ETV Bharat / bharat

এবার হাত বাড়াল ভারত, মুক্তি পাচ্ছে 90 বাংলাদেশি মৎস্যজীবী - FISHERMEN RELEASE

বাংলাদেশ আগেই 95 জন ভারতীয় মৎস্যজীবীর মুক্তি ঘোষণা করেছে ৷ একই দিনে ভারতে বন্দি বাংলাদেশের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে ৷

FISHERMEN RELEASE
90 বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা বিদেশমন্ত্রকের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 2:49 PM IST

নয়াদিল্লি, 3 জানুয়ারি: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এবার এগিয়ে এল ভারত সরকার ৷ ভারতে বন্দি 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করল বিদেশমন্ত্রক ৷ জানানো হয়েছে, আগামী 5 জানুয়ারি বাংলাদেশের সঙ্গে ভারতও বন্দি মৎস্যজীবীদের মুক্তি দেবে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, দুই দেশে বন্দি থাকা মৎস্যজীবীদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হস্তান্তর করা হবে ৷ উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল, সেদেশে বন্দি থাকা পশ্চিমবঙ্গের 95 জন মৎস্যজীবী এবং তাঁদের ট্রলার মুক্তি দেওয়া হবে ৷ 5 জানুয়ারি তাঁদের ভারতে ফিরিয়ে দেবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷

বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সেই মতো এবার ভারত একধাপ এগিয়ে ওইদিন বন্দি 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ৷ এ নিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, "মানবিক দিক থেকে ও জীবিকার বিষয়টিকে মাথায় রেখে, দুই দেশের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মৎস্যজীবীদের মুক্তি এবং তাঁদের ট্রলার ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷"

ওই বিবৃতিতে বলা হয়েছে, "গত কয়েক মাসে বহু ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশ কর্তৃপক্ষ গ্রেফতার করেছে ৷ তাঁরা ভুলবশত আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করেন এবং বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন ৷ একইভাবে একাধিক বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জলসীমায় প্রবেশ করায়, তাঁদের আটক করা হয় ৷"

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, "আজকের আগে, বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল তাদের উপকূলরক্ষী বাহিনী ভারতের 95 জন মৎস্যজীবীকে মুক্তি দেবে আগামী 5 জানুয়ারি ৷ ওই একই দিনে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মুক্তি দেওয়া হবে ৷ দুই দেশের উপকূলরক্ষী বাহিনী সামুদ্রিক সীমানায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে ৷"

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী সময়ে সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয় ৷ এমনকি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকে ৷ যেখানে জঙ্গি অনুপ্রবেশ ভারতের জন্য সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে সেই পরিস্থিতিতে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত ৷

নয়াদিল্লি, 3 জানুয়ারি: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে এবার এগিয়ে এল ভারত সরকার ৷ ভারতে বন্দি 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করল বিদেশমন্ত্রক ৷ জানানো হয়েছে, আগামী 5 জানুয়ারি বাংলাদেশের সঙ্গে ভারতও বন্দি মৎস্যজীবীদের মুক্তি দেবে ৷

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে, দুই দেশে বন্দি থাকা মৎস্যজীবীদের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হস্তান্তর করা হবে ৷ উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল, সেদেশে বন্দি থাকা পশ্চিমবঙ্গের 95 জন মৎস্যজীবী এবং তাঁদের ট্রলার মুক্তি দেওয়া হবে ৷ 5 জানুয়ারি তাঁদের ভারতে ফিরিয়ে দেবে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৷

বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সেই মতো এবার ভারত একধাপ এগিয়ে ওইদিন বন্দি 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ৷ এ নিয়ে বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, "মানবিক দিক থেকে ও জীবিকার বিষয়টিকে মাথায় রেখে, দুই দেশের পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মৎস্যজীবীদের মুক্তি এবং তাঁদের ট্রলার ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷"

ওই বিবৃতিতে বলা হয়েছে, "গত কয়েক মাসে বহু ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশ কর্তৃপক্ষ গ্রেফতার করেছে ৷ তাঁরা ভুলবশত আন্তর্জাতিক জলসীমান্ত অতিক্রম করেন এবং বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন ৷ একইভাবে একাধিক বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জলসীমায় প্রবেশ করায়, তাঁদের আটক করা হয় ৷"

বিদেশমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, "আজকের আগে, বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল তাদের উপকূলরক্ষী বাহিনী ভারতের 95 জন মৎস্যজীবীকে মুক্তি দেবে আগামী 5 জানুয়ারি ৷ ওই একই দিনে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে মুক্তি দেওয়া হবে ৷ দুই দেশের উপকূলরক্ষী বাহিনী সামুদ্রিক সীমানায় এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে ৷"

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী সময়ে সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে, দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয় ৷ এমনকি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার মতো সীমান্তবর্তী রাজ্যে অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকে ৷ যেখানে জঙ্গি অনুপ্রবেশ ভারতের জন্য সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ ফলে সেই পরিস্থিতিতে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.