পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত-চিনের মধ্যে সেনার প্রহরা ও গবাদি পশুর বিচরণ নিয়ে চুক্তি হয়েছে: রাজনাথ সিং

ভারত ও চিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে চুক্তি নিয়ে কথা বললেন কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ গতকাল এই কথাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

India China Border Pact
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (ছবি সৌজন্য: এএনআই ভিডিয়ো)

By PTI

Published : Oct 24, 2024, 7:42 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: ভারত ও চিনের মধ্যে থাকা আন্তর্জাতিক সীমান্তের যে জায়গাগুলি নিয়ে দু'দেশের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে এবং ঐকমত্যে পৌঁছেছে দু'দেশ ৷ বৃহস্পতিবার চাণক্য ডিফেন্স ডায়লগ অনুষ্ঠানে এমনই বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷

বুধবারই রাশিয়ার কাজান শহরে ব্রিকস গোষ্ঠীর সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপর তিনি এই চুক্তির বিষয়টি সোশাল মিডিয়াতেও জানান ৷ তারপর এদিন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও তাঁর বক্তৃতায় একই কথা জানালেন ৷

তিনি জানান, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কয়েকটি জায়গায় সেনার প্রহরা দেওয়া এবং গবাদি পশুদের বিচরণ নিয়ে আলোচনা হয়েছে এবং ঐকমত্যে পৌঁছেছে দু'দেশ ৷ এই চুক্তি আন্তর্জাতিক মঞ্চে প্রতিরক্ষা বিষয়ে আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি ৷

রাজনাথ সিং বলেন, "প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কয়েকটি নির্দিষ্ট জায়গা নিয়ে ভারত ও চিনের মধ্যে মতভেদ ছিল ৷ এই বিবাদ মেটাতে দুই দেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে নিজেদের মধ্য়ে আলোচনা করেছে ৷ এই কথোপকথনের ফলেই বাস্তবের মাটিতে বৃহত্তর ক্ষেত্রে একমত হয়েছে দু'দেশ ৷ সমানাধিকার এবং পারস্পরিক নিরাপত্তার নীতিতে এই চুক্তি হয়েছে ৷ এর মধ্যে বিভিন্ন জায়গায় সেনার প্রহরা এবং গবাদি পশুদের বিচরণের বিষয় দু'টিও অন্তর্ভুক্ত রয়েছে ৷ এটাই নিরবচ্ছিন্ন আলোচনা চালিয়ে যাওয়ার শক্তি ৷ কারণ আজ হোক বা কাল, সমাধান মিলবেই ৷"

2020 সালের জুন মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ৷ এরপর দু'দেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে ৷ ওই এলাকায় দুই সেনাবাহিনীর মধ্যে প্রহরা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয় ৷ সোমবার বিদেশমন্ত্রক ঘোষণা করে যে এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও চিন ৷ দেসপাং এবং দেমচক এলাকায় প্রহরা দেওয়া নিয়ে সমাধান হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ গতকাল রাশিয়ার কাজান শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে প্রায় 50 মিনিট ধরে বৈঠক হয় ৷

'পারস্পরিক বিশ্বাসই দু'দেশের সম্পর্কের ভিত্তি', জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মোদির

ABOUT THE AUTHOR

...view details