পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে বাড়ি ভেঙে মহিলার মৃত্যু, পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী - Houses Collapsed in Varanasi

Two House Collapsed in Varanasi: কাশী বিশ্বনাথ মন্দিরের ইয়েলো জোনে সোমবার গভীর রাতে ধসে পড়েছে দু'টি বাড়ি । ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এক মহিলার মৃত্যু ৷ আহত 9 ৷ আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Houses Collapsed in Varanasi
দুটি বাড়ি ধসে মহিলার মৃত্যু বারাণসীতে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Aug 6, 2024, 1:11 PM IST

বারাণসী, 6 অগস্ট: কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান এক পুলিশ-সহ 10 জন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় এক মহিলার ৷ বাকি 9 জন হাসাপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কাশী বিশ্বনাথ বিশেষ অঞ্চলের অন্তর্ভুক্ত ইয়েলো জোনে ৷ পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

বারাণসী কমিশনার কৌশল রাজ শর্মা বলেছেন, "বিশ্বনাথ মন্দির এলাকার চারপাশে জরাজীর্ণ বাড়িগুলির মেরামতের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ যার মাধ্যমে পরবর্তীকালে এই কাজটি সহজে এগিয়ে নিয়ে যাওয়া যাবে । এর জন্য আলাদা কোনও অনুমতি নিতে হবে না ।" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী সঙ্গে সকালে তাঁর ফোনে কথা হয়েছি ৷ তিনি বারাণসীতে দুটি বাড়ি ধসে পড়ার মর্মান্তিক ঘটনার তথ্য নিয়েছেন । এনডিআরএফ, দমকল, পুলিশ, প্রশাসনের দ্বারা সকলকে উদ্ধার করা হয়েছে ৷ আহতদের চিকিৎসার বিষয়ে মোদিকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । প্রধানমন্ত্রী নিহত মহিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷ আহতদের বিনামূল্যে ও সুচিকিৎসা দেওয়ার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন ।

বর্তমানে উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে । তবে কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট বন্ধ রাখা হয়েছে । 1 ও 2 নম্বর গেট থেকে ভক্তদের প্রবেশ করানো হচ্ছে । জানা গিয়েছে, চক থানা এলাকার খোয়া গলি মোড়ে অবস্থিত দুটি বাড়ি ধসে পড়ে সোমবার গভীর রাতে ৷ তাতে মৃত্যু হয় প্রেমলতা গুপ্তার (45) এবং নয় জন আহত হন । পুলিশ বলেছে, খোয়া গলি মোড়ে ভেঙে পড়া বাড়িগুলির মালিক রাজেশ গুপ্তা এবং মণীশ গুপ্তা । বাড়িগুলির বয়স প্রায় 70 বছর । পাশাপাশি অবস্থিত দুটি বাড়ি ধসে পড়ে । এনডিআরএফ ও স্থানীয় পুলিশ সকালেই 10 জনকে উদ্ধার করে ৷ এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details