ETV Bharat / bharat

উরস উৎসবে আজমেঢ় শরিফে প্রধানমন্ত্রীর পাঠানো চাদর চড়ালেন রিজিজু - AJMER SHARIF DARGAH

একই সঙ্গে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু আজমেঢ় শরিফের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং 'গরিব নওয়াজ' নামে নতুন মোবাইল অ্যাপও চালু করেন ৷

Kiren Rijiju Offers Chadar
আজমেঢ় শরিফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া চাদর চড়ালেন কিরেণ রিজিজু (ছবি সূত্র- কেন্দ্রীয় মন্ত্রীর এক্স পোস্ট)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2025, 5:39 PM IST

নয়াদিল্লি, 4 জানুয়ারি: আজ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উৎসব ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাদর পাঠালেন আজমেঢ় শরিফ দরগায় ৷ সেই চাদর শনিবার আজমেঢ় শরিফ দরগায় চড়়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এ দিন সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে সড়কপথে আজমেঢ় শরিফে যান । এরপর দরগায় গিয়ে চাদর অর্পণ করেন । চাদর চড়ানোর পাশাপাশি শনিবার কেন্দ্রীয় মন্ত্রী আজমেঢ় শরিফের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং 'গরিব নওয়াজ' নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেন ৷ যার লক্ষ্য হল, ভক্তদের সুবিধার্থে এবং উরস উদযাপনের সময় সমন্বয় আরও ভালো করা ।

Kiren Rijiju Offers Chadar
রাজস্থানে টুপি পরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানো হল (ইটিভি ভারত)

জয়পুর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, ‘‘উরসের সময় 'গরিব নওয়াজ'-এর দরগায় যাওয়া আমাদের দেশের পুরনো ঐতিহ্য ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেওয়া চাদর চড়ানোর সুযোগ পেয়েছি । এই বার্তাটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের । দেশে একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ থাকা উচিত এবং প্রতিটি স্তরের মানুষের একসঙ্গে বসবাস করা উচিত । এই প্রার্থনা নিয়েই আজমেঢ় শরিফে চাদর চড়ানো ।"

কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেন্দ্র সিং রাওয়াতও এ দিন কিরেন রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন ৷ রিজিজু বলেন, ‘‘উরস উৎসব উপলক্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ 'গরিব নওয়াজ'-এর কাছে আশীর্বাদ চান । প্রধানমন্ত্রী মোদির তরফে দেওয়া চাদর চড়ানো মানে পুরো দেশের মানুষের হয়ে তা নিবেদন । আজমেঢ় শরিফ দরগায় যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । আমরা এটি কাটিয়ে উঠতে নতুন কিছু শুরু করার চেষ্টা করছি ৷"

Kiren Rijiju Offers Chadar
আজমেঢ় শরিফ দরগায় কিরেণ রিজিজু (ইটিভি ভারত)

আজমেঢ় শরিফের অনুষ্ঠানের আগে কিরেণ রিজিজু শুক্রবার নয়াদিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন করেন । রিজিজু বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাজা মঈনুদ্দিন চিস্তির উরসে আজমেঢ় শরিফ দরগায় চড়ানোর জন্য চাদর দিয়েছেন ৷"

উল্লেখ্য, 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদি এই নিয়ে টানা 11 বছর আজমেঢ় শরিফে চাদর পাঠালেন ৷ গত বছর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তাঁর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি দল চাদরটি চড়িয়েছিলেন ৷

আজমেঢ় শরিফের প্রধানের উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ এই পদক্ষেপের মাধ্যমে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা সম্মান' আদর্শের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকাশ পাচ্ছে বলে তিনি জানিয়েছেন ।

Kiren Rijiju Offers Chadar
উরস উৎসবে কিরেণ রিজিজু (ইটিভি ভারত)

সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি বলেন, "1947 সাল থেকে শুরু হওয়া এই প্রথা দেশের প্রতিটি প্রধানমন্ত্রীই বহাল রেখেছেন । 2014 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্তি এবং শ্রদ্ধার চিহ্ন হিসাবে ধারাবাহিকভাবে এই চাদর পাঠিয়ে আসছেন । এই পদক্ষেপ সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সুফি সাধকদের সম্মান করার বিষয়ে ভারতের সংস্কৃতিকে তুলে ধরে ৷"

Kiren Rijiju Offers Chadar
আজমেঢ় শরিফ দরগা (ইটিভি ভারত)

