ETV Bharat / bharat

ওয়েনাড়ের ভূমিধসের উদ্ধারকার্যে কয়েকশো কোটি চাইল বায়ুসেনা ! - WAYANAD LANDSLIDE RESCUE IAF BILL

ওয়েনাড়ের ভয়াবহ ভূমিধসের সময় উদ্ধারকার্য চালিয়েছে ভারতীয় বায়ুসেনা ৷ সেই কাজের বিল কেরল সরকারকে পাঠাল কেন্দ্রীয় সরকার ৷

Kerala Wayanad Landslide Tragedy
ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়েনাড় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2024, 8:43 PM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকারকে 120 কোটি টাকা মকুব করার কথা জানাল কেরল হাইকোর্ট ৷ 30 জুলাই ওয়েনাড়ের ভূমিধসে ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যে ত্রাণকার্য চালিয়েছে তার জন্য কেরল সরকারকে কোটি কোটি টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র ৷ শুধু ওয়েনাড় নয়, 2006 সাল থেকে কেরলের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বায়ুসেনা, এসডিআরএফ যে ত্রাণ কার্য চালিয়েছে তাতে সব মিলিয়ে কেরল সরকারকে 132.61 কোটি টাকার বিল ধরিয়েছে বিজেপি সরকার ৷

এই বিল রাজ্যের কাছে এমন সময় এসেছে, যখন বারংবার কেরল সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ চেয়ে দরবার করছে ৷ চলতি বছরের ভয়াবহ ভূমিধসে ওয়েনাড়ে তিনটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷ নদী গতিপথ বদলে ফেলেছে ৷ বহু মানুষ ঘরবাড়ি, পরিবার সব হারিয়ে কার্যত পথে বসেছে ৷ শীতকালীন অধিবেশনে ওয়েনাড়ের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি অন্য সাংসদদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 2 হাজার কোটি টাকার অর্থ সাহায্যের আর্জি জানিয়েছেন ৷

এমন সময় এই বিল পেয়ে স্তম্ভিত কেরলের অর্থ মন্ত্রী কেএন বালাগোপাল ৷ গত রবিবার, 15 ডিসেম্বর কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, "সরকার ক্ষতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে ৷" অন্যদিকে কেরলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "সব রাজ্য সরকারই নিয়মিত উদ্ধার কার্যের জন্য ভারতীয় বায়ুসেনার বকেয়া মিটিয়ে দেয় ৷ "

22 অক্টোবর তারিখে 'সেটলমেন্ট অফ আউটস্ট্যান্ডিং এয়ারলিফ্ট চার্জেস' শীর্ষক চিঠিটি তৎকালীন মুখ্যসচিব ভি ভেনুর কার্যালয় গ্রহণ করে 2 নভেম্বর ৷ এই বিলে 2018 সালের বন্যায় উদ্ধারকার্য থেকে শুরু করে ওয়েনাড়ের ভূমিধসে বায়ুসেনার উদ্ধার অভিযানের জন্য 13 কোটিরও বেশি টাকা ধার্য করা হয়েছে, যা কেরলের পিনারাই বিজয়ন সরকার কেন্দ্রকে দিতে পারেনি ৷

এদিন হাইকোর্টের বিচারপতি একে জয়শঙ্করণ নামবিয়ার এবং বিচারপতি এশ্বারন এস-এর বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি ভারতীয় বায়ুসেনার ত্রাণকার্যের 120 কোটি টাকা মকুব করে দেয়, তাহলে সেই টাকা ওয়েনাড়ের পুনর্বাসনের কাজে ব্যবহার করা যাবে ৷ এই মর্মে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জানায়, আপাতত 120 কোটি টাকা মকুবের অনুমতি দেওয়া হোক ৷ পাশাপাশি রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ, এনডিআরএফ) সংক্রান্ত নিয়মকানুন শিথিল করার কথাও জানিয়েছে আদালত ৷

বেঞ্চ বলে, "এটা একটা মহৎ উদ্দেশ্যের জন্য ৷ সরকারের কোনও অসুবিধা হওয়া উচিত নয় ৷" এদিন শুনানির সময় বেঞ্চ আরও জানায়, রাজ্য যখন কেন্দ্রীয় সরকারের কাছে ওয়েনাড়ের পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য চাইছে, ঠিক তারপরেই অক্টোবরে এয়ারলিফ্টের জন্য 132 কোটির বিল পাঠানোটা মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল ৷ "

এদিন আদালত আরও জানায়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) খাতে রাজ্যের কাছে 61 কোটি টাকা আছে ৷ এর সঙ্গে 120 কোটি টাকা যদি মকুব করা হয়, তাহলে কেরল সরকার মোট 180 কোটি টাকা এখনই ওয়েনাড়ের বিপর্যস্ত মানুষদের পুনর্বাসনে ব্যবহার করতে পারবে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী জানান, সাময়িক এই বিল মকুবের জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন ৷ তখন বেঞ্চ কেন্দ্রের মোদি সরকারকে বিষয়টি বিবেচনা করে দেখতে বলে ৷ ওয়েনাড়ের ভূমিধস বিষয়ে একটি মামলা শুনছিল আদালত ৷ এই মামলার পরবর্তী শুনানি 2025 সালের 10 জানুয়ারি ৷

