নয়াদিল্লি, 4 জানুয়ারি: আজ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উৎসব ৷ সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চাদর পাঠালেন আজমেঢ় শরিফ দরগায় ৷ সেই চাদর শনিবার আজমেঢ় শরিফ দরগায় চড়়ালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ৷
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এ দিন সকালে জয়পুর বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে সড়কপথে আজমেঢ় শরিফে যান । এরপর দরগায় গিয়ে চাদর অর্পণ করেন । চাদর চড়ানোর পাশাপাশি শনিবার কেন্দ্রীয় মন্ত্রী আজমেঢ় শরিফের অফিসিয়াল ওয়েব পোর্টাল এবং 'গরিব নওয়াজ' নামে নতুন মোবাইল অ্যাপ চালু করেন ৷ যার লক্ষ্য হল, ভক্তদের সুবিধার্থে এবং উরস উদযাপনের সময় সমন্বয় আরও ভালো করা ।
জয়পুর বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, ‘‘উরসের সময় 'গরিব নওয়াজ'-এর দরগায় যাওয়া আমাদের দেশের পুরনো ঐতিহ্য ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেওয়া চাদর চড়ানোর সুযোগ পেয়েছি । এই বার্তাটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের । দেশে একটি সম্প্রীতিপূর্ণ পরিবেশ থাকা উচিত এবং প্রতিটি স্তরের মানুষের একসঙ্গে বসবাস করা উচিত । এই প্রার্থনা নিয়েই আজমেঢ় শরিফে চাদর চড়ানো ।"
কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী এবং রাজস্থানের জলসম্পদ মন্ত্রী সুরেন্দ্র সিং রাওয়াতও এ দিন কিরেন রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন ৷ রিজিজু বলেন, ‘‘উরস উৎসব উপলক্ষে সমস্ত সম্প্রদায়ের মানুষ 'গরিব নওয়াজ'-এর কাছে আশীর্বাদ চান । প্রধানমন্ত্রী মোদির তরফে দেওয়া চাদর চড়ানো মানে পুরো দেশের মানুষের হয়ে তা নিবেদন । আজমেঢ় শরিফ দরগায় যাওয়ার সময় লক্ষ লক্ষ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় । আমরা এটি কাটিয়ে উঠতে নতুন কিছু শুরু করার চেষ্টা করছি ৷"
আজমেঢ় শরিফের অনুষ্ঠানের আগে কিরেণ রিজিজু শুক্রবার নয়াদিল্লিতে হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শন করেন । রিজিজু বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খাজা মঈনুদ্দিন চিস্তির উরসে আজমেঢ় শরিফ দরগায় চড়ানোর জন্য চাদর দিয়েছেন ৷"
Greetings on the Urs of Khwaja Moinuddin Chishti. May this occasion bring happiness and peace into everyone’s lives. https://t.co/vKZDwEROli
— Narendra Modi (@narendramodi) January 2, 2025
উল্লেখ্য, 2014 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে নরেন্দ্র মোদি এই নিয়ে টানা 11 বছর আজমেঢ় শরিফে চাদর পাঠালেন ৷ গত বছর তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং তাঁর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি দল চাদরটি চড়িয়েছিলেন ৷
#WATCh | Delhi | Union Minister for Minority Affairs Kiren Rijiju says, " i bring the chadar that pm modi has handed over to me for ajmer sharif dargah... we all prayed and sought blessings. we are going there with pm modi's message of brotherhood and for peace in the country...… https://t.co/vnMotKs6JZ pic.twitter.com/SrmgxZr1x1
— ANI (@ANI) January 3, 2025
আজমেঢ় শরিফের প্রধানের উত্তরসূরি এবং অল ইন্ডিয়া সুফি সাজ্জাদানশিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ এই পদক্ষেপের মাধ্যমে 'সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা সম্মান' আদর্শের প্রতি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকাশ পাচ্ছে বলে তিনি জানিয়েছেন ।
সৈয়দ নাসেরউদ্দিন চিস্তি বলেন, "1947 সাল থেকে শুরু হওয়া এই প্রথা দেশের প্রতিটি প্রধানমন্ত্রীই বহাল রেখেছেন । 2014 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভক্তি এবং শ্রদ্ধার চিহ্ন হিসাবে ধারাবাহিকভাবে এই চাদর পাঠিয়ে আসছেন । এই পদক্ষেপ সমস্ত ধর্ম, সম্প্রদায় এবং সুফি সাধকদের সম্মান করার বিষয়ে ভারতের সংস্কৃতিকে তুলে ধরে ৷"
আজমেঢ় শরিফ দরগা ভারতের অন্যতম উল্লেখযোগ্য সুফি মাজার, যা সারা বিশ্বের তীর্থযাত্রীদের কাছে বহুল পরিচিত । খাজা মঈনুদ্দিন চিস্তির 813তম উরস উপলক্ষে এই বছর দিনটি উদযাপনের লক্ষ্য হল, সুফি সাধকের উত্তরাধিকারকে সম্মান করা ৷ পাশাপাশি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে উপস্থিতদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করা ।
(এজেন্সি ইনপুট সহ)