আজমেঢ় শরিফ দরগা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সুফি মাজার, যা সারা বিশ্বের তীর্থযাত্রীদের কাছে বহুল পরিচিত । খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উপলক্ষে এই বছর দিনটি উদযাপনের লক্ষ্য হল, সুফি সাধকের উত্তরাধিকারকে সম্মান করা ৷ পাশাপাশি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে উপস্থিতদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করা ।

(এজেন্সি ইনপুট সহ)

নয়াদিল্লি, 4 জানুয়ারি: আজ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উৎসব ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাদর পাঠালেন আজমেঢ় শরিফ দরগায় ৷ সেই চাদর শনিবার আজমেঢ় শরিফ দরগায় চড়়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷

কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এ দিন সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে সড়কপথে আজমেঢ় শরিফে যান । এরপর দরগায় গিয়ে চাদর অর্পণ করেন । চাদর চড়ানোর পাশাপাশি শনিবার কেন্দ্রীয় মন্ত্রী আজমেঢ় শরিফের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং 'গরিব নওয়াজ' নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেন ৷ যার লক্ষ্য হল, ভক্তদের সুবিধার্থে এবং উরস উদযাপনের সময় সমন্বয় আরও ভালো করা ।

Kiren Rijiju Offers Chadar
রাজস্থানে টুপি পরিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানানো হল (ইটিভি ভারত)

জয়পুর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, ‘‘উরসের সময় 'গরিব নওয়াজ'-এর দরগায় যাওয়া আমাদের দেশের পুরনো ঐতিহ্য ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেওয়া চাদর চড়ানোর সুযোগ পেয়েছি । এই বার্তাটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের । দেশে একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ থাকা উচিত এবং প্রতিটি স্তরের মানুষের একসঙ্গে বসবাস করা উচিত । এই প্রার্থনা নিয়েই আজমেঢ় শরিফে চাদর চড়ানো ।"

কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেন্দ্র সিং রাওয়াতও এ দিন কিরেন রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন ৷ রিজিজু বলেন, ‘‘উরস উৎসব উপলক্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ 'গরিব নওয়াজ'-এর কাছে আশীর্বাদ চান । প্রধানমন্ত্রী মোদির তরফে দেওয়া চাদর চড়ানো মানে পুরো দেশের মানুষের হয়ে তা নিবেদন । আজমেঢ় শরিফ দরগায় যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । আমরা এটি কাটিয়ে উঠতে নতুন কিছু শুরু করার চেষ্টা করছি ৷"

Kiren Rijiju Offers Chadar
আজমেঢ় শরিফ দরগায় কিরেণ রিজিজু (ইটিভি ভারত)

আজমেঢ় শরিফের অনুষ্ঠানের আগে কিরেণ রিজিজু শুক্রবার নয়াদিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন করেন । রিজিজু বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাজা মঈনুদ্দিন চিস্তির উরসে আজমেঢ় শরিফ দরগায় চড়ানোর জন্য চাদর দিয়েছেন ৷"

উল্লেখ্য, 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদি এই নিয়ে টানা 11 বছর আজমেঢ় শরিফে চাদর পাঠালেন ৷ গত বছর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তাঁর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি দল চাদরটি চড়িয়েছিলেন ৷

আজমেঢ় শরিফের প্রধানের উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ এই পদক্ষেপের মাধ্যমে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা সম্মান' আদর্শের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকাশ পাচ্ছে বলে তিনি জানিয়েছেন ।

Kiren Rijiju Offers Chadar
উরস উৎসবে কিরেণ রিজিজু (ইটিভি ভারত)

সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি বলেন, "1947 সাল থেকে শুরু হওয়া এই প্রথা দেশের প্রতিটি প্রধানমন্ত্রীই বহাল রেখেছেন । 2014 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্তি এবং শ্রদ্ধার চিহ্ন হিসাবে ধারাবাহিকভাবে এই চাদর পাঠিয়ে আসছেন । এই পদক্ষেপ সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সুফি সাধকদের সম্মান করার বিষয়ে ভারতের সংস্কৃতিকে তুলে ধরে ৷"

Kiren Rijiju Offers Chadar
আজমেঢ় শরিফ দরগা (ইটিভি ভারত)

আজমেঢ় শরিফ দরগা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সুফি মাজার, যা সারা বিশ্বের তীর্থযাত্রীদের কাছে বহুল পরিচিত । খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উপলক্ষে এই বছর দিনটি উদযাপনের লক্ষ্য হল, সুফি সাধকের উত্তরাধিকারকে সম্মান করা ৷ পাশাপাশি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে উপস্থিতদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করা ।

(এজেন্সি ইনপুট সহ)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.