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে আর্জি সাংসদ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: মানবিকতার খাতিরে কেন্দ্রীয় সরকারকে 120 কোটি টাকা মকুব করার কথা জানাল কেরল হাইকোর্ট ৷ 30 জুলাই ওয়েনাড়ের ভূমিধসে ভারতীয় বায়ুসেনা, এনডিআরএফ ও এসডিআরএফ যে ত্রাণকার্য চালিয়েছে তার জন্য কেরল সরকারকে কোটি কোটি টাকার বিল পাঠিয়েছে কেন্দ্র ৷ শুধু ওয়েনাড় নয়, 2006 সাল থেকে কেরলের বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বায়ুসেনা, এসডিআরএফ যে ত্রাণ কার্য চালিয়েছে তাতে সব মিলিয়ে কেরল সরকারকে 132.61 কোটি টাকার বিল ধরিয়েছে বিজেপি সরকার ৷

এই বিল রাজ্যের কাছে এমন সময় এসেছে, যখন বারংবার কেরল সরকার কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ চেয়ে দরবার করছে ৷ চলতি বছরের ভয়াবহ ভূমিধসে ওয়েনাড়ে তিনটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ৷ নদী গতিপথ বদলে ফেলেছে ৷ বহু মানুষ ঘরবাড়ি, পরিবার সব হারিয়ে কার্যত পথে বসেছে ৷ শীতকালীন অধিবেশনে ওয়েনাড়ের নবনির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি অন্য সাংসদদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে 2 হাজার কোটি টাকার অর্থ সাহায্যের আর্জি জানিয়েছেন ৷

এমন সময় এই বিল পেয়ে স্তম্ভিত কেরলের অর্থ মন্ত্রী কেএন বালাগোপাল ৷ গত রবিবার, 15 ডিসেম্বর কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, "সরকার ক্ষতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে ৷" অন্যদিকে কেরলের প্রাক্তন বিজেপি সাংসদ তথা মন্ত্রী রাজীব চন্দ্রশেখর সোশাল মিডিয়ায় জানিয়েছেন, "সব রাজ্য সরকারই নিয়মিত উদ্ধার কার্যের জন্য ভারতীয় বায়ুসেনার বকেয়া মিটিয়ে দেয় ৷ "

22 অক্টোবর তারিখে 'সেটলমেন্ট অফ আউটস্ট্যান্ডিং এয়ারলিফ্ট চার্জেস' শীর্ষক চিঠিটি তৎকালীন মুখ্যসচিব ভি ভেনুর কার্যালয় গ্রহণ করে 2 নভেম্বর ৷ এই বিলে 2018 সালের বন্যায় উদ্ধারকার্য থেকে শুরু করে ওয়েনাড়ের ভূমিধসে বায়ুসেনার উদ্ধার অভিযানের জন্য 13 কোটিরও বেশি টাকা ধার্য করা হয়েছে, যা কেরলের পিনারাই বিজয়ন সরকার কেন্দ্রকে দিতে পারেনি ৷

এদিন হাইকোর্টের বিচারপতি একে জয়শঙ্করণ নামবিয়ার এবং বিচারপতি এশ্বারন এস-এর বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি ভারতীয় বায়ুসেনার ত্রাণকার্যের 120 কোটি টাকা মকুব করে দেয়, তাহলে সেই টাকা ওয়েনাড়ের পুনর্বাসনের কাজে ব্যবহার করা যাবে ৷ এই মর্মে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে জানায়, আপাতত 120 কোটি টাকা মকুবের অনুমতি দেওয়া হোক ৷ পাশাপাশি রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ, এনডিআরএফ) সংক্রান্ত নিয়মকানুন শিথিল করার কথাও জানিয়েছে আদালত ৷

বেঞ্চ বলে, "এটা একটা মহৎ উদ্দেশ্যের জন্য ৷ সরকারের কোনও অসুবিধা হওয়া উচিত নয় ৷" এদিন শুনানির সময় বেঞ্চ আরও জানায়, রাজ্য যখন কেন্দ্রীয় সরকারের কাছে ওয়েনাড়ের পুনর্বাসনের জন্য আর্থিক সাহায্য চাইছে, ঠিক তারপরেই অক্টোবরে এয়ারলিফ্টের জন্য 132 কোটির বিল পাঠানোটা মনস্তাত্ত্বিক চাপ বাড়ানোর কৌশল ৷ "

এদিন আদালত আরও জানায়, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) খাতে রাজ্যের কাছে 61 কোটি টাকা আছে ৷ এর সঙ্গে 120 কোটি টাকা যদি মকুব করা হয়, তাহলে কেরল সরকার মোট 180 কোটি টাকা এখনই ওয়েনাড়ের বিপর্যস্ত মানুষদের পুনর্বাসনে ব্যবহার করতে পারবে ৷

কেন্দ্রীয় সরকারের তরফে আইনজীবী জানান, সাময়িক এই বিল মকুবের জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন ৷ তখন বেঞ্চ কেন্দ্রের মোদি সরকারকে বিষয়টি বিবেচনা করে দেখতে বলে ৷ ওয়েনাড়ের ভূমিধস বিষয়ে একটি মামলা শুনছিল আদালত ৷ এই মামলার পরবর্তী শুনানি 2025 সালের 10 জানুয়ারি ৷

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা হোক, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে আর্জি সাংসদ প্রিয়াঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.