ETV Bharat / sports

স্টেডিয়ামে হেনস্তার শিকার ফুটবলারদের স্ত্রী, রিয়ালের ম্যাচ শেষে উত্তেজনা - WIVES OF FOOTBALLERS HARASSED

2034 বিশ্বকাপের আয়োজক দেশে ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন ৷ মাঠ থেকে বেরনোর সময় হেনস্তার শিকার মায়োর্কা ফুটবলারদের স্ত্রী'রা ৷

WIVES OF FOOTBALLERS HARASSED
রিয়াল বনাম মায়োর্কা ম্যাচে উত্তেজনা (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 11, 2025, 6:41 PM IST

রিয়াধ, 11 জানুয়ারি: সম্প্রতি 2034 বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই ফুটবল স্টেডিয়ামে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা ৷ শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল মায়োর্কা ৷ সেই ম্যাচে মায়োর্কা 0-3 গোলে হেরে যায় বটে, কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে বড় হয়ে দেখা দিল মাঠের বাইরের ঘটনা ৷ স্টেডিয়ামে শারীরিক হেনস্তার শিকার হতে হল মায়োর্কার দুই ফুটবলারের স্ত্রী'কে ৷

স্প্যানিশ সংবাদমাধ্যম ইস্পোর্টস আইবি 3'কে মায়োর্কা ফুটবলার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিশ্চিনা পালাভ্রা পুরো বিষয়টি খোলসা করেছেন ৷ হেনস্তার শিকার হতে হয় মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রিফের সঙ্গিনী নাতালিয়া কালুজোভাকেও ৷ ম্যাচের পর স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় একদল স্থানীয় তাঁদের ঘিরে ধরে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন পালাভ্রা ৷ সন্তানদের নিয়ে স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় জোর করে তাঁদের ক্লোজ-আপ ছবি নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ ৷

পালাভ্রার কথায়, "স্টেডিয়াম থেকে বেরনোর পথে জটিলতা তৈরি হয় ৷ সন্তানদের নিয়ে মাঠ ছাড়ার সময় কোনও নিরাপত্তার বন্দোবস্ত ছিল না ৷ স্থানীয় কিছু লোক ক্লোজ-আপ ছবি তোলার অছিলায় আমাকে হেনস্তা করা শুরু করে ৷ একই ঘটনা ঘটেছে নাতালিয়ার সঙ্গেও ৷ আমার সঙ্গে আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল ৷ আমরা ভীষণই অস্বস্তি বোধ করেছি ৷" আরেক স্প্য়ানিশ সংবাদমাধ্যম মার্কা'য় নাতালিয়া শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন ৷

অ্য়াসোসিয়েট প্রেস'কে মায়োর্কার তরফে জানানো হয়েছে প্রায় 250 জন স্টেডিয়াম থেকে বেরনোর মুখে এই কুকীর্তি ঘটিয়েছে ৷ মায়োর্কা ক্লাবের তরফে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে ৷ হেনস্তাকারীদের অনেকে রিয়াল মাদ্রিদের জার্সি পরে ছিল বলেও জানা গিয়েছে ৷ ক্লাবের এক আধিকারিক আলফোন্সো দিয়াজ জানান, স্প্যানিশ ফুটবল ফেডারেশনে তাঁরা অভিযোগ জানাবেন এবং একইসঙ্গে আয়োজকদের তরফে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-হয় সেব্যাপারে নিশ্চয়তাও চেয়েছেন তিনি ৷ তবে সেখানে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরা ঘটনা জানাজানি হতে দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে ৷ সবমিলিয়ে আগামীর বিশ্বকাপ আয়োজক দেশে এমন ঘটনা ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন ৷

আরও পড়ুন:

রিয়াধ, 11 জানুয়ারি: সম্প্রতি 2034 বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পেয়েছে সৌদি আরব ৷ অথচ সেই মরুদেশেই ফুটবল স্টেডিয়ামে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা ৷ শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল মায়োর্কা ৷ সেই ম্যাচে মায়োর্কা 0-3 গোলে হেরে যায় বটে, কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে বড় হয়ে দেখা দিল মাঠের বাইরের ঘটনা ৷ স্টেডিয়ামে শারীরিক হেনস্তার শিকার হতে হল মায়োর্কার দুই ফুটবলারের স্ত্রী'কে ৷

স্প্যানিশ সংবাদমাধ্যম ইস্পোর্টস আইবি 3'কে মায়োর্কা ফুটবলার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিশ্চিনা পালাভ্রা পুরো বিষয়টি খোলসা করেছেন ৷ হেনস্তার শিকার হতে হয় মায়োর্কা গোলরক্ষক ডমিনিক গ্রিফের সঙ্গিনী নাতালিয়া কালুজোভাকেও ৷ ম্যাচের পর স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় একদল স্থানীয় তাঁদের ঘিরে ধরে বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন পালাভ্রা ৷ সন্তানদের নিয়ে স্টেডিয়াম ছেড়ে বেরনোর সময় জোর করে তাঁদের ক্লোজ-আপ ছবি নেওয়ারও চেষ্টা হয় বলে অভিযোগ ৷

পালাভ্রার কথায়, "স্টেডিয়াম থেকে বেরনোর পথে জটিলতা তৈরি হয় ৷ সন্তানদের নিয়ে মাঠ ছাড়ার সময় কোনও নিরাপত্তার বন্দোবস্ত ছিল না ৷ স্থানীয় কিছু লোক ক্লোজ-আপ ছবি তোলার অছিলায় আমাকে হেনস্তা করা শুরু করে ৷ একই ঘটনা ঘটেছে নাতালিয়ার সঙ্গেও ৷ আমার সঙ্গে আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল ৷ আমরা ভীষণই অস্বস্তি বোধ করেছি ৷" আরেক স্প্য়ানিশ সংবাদমাধ্যম মার্কা'য় নাতালিয়া শারীরিক হেনস্তার অভিযোগ তুলেছেন ৷

অ্য়াসোসিয়েট প্রেস'কে মায়োর্কার তরফে জানানো হয়েছে প্রায় 250 জন স্টেডিয়াম থেকে বেরনোর মুখে এই কুকীর্তি ঘটিয়েছে ৷ মায়োর্কা ক্লাবের তরফে ঘটনার কড়া নিন্দা করা হয়েছে ৷ হেনস্তাকারীদের অনেকে রিয়াল মাদ্রিদের জার্সি পরে ছিল বলেও জানা গিয়েছে ৷ ক্লাবের এক আধিকারিক আলফোন্সো দিয়াজ জানান, স্প্যানিশ ফুটবল ফেডারেশনে তাঁরা অভিযোগ জানাবেন এবং একইসঙ্গে আয়োজকদের তরফে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না-হয় সেব্যাপারে নিশ্চয়তাও চেয়েছেন তিনি ৷ তবে সেখানে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরা ঘটনা জানাজানি হতে দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে ৷ সবমিলিয়ে আগামীর বিশ্বকাপ আয়োজক দেশে এমন ঘটনা ফুটবলের জন্য খারাপ বিজ্ঞাপন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.