নয়াদিল্লি, 5 নভেম্বর:সংসদের শীতকালীন অধিবেশনের দিন ঘোষণা হল । 25 নভেম্বর থেকে শুরু হয়ে 20 ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন । সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই খবর জানান ।
মন্ত্রী লেখেন, "ভারত সরকারের সুপারিশ মেনে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন। 25 নভেম্বর থেকে শুরু 20 ডিসেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। " পাশাপাশি 26 নভেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হতে চলেছে সংসদে। 75 বছর আগে এদিনই সংবিধান সরকারিভাবে গৃহীত হয়েছিল। সেই উপলক্ষ্যেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংবিধান সদনের সেন্ট্রাল হলে এই অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ।
সরকারি সূত্রে খবর, এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে চায় কেন্দ্রীয় সরকার । সেই তালিকায় আছে 'এক দেশ এক ভোট' বিল থেকে শুরু করে ওয়াকফ বিল। 'এক দেশ এক ভোট' সংক্রান্ত প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়েছে ।
তাছাড়া মাত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বলেছেন, তাঁর সরকার এক দেশ এক ভোট নিয়ে কাজ করছে। সেদিক থেকে চলতি অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ হতেই পারে। পাশাপাশি ওয়াকফ বিল নিয়েও সরকার যথেষ্ট তৎপর। গঠিত হয়েছে যৌথ সংসদীয় কমিটি । সেই বিচারে ওয়াকফ বিলও পেশ হতেই পারে আসন্ন অধিবেশনে ।
কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলেন, "আমরা এখন এক দেশ এক ভোট নিয়ে কাজ করছি। এই ব্যবস্থা ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করবে। দেশের সম্পদের সর্বোত্তম প্রয়োগও হবে। উন্নত ভারত গড়ার স্বপ্ন অর্জনে আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যাব।" তবে কংগ্রেস দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থার বিরোধিতা করে আসছে । সংসদে এই সংক্রান্ত প্রস্তাব পেশ হলেও যে কংগ্রেসের সাংসদরা বিরোধিতায় সরব হন তা বলাই বাহুল্য ।