নয়াদিল্লি, 21 জুন: "প্রতি বছর সাধারণ মানুষের করের টাকায় প্রধানমন্ত্রী 'পরীক্ষা পে চর্চা' ইভেন্ট ম্যানেজমেন্ট করেন ৷ এদিকে জাতীয় স্তরে সারা ভারতে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করতে পারেন না", মোদি সরকারকে কটাক্ষ করে বললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ৷
পরীক্ষার একদিন পর বাতিল হয়েছে 2024 সালের ইউজিসি-নেট পরীক্ষা ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিক বৈঠকে পরিষ্কার স্বীকার করে নিয়েছেন, "এই পরীক্ষার প্রশ্নপত্র ডার্কনেটে ফাঁস হয়ে গিয়েছে ৷ তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷" ইউজিসি-নেট পরীক্ষার পাশাপাশি মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা ইউজি-নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা সামনে এসেছে ৷ এদিন মন্ত্রী দু'টি পরীক্ষায় বেনিয়মের কথা স্বীকার করে নিয়েছেন এবং পরীক্ষা পদ্ধতি শুধরে নিতে হবে বলেও জানিয়েছেন ৷
এর প্রেক্ষিতে শুক্রবার সাগরিকা ঘোষ মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় মোদি সরকারের প্রশাসনিক খামতি ধরা পড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে তিনি আধিকারিকদের পদত্যাগ দাবি করেছেন ৷ নেট ও নিট দুর্নীতিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা খতিয়ে দেখতে উচ্চস্তরীয় কমিটি গঠনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ৷ এই কমিটি গঠন যথেষ্ট নয় বলে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সাগরিকা ৷