কলকাতা, 11 জানুয়ারি: 'সবিনয় নিবেদন' ধারাবাহিকে নয়না চরিত্রের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু মধুমিতা সরকারের। এরপরে 'কেয়ার করি না' ধারাবাহিকে জুনি হিসেবে দেখা যায় তাঁকে। তবে, 'বোঝে না সে বোঝে না' ধারাবাহিকে পাখি চরিত্রে টেলি দর্শকের মনে সাড়া ফেলেন তিনি। যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর জুটি নিয়ে আজও কথা হয় দর্শকমহলে।
এরপরে 'কুসুম দোলা' ধারাবাহিকে 'ড:ইমন মুখার্জি'র চরিত্রে জনপ্রিয়তা পান মধুমিতা। এরপরেই পা রাখেন সিনেমার দুনিয়ায়। এবার দেবরাজ সিনহা পরিচালিত 'ফেলুবক্সী' ছবিতে মধুমিতাকে দেখা যাবে একজন রেডিও জকির চরিত্রে। তার নাম দেবযানী। তার সঙ্গে গোয়েন্দা ফেলু বক্সীর হালকা প্রেমের রসায়ন আছে বলে আঁচ পাওয়া যাচ্ছে। তবে, সবটা জানতে হলে সিনেমাটা দেখে নিতে হবে সেটাই আর্জি মধুমিতার। ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় মনের কথা খুলে বললেন অভিনেত্রী।
ইটিভি ভারত: রেডিও জকি হওয়ার প্রাথমিক শর্ত সুবক্তা হতে হবে। মধুমিতাও কি তাই?
মধুমিতা: একজন রেডিও জকিকে রেডিও মাধ্যমে শ্রোতার মন জয় করতে হয়। আর এর জন্য সবার আগে তাঁকে সুবক্তা হতে হয়। আমি সুবক্তা নই। আমি খুব স্ট্রেট ফরোয়ার্ড। কিছু অপছন্দ হলে সেটা মুখের উপরেই বলে দিই। আমার কথা সকলের ভালো নাও লাগতে পারে। রেডিও জকির কাজটা খুব কঠিন। রেডিওর ওপারের কেউ তাঁকে দেখতে পায় না ৷ এক্সপ্রেশন শুধু কথার মাধ্যমেই বোঝাতে হয় তাঁকে। কিন্তু চরিত্রটা করতে পেরেছি, ভালো লাগছে।
ইটিভি ভারত: কে বলেন প্রথম চরিত্রটা করতে?
মধুমিতা: এই চরিত্রটার জন্য আমাকে পরিচালক দেবরাজ দা বলেন। খুব ডায়নামিক একটা চরিত্র।
ইটিভি ভারত: সোহম চক্রবর্তীর সঙ্গে এই প্রথম জুটি বাঁধলেন। অভিজ্ঞতা?
মধুমিতা: একে তো এতদিনের একজন অভিনেতা। এরকম স্টারডম, তার উপরে বিধায়ক। কিন্তু বোঝার উপায় নেই। কোনওকিছু সমস্যা হলে মন খুলে বলতে পেরেছি। এমনকী কাজের সময়েও স্বাধীনভাবে কাজ করতে পেরেছি।
ইটিভি ভারত: একাধিক সময়ে ট্রলের শিকার হয়েছেন। কীভাবে নেন বিষয়গুলোকে?
মধুমিতা: গায়ে মাখি না। কেননা মা, বাবা আর দাদা আমাকে নিয়ে কী বলছেন আর কী ভাবছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে ।
ইটিভি ভারত: দেব, জিতের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা আছে?
মধুমিতা: অনেক কম বয়স থেকে ওঁদের অভিনয় দেখে আসছি। আর অভিনয় যখন করছি, ওঁদের সঙ্গে করার ইচ্ছাও অস্বাভাবিক নয়। তবে, ওঁদের সঙ্গেই কাজ করতে হবে- এই ভাবনা বা ইচ্ছার থেকেও বেশি ইচ্ছা যেন ভালো কোনও চরিত্রে কাজ করতে পারি কিংবা ওদের ব্যানারে কোনও ভালো চরিত্র পাই।
ইটিভি ভারত: একইদিনে অনেকগুলো সিনেমা রিলিজ করে। নিজেরটা এর মধ্যে থাকলে কতটা চাপে থাকেন?
মধুমিতা: ছবিটা কতটা সফল, কতটা ব্যবসা করল ওগুলো প্রযোজকের চিন্তার বিষয়। আমার কাছে সবার আগে চিন্তার আমি পরিচালককে আমার অভিনয় দিয়ে খুশি করতে পারলাম কি না। দ্বিতীয় চিন্তা দর্শকের আমার কাজটা ভালো লাগল কি না।
ইটিভি ভারত: এই ছবিতে কঠিন কোনও দৃশ্য আছে?
মধুমিতা: আছে তো। একটা অ্যাক্সিডেন্টে দৃশ্য। ওটা বেশ কঠিন। এর বেশি তো বলা যাবে না।
ইটিভি ভারত: কোন পরিচালকের সঙ্গে কাজের অপেক্ষায় আছেন?
মধুমিতা: সবার সঙ্গে কাজ করতে চাই। সব রকমের চরিত্র চাই। ভালো গল্প চাই।
ইটিভি ভারত: টলিপাড়ায় বিয়ের মরশুম। আপনি কবে যাচ্ছেন ছাদনাতলায়?
মধুমিতা: পরের মরশুমে। (সহাস্যে)
ইটিভি ভারত: নতুন বছরটা কীভাবে গোছাতে চান?
মধুমিতা: নিজের করে, নিজের মতো করে সাজাতে চাই।
উল্লেখ্য, এই মুহূর্তে টেলিপাড়ায় ব্যস্ত অভিনেত্রী মধুমিতা ৷ ইতিমধ্যেই পরিবর্তন', 'লাভ আজ কাল পরশু', 'চিনি', 'ট্যাংরা ব্লু', 'দিলখুশ', 'কুলের আচার'-এর মতো ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন ৷ পাইপলাইনে আছে 'শ্রীমান ভার্সেস শ্রীমতি', 'যত কাণ্ড কলকাতাতেই', 'নজরবন্দি'। একাধিজ ওয়েব সিরিজও করেছেন মধুমিতা। তার মধ্যে আছে 'উত্তরণ', 'জাতিস্মর', 'শ্রীকান্ত'। 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে 'ফেলুবক্সী' ৷ সোহম-মধুমিতার পাশাপাশি ছবিতে দেখা যাবে বাংলাদেশী নায়িকা পরীমনি ৷ তাঁর চরিত্রের নাম 'লাবণ্য' ৷ পরীমনিকে ঘিরে বেশ একটা রহস্য রয়েছে ছবিতে ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শতাফ ফিগার, আয়ুষ্মান সরকার।