ETV Bharat / bharat

বিয়ের পরও প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ, সম্মান রক্ষার্থে নববধূকে খুন - HONOUR KILLING IN UP

যোগীরাজ্যে হাড়হিম করা 'অনার কিলিং'য়ের ঘটনা । সদ্য বিবাবহিতাকে গলা কেটে খুন করে আখের জমিতে পুঁতে দিল ভাই, স্বামী ৷

HONOUR KILLING IN BAGHPAT
সদ্য বিবাবহিতাকে গলা কেটে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2025, 1:48 PM IST

বাগপত(উত্তরপ্রদেশ), 3 জানুয়ারি: পরিবারের সম্মান রক্ষার্থে দিদি খুন করে মাটিতে পুঁতে দিল ভাই ৷ তাকে সঙ্গ দিল স্বামী ৷ সদ্যবিবাহিতা 22 বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার পর আখের জমিতে পুঁতে দিল তাঁর ভাই ও স্বামী ৷ এই অপরাধের সঙ্গ দিল গ্রামের 2 প্রতিবেশী ৷ ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে যোগীরাজ্যের বাগপতে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বছর বাইশের তরুণীর বাড়ি বাগপতে ৷ তাঁর গ্রামের এক যুবকের সঙ্গে প্রেম ছিল ৷ কিন্তু তা জানাজানি হতেই বিপদের সৃষ্টি ৷ মেয়েটির পরিবার যখন ওই যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কের কথা জানতে পারে তখনই জোর করে হরিয়ানায় বিয়ে ঠিক করে ৷ গতবছর 23 নভেম্বর হরিয়ানার সোনিপাতের কৃষ্ণের সঙ্গে বিয়ে হয় ৷ তারপর সব ঠিকঠাক চলছিল ৷ নতুন বছরে মেয়েটি বাবার বাড়ি আসে ৷ তিনি একাই আসেন ৷ বাবার বাড়ি থেকেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ৷

কিন্তু প্রেমিকের সঙ্গে সাক্ষাতের কথা জানতে পারে তরুণীর ভাই ৷ সে জামাইবাবুকে ঘটনাটি জানায় ৷ দু'জন মিলে পরিকল্পনা করে তাঁর জীবন নেওয়ার কথা ৷ এই পরিকল্পনায় তরুণীর ভাই সামিল করে 2 গ্রামবাসীকে ৷ ওই গ্রামবাসীরা ফোন করে ডেকে আনে যুবতীকে ৷ তারপরই পরিবারের সম্মান রাখতে দিদিকে গলা কেটে খুন করে বিনাউলি-দাদরি জঙ্গলে আখের জমির নীচে পুঁতে দেয় ওই যুবক ৷ তাঁকে সঙ্গ দেন মহিলার স্বামী ও গ্রামের আরও 2 জন ৷ তবে এহেন কাজ করতে দেখে ফেলেন গ্রামের প্রহরী ৷

তিনি পুলিশে অভিযোগ করেন, ওই চারজন কোনও অঘটন ঘটিয়েছে ৷ এরপরই পুলিশ তদন্তে নেমে ওই জমির নীচ থেকে তরুণীর দেহ উদ্ধার করে ৷ মহিলার স্বামী কৃষ্ণ, ভাই রোহিত এবং প্রতিবেশী রাজীব এবং জিতেন্দ্রেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা খুন কথা স্বীকার করে নেয়। এবিষয়ে পুলিশ অফিসার হরিশ ভাদৌরিয়া বলেন, "22 বছর বয়সি বিবাহিত ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ অভিযুক্তরা হল মহিলার স্বামী কৃষ্ণ, ভাই রোহিত, রাজীব ও জিতেন্দ্র ৷ গ্রামের প্রহরী ইন্তেজারের অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর দায়ের করেছি। পরবর্তী তদন্ত চলছে।"

বাগপত(উত্তরপ্রদেশ), 3 জানুয়ারি: পরিবারের সম্মান রক্ষার্থে দিদি খুন করে মাটিতে পুঁতে দিল ভাই ৷ তাকে সঙ্গ দিল স্বামী ৷ সদ্যবিবাহিতা 22 বছরের তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করার পর আখের জমিতে পুঁতে দিল তাঁর ভাই ও স্বামী ৷ এই অপরাধের সঙ্গ দিল গ্রামের 2 প্রতিবেশী ৷ ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে যোগীরাজ্যের বাগপতে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বছর বাইশের তরুণীর বাড়ি বাগপতে ৷ তাঁর গ্রামের এক যুবকের সঙ্গে প্রেম ছিল ৷ কিন্তু তা জানাজানি হতেই বিপদের সৃষ্টি ৷ মেয়েটির পরিবার যখন ওই যুবকের সঙ্গে প্রণয়ঘটিত সম্পর্কের কথা জানতে পারে তখনই জোর করে হরিয়ানায় বিয়ে ঠিক করে ৷ গতবছর 23 নভেম্বর হরিয়ানার সোনিপাতের কৃষ্ণের সঙ্গে বিয়ে হয় ৷ তারপর সব ঠিকঠাক চলছিল ৷ নতুন বছরে মেয়েটি বাবার বাড়ি আসে ৷ তিনি একাই আসেন ৷ বাবার বাড়ি থেকেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান ৷

কিন্তু প্রেমিকের সঙ্গে সাক্ষাতের কথা জানতে পারে তরুণীর ভাই ৷ সে জামাইবাবুকে ঘটনাটি জানায় ৷ দু'জন মিলে পরিকল্পনা করে তাঁর জীবন নেওয়ার কথা ৷ এই পরিকল্পনায় তরুণীর ভাই সামিল করে 2 গ্রামবাসীকে ৷ ওই গ্রামবাসীরা ফোন করে ডেকে আনে যুবতীকে ৷ তারপরই পরিবারের সম্মান রাখতে দিদিকে গলা কেটে খুন করে বিনাউলি-দাদরি জঙ্গলে আখের জমির নীচে পুঁতে দেয় ওই যুবক ৷ তাঁকে সঙ্গ দেন মহিলার স্বামী ও গ্রামের আরও 2 জন ৷ তবে এহেন কাজ করতে দেখে ফেলেন গ্রামের প্রহরী ৷

তিনি পুলিশে অভিযোগ করেন, ওই চারজন কোনও অঘটন ঘটিয়েছে ৷ এরপরই পুলিশ তদন্তে নেমে ওই জমির নীচ থেকে তরুণীর দেহ উদ্ধার করে ৷ মহিলার স্বামী কৃষ্ণ, ভাই রোহিত এবং প্রতিবেশী রাজীব এবং জিতেন্দ্রেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা খুন কথা স্বীকার করে নেয়। এবিষয়ে পুলিশ অফিসার হরিশ ভাদৌরিয়া বলেন, "22 বছর বয়সি বিবাহিত ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে ৷ অভিযুক্তরা হল মহিলার স্বামী কৃষ্ণ, ভাই রোহিত, রাজীব ও জিতেন্দ্র ৷ গ্রামের প্রহরী ইন্তেজারের অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর দায়ের করেছি। পরবর্তী তদন্ত চলছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.