পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাঘের সঙ্গে খেলায় মেতে হরিণ ! এমন দৃশ্য দেখে হতবাক সকলেই - DEER TIGER VIRAL VIDEO

একজন শিকার। অন্যজন শিকারি। কিন্তু শিকারির শিকারের প্রতি কোনও ভ্রুক্ষেপই নেই ৷ শিকারের সঙ্গে খেলা ও খুনসুটিতে মজেছে শিকারি ৷ দেখুন বাঘ-হরিণের খেলা।

DEER TIGER VIRAL VIDEO
একজন শিকার, অন্যজন শিকারি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2024, 8:36 PM IST

সিওনি (মধ্যপ্রদেশ), 11 নভেম্বর:সাধারণত হরিণ বাঘের প্রিয় খাদ্যের মধ্যে একটি ৷ সেই প্রিয় খাদ্যকে সাবাড় না করে তার সঙ্গেই খেলা করছে বাঘ ! পড়ে নিশ্চয়ই অবাক লাগছে ৷ কিন্তু অবাক হলেও এটাই সত্য়ি ৷ মধ্যপ্রদেশের সিওনিরপেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে একটি বাঘ ও হরিণের মধ্যে এমন দৃশ্য দেখে হতবাক বিশ্ব ৷

ভিডিয়োয় দেখা গিয়েছে, বাঘটি একটি ছোট চিতলের পিছু পিছু দৌড়চ্ছে ৷ কিন্তু তার শরীরে থাবা বসাচ্ছে না ৷ তাকে আবার চলে যেতেও দিচ্ছে না ৷ পাশাপাশি সাফারি করা পর্যটকরা খানিক দূরে থাকলেও বাঘটি একটু ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে ৷

পেঞ্চ ন্যাশনাল পার্কে এই ঘটনা কখনও যে ঘটতে পারে তা আগে কেউ ভাবেননি ৷ তবে তাঁদের সকলকে অবাক করে দিয়ে ঘটেছে এমনটাই। টাইগার রিজার্ভের প্রকৃতিবিদ ও ফটোগ্রাফার ইমরান খান বাঘ হরিণের ওই খুনসুটির দৃশ্য ক্যামেরায় বন্দি করেন ৷ টাইগার রিজার্ভ কেন্দ্র বলে বেশ কয়েকজন পর্যটকও ছিলেন ৷ তাঁরাও বাঘ-হরিণের খেলা নিজেদের ফোনে বন্দি করেন ৷ যদিও ইমরান খানই এই ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ নেটাগরিকদের এই ভিডিয়ো ইতিমধ্যেই মন কেড়েছে ৷

বাঘের সঙ্গে খেলা করছে হরিণ (ইটিভি ভারত)

পেঞ্চ টাইগার রিজার্ভের বন্যপ্রাণী ফটোগ্রাফার ইমরান খান আরও বলেন, "সাফারির সময় আমি পর্যটকদের সঙ্গে এই দৃশ্যটি দেখতে পাই ৷ অনেকেই ঘটনার ভিডিয়ো করেন ৷ এমন দৃশ্য আমরা সচরাচর দেখি না ৷ স্বভাবতই বাঘ, হরিণকে শিকার করে ৷ সেইসঙ্গে তখন দুই প্রাণীর মধ্যে ব্যাপক ধস্তাধস্তিও হয় ৷ তবে এদিনের ঘটনা আশ্চর্যজনক।

  • মধ্যপ্রদেশের পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র

সিওনির পেঞ্চ টাইগার রিজার্ভের খ্যাতি সারা বিশ্বে ৷ এটি সাফারি পর্যটকদের প্রথম সারির পছন্দের জায়গা বলেও ধরে নেওয়া হয় ৷ দূর-দূরান্ত থেকে পর্যটকরা এখানে বাঘ দেখতে আসেন। রবিবার, 10 অক্টোবর জঙ্গল সাফারিতে পেঞ্চ ন্যাশনাল পার্কের খাওয়াসা বাফার জোনে একটি জুগনি বাঘ চিতল হরিণের শাবকের সঙ্গে খেলতে দেখা যায় ৷ যা দেখে অবাক অনেকেই ৷

ABOUT THE AUTHOR

...view details