তিরুঅনন্তপুরম, 11 জানুয়ারি: নির্যাতন হয়েছে দীর্ঘদিন ধরে। মুখ বুজে সহ্য করেছেন সব। শেষমেশ নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন কেরলের পাথানামথিট্টার 18 বছরের তরুণী। তাঁর অভিযোগ, 5 বছর ধরে 60 জন মিলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে ৷ কোচ, সহপাঠী থেকে অন্য ক্রীড়াবিদ-তালিকায় রয়েছে সকলেই। বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয় ৷ তাতে পরবর্তী সময়ে 6 জন গ্রেফতারও হয়েছে।
এতবছর সমস্তকিছু সহ্য করে এসেছেন ৷ ভয়ে কোনও কথাই কাউকে জানাননি ৷ কিন্তু, তাঁর শারীরিক পরিবর্তন নজরে আসে স্কুলশিক্ষকের। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে বিষয়টি জানানো হয়। কেরলের পাথানামথিট্টার কিশোরী তখন কাউন্সেলিংয়ের সময় প্রথমবারের মতো নিজের উপর হওয়া অত্যাচারের বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, 5 বছর ধরে কোচ, সহপাঠী থেকে ক্রীড়াবিদ-সহ 60 জন মিলে তাঁর বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে ৷ বিষয়টি তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয় ৷
নির্যাতিতার অভিযোগ, এমনকী স্পোর্টস ক্যাম্পে কোচেরাও তাঁকে ধর্ষণ করেছে ৷ এখানেই শেষ নয়, নির্যাতিতা জানান, স্থানীয় বাসিন্দা থেকে ক্লাসমেটরাও যৌন হেনস্থা করেছে তাঁকে ৷ পুলিশ পকসো ধারায় মামলা রুজু করে ও একাধিক পুলিশ স্টেশনে ও এই সংক্রান্ত মামলায় 41 জনের নামে অভিযোগ দায়ের করে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় নাম থাকা 1 জন অন্য এক মামলায় আগে থেকেই জেলে ছিল।
অভিযুক্তরা হল- সুবিন (24), এস সন্দীপ (30), ভিকে ভিনিথ (30), কে আনন্দু (21), এবং শ্রীনি, ওরফে এস সুধি শ্রীনি (24) ৷ সকলেই কেরলের চেন্নিরকারার বাসিন্দা ৷ তাদের মধ্যে সুধি নাবালিকাকে নির্যাতনের আরেকটি মামলায় অভিযুক্ত ও সে বর্তমানে শ্রীঘরে ৷ তবে, পুলিশ এও জানার চেষ্টা চালাচ্ছে যে কিশোরীর অভিযোগ সত্য কি না ৷ আর তা নিশ্চিত করার জন্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা মেয়েটিকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যান। সেখানে তাঁর কাউন্সেলিং করা হয় বলে জানা গিয়েছে।