ETV Bharat / international

তিন ইজরাইলি মহিলাকে মুক্তি দিল হামাস, বন্দিদশা কাটল 471 দিন পর - ISRAELI HOSTAGE RELEASED

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস তিন ইজরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এই মুক্তির বিনিময়ে 90 প্যালেস্তিনিও বন্দিকে মুক্তির পরিকল্পনা রয়েছে।

Israeli Hostage Released
বন্দিদশা কাটিয়ে 471 দিন পর ঘরে ফেরা ৷ (ছবি এফপি)
author img

By AFP

Published : Jan 20, 2025, 8:47 PM IST

গাজা, 20 জানুয়ারি: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস তিন ইজরাইলি বন্দি - 24 বছর বয়সি রোমি গনন, 28 বছরের এমিলি দামারি এবং 31 বছর বয়সি পশু হাসপাতালের নার্স ডোরন স্টেইনব্রেকারকে মুক্তি দিয়েছে। বন্দিদশা কাটিয়ে 471 দিন পর ঘরে ফেরা ৷ এই তিন বন্দিকে ইজরাইলি সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। হামাসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন্দিদের মুক্তির পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "আজ গাজায় বন্দুক স্তব্ধ হয়ে গিয়েছে।"

একটি ছবিতে, ইজরাইলি বন্দি রোমি গনন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচারকে সাহায্য ছাড়াই হাঁটতে দেখা গিয়েছে। হামাস আরও নিশ্চিত করেছে যে পশ্চিম গাজা শহরের আল-সারায়াহ স্কয়ারে আনুষ্ঠানিকভাবে তিন মহিলা বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি ঘটেছিল যখন রেড ক্রসের একজন সদস্য হামাস যোদ্ধাদের সঙ্গে দেখা করেন এবং বন্দিদের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হন।

Israeli Hostage Released
ইজরাইলি মহিলাকে মুক্তি দিল হামাস (ছবি এফপি)

এই মুক্তির বিনিময়ে 90 প্যালেস্তিনিও বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বন্দিদের মধ্যে 69 জন মহিলা রয়েছে। সর্বকনিষ্ঠ বন্দির নাম মাহমুদ আলীওয়াত, যার বয়স মাত্র 15 বছর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে খালেদা জারার, বয়স 62 বছর, যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এর একজন বিশিষ্ট সদস্য৷ খালেদা জারার অহিংস রাজনৈতিক প্রতিবাদে ইসরায়েলের ক্র্যাকডাউনের অংশ হিসাবে একাধিকবার গ্রেফতার হয়েছেন।

Israeli Hostage Released
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর (ছবি এফপি)

প্রাক্তন হামাস নেতা সালেহ আরওরির বোন দালাল খাসিবকেও মুক্তি দেওয়া হবে। তার ভাই 2024 সালের জানুয়ারিতে দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল। 2001 সালে ইসরায়েলি পর্যটন মন্ত্রী রাহভাম জিয়েভকে হত্যার আদেশের জন্য 30 বছরের সাজা ভোগ করা পিএফএলপি নেতা আহমেদ সাদাতের স্ত্রী আবলা আবদেলসুল, বয়স 68 বছর, তিনিও মুক্তি পেতে চলেছেন৷

প্যালেস্তিনিও 90 জন বন্দির মুক্তি ইজরায়েল-অধিকৃত ভূ-খণ্ডের পশ্চিম তীরে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় 1টার পাওয়া খবর অনুযায়ী যুদ্ধবিরতি, শুরু হওয়ার পরপরই গাজা থেকে প্রথম তিন বন্দিকে মুক্তি দেওয়ার পর প্রায় সাত ঘণ্টা কেটে গিয়েছে৷ ইজরাইলি সেনাবাহিনী প্যালেস্তিনিওদের কোনও রকম উদযাপনের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন
ইজরায়েলের পথে তিন অপহৃত তরুণী, প্যালেস্তাইন বন্দিদের অপেক্ষায় ওয়েস্টব্যাঙ্ক
প্রয়োজনে প্রত্যাঘাত ! যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

গাজা, 20 জানুয়ারি: গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস তিন ইজরাইলি বন্দি - 24 বছর বয়সি রোমি গনন, 28 বছরের এমিলি দামারি এবং 31 বছর বয়সি পশু হাসপাতালের নার্স ডোরন স্টেইনব্রেকারকে মুক্তি দিয়েছে। বন্দিদশা কাটিয়ে 471 দিন পর ঘরে ফেরা ৷ এই তিন বন্দিকে ইজরাইলি সংস্থা রেডক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। হামাসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বন্দিদের মুক্তির পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, "আজ গাজায় বন্দুক স্তব্ধ হয়ে গিয়েছে।"

একটি ছবিতে, ইজরাইলি বন্দি রোমি গনন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনব্রেচারকে সাহায্য ছাড়াই হাঁটতে দেখা গিয়েছে। হামাস আরও নিশ্চিত করেছে যে পশ্চিম গাজা শহরের আল-সারায়াহ স্কয়ারে আনুষ্ঠানিকভাবে তিন মহিলা বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি ঘটেছিল যখন রেড ক্রসের একজন সদস্য হামাস যোদ্ধাদের সঙ্গে দেখা করেন এবং বন্দিদের স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত হন।

Israeli Hostage Released
ইজরাইলি মহিলাকে মুক্তি দিল হামাস (ছবি এফপি)

এই মুক্তির বিনিময়ে 90 প্যালেস্তিনিও বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এই বন্দিদের মধ্যে 69 জন মহিলা রয়েছে। সর্বকনিষ্ঠ বন্দির নাম মাহমুদ আলীওয়াত, যার বয়স মাত্র 15 বছর। মুক্তিপ্রাপ্তদের মধ্যে খালেদা জারার, বয়স 62 বছর, যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) এর একজন বিশিষ্ট সদস্য৷ খালেদা জারার অহিংস রাজনৈতিক প্রতিবাদে ইসরায়েলের ক্র্যাকডাউনের অংশ হিসাবে একাধিকবার গ্রেফতার হয়েছেন।

Israeli Hostage Released
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর (ছবি এফপি)

প্রাক্তন হামাস নেতা সালেহ আরওরির বোন দালাল খাসিবকেও মুক্তি দেওয়া হবে। তার ভাই 2024 সালের জানুয়ারিতে দক্ষিণ বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছিল। 2001 সালে ইসরায়েলি পর্যটন মন্ত্রী রাহভাম জিয়েভকে হত্যার আদেশের জন্য 30 বছরের সাজা ভোগ করা পিএফএলপি নেতা আহমেদ সাদাতের স্ত্রী আবলা আবদেলসুল, বয়স 68 বছর, তিনিও মুক্তি পেতে চলেছেন৷

প্যালেস্তিনিও 90 জন বন্দির মুক্তি ইজরায়েল-অধিকৃত ভূ-খণ্ডের পশ্চিম তীরে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় 1টার পাওয়া খবর অনুযায়ী যুদ্ধবিরতি, শুরু হওয়ার পরপরই গাজা থেকে প্রথম তিন বন্দিকে মুক্তি দেওয়ার পর প্রায় সাত ঘণ্টা কেটে গিয়েছে৷ ইজরাইলি সেনাবাহিনী প্যালেস্তিনিওদের কোনও রকম উদযাপনের ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করেছে।

আরও পড়ুন
ইজরায়েলের পথে তিন অপহৃত তরুণী, প্যালেস্তাইন বন্দিদের অপেক্ষায় ওয়েস্টব্যাঙ্ক
প্রয়োজনে প্রত্যাঘাত ! যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে হুঁশিয়ারি নেতানিয়াহুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.