ETV Bharat / bharat

মদ্যপ স্বামীকে খুন, দেহ 2 টুকরো করে লোপাটের চেষ্টা স্ত্রী'র - WOMAN KILLS HUSBAND

পুলিশ সূত্রে খবর, প্রথমে স্বামীকে শ্বাসরোধ্য় করে খুন করে অভিযুক্ত মহিলা ৷ তারপর দেহ লোপাটের জন্য 2টি টুকরো করা হয় ৷

WOMAN KILLS DRUNKARD HUSBAND
মদ্যপ স্বামীকে খুন করে টুকরো করল স্ত্রী (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 1:31 PM IST

বেলাগাভি (কর্ণাটক), 3 জানুয়ারি: হাড়হিম করা ঘটনা ! প্রথমে মদ্যপ স্বামীকে খুন ৷ তারপর দেহ লোপাটের জন্য তাকে 2 টুকরো করল স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

বেলাগাভি পুলিশের সুপার ভিমশঙ্কর গুলেদ জানান, গত 10 ডিসেম্বর 40 বছরের শ্রীমন্থ ইটনালির দেহ উদ্ধার করা হয় ৷ বেলগাভির চিক্কোরি তালুকের উমারানি গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন পুলিশ সুপার ভিমশঙ্কর ৷

তিনি বলেন, "দেহ উদ্ধারের ঘটনার তদন্তে 3 সদস্যের একটি দল গঠন করা হয় ৷ দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার ৷ পুরো গ্রামে খোঁজ খবর চালানো হয় ৷ বহু চেষ্টার পরও কোনও সঠিক তথ্য় পাওয়া যাচ্ছিল না ৷" খুনের কিনারা করতে অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী সাবিত্রীকে ডেকে পাঠানো হয় ৷ তিনি বলেন, "অনেক জিজ্ঞাসাবাদের পর অবশেষে দোষ স্বীকার করেন অভিযুক্ত মহিলা ৷"

পুলিশ সুপার আরও জানান, মদে আসক্ত ছিলেন শ্রীমন্থ ৷ অভিযোগ, প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি এসে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করতেন তিনি ৷ ছোট ছোট বিষয়ে বউকে মারধড় করতেন ৷ গত 8 ডিসেম্বর স্ত্রীর নামে থাকা একটি জমির দাম নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷

জমিটি বিক্রি করে নিজের জন্য একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি ৷ রোজ রোজ ঝামেলা সহ্য করতে না-পেরে সেদিন রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷ পুলিশ সুপার বলেন, "বড় পাথর দিয়ে মেরে স্বামীর চেহার থেঁতলে দেন স্ত্রী ৷ এরপর মৃতদেহটি লোপাটের জন্য 2টি টুকরো একটি ব্যারেলের মধ্যে পুড়ে সেটি কুয়োর মধ্যে ফেলে দেন অভিযুক্ত মহিলা ৷" অভিযুক্তকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলাগাভির পুলিশ সুপার ৷

পড়ুন: প্রেমিকার সঙ্গে দেখা করতে পাকিস্তানে! জেলে পৌঁছলেন আলিগড়ের বাবু

বেলাগাভি (কর্ণাটক), 3 জানুয়ারি: হাড়হিম করা ঘটনা ! প্রথমে মদ্যপ স্বামীকে খুন ৷ তারপর দেহ লোপাটের জন্য তাকে 2 টুকরো করল স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভি জেলায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

বেলাগাভি পুলিশের সুপার ভিমশঙ্কর গুলেদ জানান, গত 10 ডিসেম্বর 40 বছরের শ্রীমন্থ ইটনালির দেহ উদ্ধার করা হয় ৷ বেলগাভির চিক্কোরি তালুকের উমারানি গ্রাম থেকে দেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার এই বিষয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন পুলিশ সুপার ভিমশঙ্কর ৷

তিনি বলেন, "দেহ উদ্ধারের ঘটনার তদন্তে 3 সদস্যের একটি দল গঠন করা হয় ৷ দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার ৷ পুরো গ্রামে খোঁজ খবর চালানো হয় ৷ বহু চেষ্টার পরও কোনও সঠিক তথ্য় পাওয়া যাচ্ছিল না ৷" খুনের কিনারা করতে অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রী সাবিত্রীকে ডেকে পাঠানো হয় ৷ তিনি বলেন, "অনেক জিজ্ঞাসাবাদের পর অবশেষে দোষ স্বীকার করেন অভিযুক্ত মহিলা ৷"

পুলিশ সুপার আরও জানান, মদে আসক্ত ছিলেন শ্রীমন্থ ৷ অভিযোগ, প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি এসে স্ত্রীর উপর শারীরিক অত্যাচার করতেন তিনি ৷ ছোট ছোট বিষয়ে বউকে মারধড় করতেন ৷ গত 8 ডিসেম্বর স্ত্রীর নামে থাকা একটি জমির দাম নিয়েও দু'জনের মধ্যে ঝামেলা হয় ৷

জমিটি বিক্রি করে নিজের জন্য একটি মোটরবাইক কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি ৷ রোজ রোজ ঝামেলা সহ্য করতে না-পেরে সেদিন রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করে স্ত্রী ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷ পুলিশ সুপার বলেন, "বড় পাথর দিয়ে মেরে স্বামীর চেহার থেঁতলে দেন স্ত্রী ৷ এরপর মৃতদেহটি লোপাটের জন্য 2টি টুকরো একটি ব্যারেলের মধ্যে পুড়ে সেটি কুয়োর মধ্যে ফেলে দেন অভিযুক্ত মহিলা ৷" অভিযুক্তকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলাগাভির পুলিশ সুপার ৷

পড়ুন: প্রেমিকার সঙ্গে দেখা করতে পাকিস্তানে! জেলে পৌঁছলেন আলিগড়ের বাবু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.