কালের প্রশংসায় পঞ্চমুখ হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