শ্রীনগর, 23 ডিসেম্বর: বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম এবং ড্রেস কোড অনুযায়ী, মহিলা আইনজীবীদের বোরখা পরে আদালতে হাজির হওয়ার অনুমতি দেয় না ৷ সাম্প্রতি এক নির্দেশে এমনটাই জানিয়েছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের হাইকোর্ট।
13 ডিসেম্বর হাইকোর্টের পর্যবেক্ষণে প্রকাশ, 27 নভেম্বর এক শুনানিতে এক মহিলা নিজেকে আইনজীবী সৈয়দ আইনেন কাদরী বলে দাবি করে নিজের মুখ ঢেকে আদালতে হাজির হন। তিনি জানান, তিনি একটি গার্হস্থ্য হিংসার অভিযোগ বাতিল করার জন্য এক আবেদনকারীর প্রতিনিধিত্ব করছেন। তাঁকে বিচারপতি রাহুল ভারতী বোরখা সরাতে বললেও ওই মহিলা আইনজীবী তাঁর মৌলিক অধিকারের কথা উল্লেখ করে, তাঁর মুখ-ঢাকা কাপড় সরাতে রাজি হননি ৷ আদালত অবশেষে, তাঁর পরিচয় যাচাই করতে না পেরে ওই মামলায় আইনজীবীর উপস্থিতিকে স্বীকৃতি দেয়নি ৷
বিচারপতি রাহুল ভারতী তাঁর আদেশে জানিয়েছেন, "এই আদালত নিজেকে আইনজীবী মিসেস সৈয়দ আইনেন কাদরীকে আবেদনকারীদের আইনজীবী হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তির উপস্থিতিকে স্বীকৃতি দেয় না ৷ কারণ, এই আদালতে একজন ব্যক্তি এবং সেইসঙ্গে পেশাদার হিসাবে তাঁর আসল পরিচয় নিশ্চিত করার কোনও ভিত্তি খুঁজে পায়নি ৷" পরবর্তীকালে, মামলাটি স্থগিত করা হয় ৷ একই সঙ্গে, রেজিস্ট্রার জেনারেলকে এই ধরনের পোশাক বিধি অনুমোদিত কি না, তা পরীক্ষা করার জন্য নির্দেশ দেওয়া হয়। পর্যালোচনার পর, গত 5 ডিসেম্বর জমা দেওয়া রেজিস্ট্রার জেনারেলের রিপোর্ট নিশ্চিত করেছে যে, আদালতে এই ধরনের কোনও পোশাকের বিধান নেই।