হায়দরাবাদ, 11 জানুয়ারি: বছরটা শেষ করেছিলেন মা শ্যামসুন্দরীর পুজো দিয়ে ৷ বছরের শুরুটা করেছিলেন দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিয়ে ৷ আসলে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের সোশাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই বোঝা যায় তাঁরা দুজনেই মা কালীর ভক্ত ৷ এবার তারকা দম্পতি পুজো দিলেন তারাপীঠ ও নলহাটেশ্বরী কালীমন্দিরে ৷ সমাজমাধ্যমে সেই মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী শ্রীময়ী ৷
এবার পৌষকালীর পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী ৷ জানা গিয়েছে, তারাপীঠে ছবির শুটিং ছিল কাঞ্চনের ৷ ফলে কাজও হল আবার মায়ের পুজো দেওয়াও হল ৷ শনিবার পৌষ মাসের শেষ শনিবার ৷ দূরদূরান্ত থেকে ভক্তরা এই দিন মায়ের দরবারে হাজির হন ৷ ব্যতিক্রম নন শ্রীময়ীও ৷ পুজো দেওয়ার পাশাপাশি মায়ের ভোগের আয়োজনও করেন তাঁরা ৷
কী কী ছিল মায়ের ভোগে ?
সেবাইতের হাতে ভোগের থালা তুলে দেন কাঞ্চন-শ্রীময়ী ৷ মাকে ভোগ নিবেদনে থালায় সাজানো হয় পোলাও, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, চাটনি, পায়েস, মিষ্টি ৷
এদিন মায়ের পুজো দিতে গিয়ে শ্রীময়ীর চোখে মুখে ছিল এক অপূর্ব সিগ্ধতা ৷ সাদার ওপর লাল ফুলের কাজ করা চুড়িদারে অপরূপ লাগছিল শ্রীময়ীকে ৷ অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল রঙের জামদানি কাজ করা পাঞ্জাবি ৷ এরপর দম্পতি পৌঁছে যান নলহাটেশ্বরী কালী মন্দিরে ৷ সেখানেও মায়ের পুজো দেন ৷ তারপর তারকা জুটি দর্শন করেন নন্দীকেশরী মায়ের মন্দির ৷ রবিবার কলকাতায় ফিরে আসার কথা কাঞ্চন-শ্রীময়ীর ৷ উল্লেখ্য, কাঞ্চন মল্লিক অভিনীত 'সত্যি বলে সত্যি কিছু নেই' মুক্তির অপেক্ষায় ৷ অন্যদিকে, 'ভুল ভুলাইয়া 3' ছবিতে কাঞ্চনের অভিনয় নজর কাড়ে দর্শকদের ৷