ETV Bharat / bharat

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম 4 মাওবাদী, শহিদ এক ডিআরজি জওয়ান - CHHATTISGARH ABUJHMAD ENCOUNTER

শনিবার গভীর রাতে দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার সীমান্তে আবুজমাদের জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই হয়।

Chhattisgarh Encounter
ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম 4 মাওবাদী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 12:54 PM IST

নারায়ণপুর/দান্তেওয়াড়া, 5 জানুয়ারি: শনিবার গভীর রাতে দক্ষিণ আবুজমাদ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনী ইউনিফর্ম পরা 4 মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে সেনা জওয়ানরা। পাশাপাশি, দান্তেওয়াড়া এলাকায় চলা এনকাউন্টারের সময় মাওবাদীদের গুলিতে ডিআরজি-এর এক জওয়ানও শহীদ হয়েছেন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এই খবর জানিয়েছেন।

আবুঝমাদ এনকাউন্টারে নিহত 4 মাওবাদী: শনিবার রাতে, নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কোন্ডাগাঁও জেলার ডিআরজি এবং এসটিএফ-এর একটি যৌথ বাহিনী মাওবাদী বিরোধী তল্লাশি অভিযানের জন্য আবুজহমাদ এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। এই সময় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ওই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটানা গুলির লড়াই চলে। এই এনকাউন্টারের পরে, তল্লাশি অভিযান চলাকালীন, নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনী ইউনিফর্ম পরা 4 জন মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করেছে। তল্লাশির সময়, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে AK 47, SLR-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করেছে।

দান্তেওয়াড়া ডিআরজি জওয়ান শহিদ: দান্তেওয়াড়া ডিআরজি-র হেড কনস্টেবল সান্নু করম শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা মাওবাদী বিরোধী অভিযান চলাকালীন এনকাউন্টারে শহিদ হন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, ঘটনাস্থল ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ নিরাপত্তা বাহিনী।

2025 সালের দ্বিতীয় মাওবাদী এনকাউন্টার: এটি 2025 সালে ছত্তিশগড়ে হওয়া দ্বিতীয় এনকাউন্টার। এর আগে 3 জানুয়ারি ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই হয়। যেখানে নিরাপত্তা বাহিনী 3 জন মাওবাদীকে খতম করে।

আরও পড়ুন
বাহিনীর যৌথ অভিযানে বিজাপুরে ধৃত আটজন মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
অবুঝমাড়ের গভীর জঙ্গলে এনকাউন্টার, নিহত 7 মাওবাদী

নারায়ণপুর/দান্তেওয়াড়া, 5 জানুয়ারি: শনিবার গভীর রাতে দক্ষিণ আবুজমাদ এলাকায় নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টার চলাকালীন নিরাপত্তা বাহিনী ইউনিফর্ম পরা 4 মাওবাদীর মৃতদেহ উদ্ধার করেছে সেনা জওয়ানরা। পাশাপাশি, দান্তেওয়াড়া এলাকায় চলা এনকাউন্টারের সময় মাওবাদীদের গুলিতে ডিআরজি-এর এক জওয়ানও শহীদ হয়েছেন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই এই খবর জানিয়েছেন।

আবুঝমাদ এনকাউন্টারে নিহত 4 মাওবাদী: শনিবার রাতে, নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর, কোন্ডাগাঁও জেলার ডিআরজি এবং এসটিএফ-এর একটি যৌথ বাহিনী মাওবাদী বিরোধী তল্লাশি অভিযানের জন্য আবুজহমাদ এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। এই সময় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ওই দিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একটানা গুলির লড়াই চলে। এই এনকাউন্টারের পরে, তল্লাশি অভিযান চলাকালীন, নিরাপত্তা বাহিনী এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনী ইউনিফর্ম পরা 4 জন মাওবাদীদের মৃতদেহ উদ্ধার করেছে। তল্লাশির সময়, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে AK 47, SLR-এর মতো স্বয়ংক্রিয় অস্ত্রও উদ্ধার করেছে।

দান্তেওয়াড়া ডিআরজি জওয়ান শহিদ: দান্তেওয়াড়া ডিআরজি-র হেড কনস্টেবল সান্নু করম শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা মাওবাদী বিরোধী অভিযান চলাকালীন এনকাউন্টারে শহিদ হন। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, ঘটনাস্থল ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথ নিরাপত্তা বাহিনী।

2025 সালের দ্বিতীয় মাওবাদী এনকাউন্টার: এটি 2025 সালে ছত্তিশগড়ে হওয়া দ্বিতীয় এনকাউন্টার। এর আগে 3 জানুয়ারি ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই হয়। যেখানে নিরাপত্তা বাহিনী 3 জন মাওবাদীকে খতম করে।

আরও পড়ুন
বাহিনীর যৌথ অভিযানে বিজাপুরে ধৃত আটজন মাওবাদী, উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
অবুঝমাড়ের গভীর জঙ্গলে এনকাউন্টার, নিহত 7 মাওবাদী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.