গ্রেটার নয়ডা, 26 নভেম্বর: সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ জীবন্ত অবস্থায় দগ্ধ তিন জন ৷ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার বিটা 2 এলাকায় ৷ খবর পেয়ে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তিন জনকে ৷ তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁরা এই কারখানায় কর্মরত শ্রমিক বলে জানা গিয়েছে ।
পুলিশ জানিয়েছে যে, বিটা 2 থানার অন্তর্গত 4G ফ্যাক্টরির সাইটে আগুন লাগে । এখানে সোফা তৈরির কাজ করা হয় । নিহত তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ নিহতদের শনাক্ত করে তাঁদের পরিচয় জানায় । এদের মধ্যে রয়েছেন মথুরার রায়া থানার বাসিন্দা গুলফাম (23), মাজহার আলম (29), বারসোই থানার কাটিহার বিহার এবং আরহারিয়া বিহারের বাসিন্দা দিলশাদ (24) ৷
এই বিষয়ে গ্রেটার নয়ডার অতিরিক্ত ডিসিপি অশোক কুমার জানান, মৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে । কারখানায় আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন ফায়ার অফিসার ।
কারখানায় আগুন ছড়িয়ে পড়লে শ্রমিকরা পালানোর চেষ্টা করেও সম্ভব হয়নি ৷ শ্রমিকদের চিৎকার কেউ শুনতে পায়নি। আশপাশের লোকজন আগুনের খবর কারখানার মালিককে জানালে, পুলিশ ও ফায়ার ব্রিগেডের দল ঘটনাস্থলে পৌঁছয় । ফায়ার ব্রিগেড ও পুলিশের টিম দেওয়াল ভেঙে শ্রমিকদের বাঁচানোর চেষ্টা করলেও ততক্ষণে তিন শ্রমিকই আগুনে পুড়ে মারা যায় ৷
নিহত গুলফামের পরিবারের বক্তব্য, গুলফাম গত কয়েক বছর ধরে এখানে কাজ করছিলেন । এখানে সোফা তৈরি করা হয় ৷ আজ সকালে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়েছিল ৷ তারপরে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে এখানে কর্মরত তিনজন মারা গিয়েছে । এই গ্যালারি থেকে বের হওয়ার আর কোনও উপায় না-থাকায় কারণে মৃত্যু হয়েছে । আগুনের কারণে আমরা মূল দরজায় পৌঁছতে পারিনি ৷ পিছনে অন্য কোনও দরজা ছিল না । ফলে ভিতরে দগ্ধ হয়ে আগুনে পুড়ে মারা যায় ।
আবে হোসেন জানান, এটি তার ভাগ্নের কারখানা ৷ এই কারখানাটি তিন ভাগে বিভক্ত ৷ যার এক ভাগে সোফা তৈরি করা হয় । তিন জনকে খাবার খাওয়ানোর পর রাত 11টার দিকে তার ভাতিজা এখান থেকে চলে যায় । সকালে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি তিনজন দগ্ধ হয়েছে । কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি ।