বেঙ্গালুরু, 11 জানুয়ারি: আইএসএলে ফিরতি বড় ম্য়াচের উত্তাপে গা সেঁকছে শহর কলকাতা ৷ এরইমধ্যে দক্ষিণের রাজ্য থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে ময়দানের আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ৷ কান্তিরাভায় গিয়ে বেঙ্গালুরু এফসি'কে 1-0 গোলে হারাল সাদা-কালো ব্রিগেড ৷ 11 ম্যাচ পর আইএসএলের দ্বিতীয় জয় তুলে এনে লিগ শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়ান্টকে আরও স্বস্তি দিল আন্দ্রে চের্নিশভের ছেলেরা ৷ ফ্রি-কিক থেকে ম্যাচের জয়সূচক গোলটি করলেন মির্জালল কাশিমভ ৷
আইএসএল আত্মপ্রকাশে মহামেডানের প্রথম জয় এসেছিল গতবছর 26 সেপ্টেম্বর ৷ সেই ম্যাচে চেন্নাইয়িন এফসি'কে 1-0 গোলে হারিয়েছিল কলকাতার ক্লাব ৷ অর্থাৎ, সাড়ে তিন মাস পর ফের জয়ের সরণিতে সাদা-কালো ৷ টানা হারের ভারে ন্যুব্জ হয়ে পড়া মহামেডান একটু অক্সিজেন পেয়েছিল গত দু'ম্যাচ ড্র করে ৷ তবে লিগের শীর্ষস্থানের লড়াইয়ে বাগানের সঙ্গে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচ থেকে যে তারা জয় ছিনিয়ে নেবে, তা হয়তো ভাবেননি অতি বড় সমর্থকও ৷
#MirjalolKasimov's stunning free-kick earns @MohammedanSC an incredible victory in #BFCMSC! 🔥#ISL #LetsFootball #BengaluruFC #MohammedanSC | @JioCinema @StarSportsIndia @Sports18 pic.twitter.com/4pL6MRf94S
— Indian Super League (@IndSuperLeague) January 11, 2025
কিন্তু কান্তিরাভায় ব্লুজ ব্রিগেডকে শুরু থেকেই চাপে রাখল চের্নিশভের ছেলেরা ৷ ম্য়াচে বল পজেশনে পিছিয়ে থাকলেও ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই বেঙ্গালুরুর পায়ে তুলে দেয়নি তারা ৷ রক্ষণ সামনে প্রতি-আক্রমণে অ্যাওয়ে ম্য়াচ থেকে জয় তুলে আনার চেনা ছকেই দলকে পরিচালনা করেন রুশ কোচ ৷ গোল লক্ষ্য করে শট নেওয়ার নিরিখে বেঙ্গালুরুকে সমান তালে টক্কর দেয় মহামেডান ৷ প্রথমার্ধ গোলশূন্যই থাকে ৷ দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ নষ্ট করে ফের ড্রয়ের দিকে এগোয় সাদা-কালো ব্রিগেড ৷ পক্ষান্তরে বেশ কিছু ভালো সেভ করে দলকে লড়াইয়ে রাখেন গোলরক্ষক পদম ছেত্রী ৷
শেষমেশ জয়ের কাঙ্খিত গোলটি আসে 88 মিনিটে ৷ বক্সের বেশ খানিকটা বাইরে থেকে কাশিমভের বাঁক খাওয়ানো ফ্রি-কিকের নাগাল পাননি গুরপ্রীত সিং সান্ধু ৷ জয়ের ফলে 15 ম্য়াচে 27 পয়েন্টে আটকে রইল বেঙ্গালুরু ৷ অর্থাৎ, ডার্বিতে নামার আগেই পাঁচ পয়েন্টে এগিয়ে থাকল মোহনবাগান ৷ তাও আবার এক পয়েন্ট কম খেলে ৷