মুম্বই, 26 নভেম্বর: নয়া মুখ্যমন্ত্রী নির্বাচনের পথ পরিষ্কার করতে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ মঙ্গলবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণানের হাতে তাঁর ইস্তফাপত্র তুলে দেন শিন্ডে ৷ তাঁর সঙ্গে ছিলেন দুই উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার ৷ আপাতত ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই রাজ্যের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে ৷ 26 নভেম্বর অর্থাৎ আজই বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ৷
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং এনসিপির (অজিত পাওয়ার) মহাযুতি জোট ৷ বিধানসভা নির্বাচনের ফলাফলে এটা স্পষ্ট হলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জলঘোলা চলছে ? সূত্রের খবর, একদিকে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে ফের নিযুক্ত করার দাবি তুলেছেন তাঁর সমর্থকরা ৷ অন্যদিকে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ মুখ্যমন্ত্রী হতে চান বলে শোনা যাচ্ছে ৷
এরই মধ্যে সূত্রের খবর, দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন শিবসেনার বর্তমান সাত সাংসদ এবং প্রাক্তন চার সাংসদ ৷ কেন তাঁরা দেখা করবেন, তা নিয়ে জোর চর্চা চলছে দেশের রাজনৈতিক মহলে ৷
পিটিআই সূত্রে খবর, শিন্ডে সরকারের এক মন্ত্রী দীপক কেসরকার সাংবাদিকদের জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নয়া সরকার দায়িত্ব নেবে ৷ কে মুখ্যমন্ত্রী হবেন ? এর উত্তরে তিনি জানান, সিদ্ধান্ত যাই হোক না কেন, তা চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেই সিদ্ধান্তই গ্রহণ করবেন তাঁরা ৷
এদিকে মহারাষ্ট্রের রাজনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, এমনটাও হতে পারে যে বিজেপি বিধায়ক 2 বছর মুখ্যমন্ত্রী পদে রইলেন ৷ পরবর্তী 2 বছর শিবসেনার বিধায়ককে এবং এক বছর অজিত পাওয়ারের দলকে সেই সুযোগ দেওয়া হল ৷ যদিও এনিয়ে এখনও ঐকমত্যে পৌঁছতে পারেনি বিজেপি, শিন্ডে-সেনা ও এনসিপি ৷
শিবসেনার মুখপাত্র জ্যোতি ওয়াঘমারে ইটিভি ভারতকে জানিয়েছেন, মানুষের দাবি ও ইচ্ছা যে, একনাথ শিন্ডেই ফের মুখ্যমন্ত্রী পদে আসীন হোন ৷ যত দিন যাচ্ছে, ততই এই দাবি জোরালো হচ্ছে ৷ তিনি বলেন, "আমাদের সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে মানুষের এই দাবি ও ইচ্ছের কথা জানাবেন ৷ এছাড়া তাঁদের এলাকায় উন্নয়নের বিষয় নিয়েও আলোচনা হবে ৷"
শিন্ডে শিবিরের মুখপাত্র জ্য়োতি ওয়াঘমারে আরও বলেন, "প্রধানমন্ত্রী এখনও আমাদের সাংসদদের সময় দেননি ৷" কিন্তু তিনি নিশ্চিত যে প্রধানমন্ত্রী নিশ্চয় সময় দেবেন এবং সাংসদদের সঙ্গে বৈঠক করবেন ৷ অন্যদিকে কংগ্রেস থেকে শিন্ডে শিবিরে যোগ দেওয়া মিলিন্দ দেওড়া বলেন, "আমি এবিষয়ে কিছু জানি না ৷ তবে শপথ গ্রহণ অনুষ্ঠান ডিসেম্বরের 1 বা 2 তারিখ হতে পারে ৷
মহাযুতির নেতারা খুব শীঘ্রই শপথ নিয়ে সরকার গঠন করবেন ৷" মহারাষ্ট্রের মহাযুতি সরকার কবে গঠন হয় এবং তার মুখ্যমন্ত্রী নিয়ে সদস্য দলগুলি আদৌ একমত হতে পারেন কি না, তার জন্য মুখিয়ে পুরো দেশ ৷ নাকি ফের মহা-রাজনীতিতে নতুন কোনও আলোড়ন অপেক্ষা করছে ?