কলকাতা, 7 জানুয়ারি: আশা জাগিয়ে শুরু করেও বঙ্গে শীত তার প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ। উত্তুরে হাওয়ার দেখা মিলছে বিক্ষিপ্তভাবে। ফলে ঠান্ডার ওঠা-নামায় শীত অধরা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের অবাধ প্রবেশে বাধা। গত দু'দিনের তুলনায় পূর্বাভাস মতো ঠান্ডার কামড় কম। তবে শিরশিরানি যথেষ্ট। বৃষ্টি এবং তুষারপাতে রাজ্যের পার্বত্য অঞ্চলের উপরিভাগে।
বঙ্গে ঠান্ডার আমেজ কবে?
আলিপুর আবহাওয়া দফতর আগেই বলেছিল স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ আরও বাড়বে তাপমাত্রা। আগামিকাল, বুধবারের পর স্বাভাবিকের কাছাকাছি পারদ নামলেও জাঁকিয়ে শীত বা কনকনে ঠান্ডার সম্ভাবনা আপাতত নেই। আগামী 2-3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কোথাও আজ কোথাও আবার আগামিকাল থেকে তাপমাত্রা ফের কমতে পারে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে গেলেও ঠান্ডার শিরশিরানি থাকছে। চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ পৌষমাসের শেষে ঠান্ডা হয়তো ফিরবে, তবে তা হাড়কাঁপানো নয়।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস
গতকালের পর আজ রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্যই ঘন কুয়াশার সতর্কতা রাজ্যর প্রায় সব জেলাতেই। আগামিকাল এবং পরশু থেকে কুয়াশার দাপট কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গেও কলকাতা-সহ বেশকিছু জেলায় কুয়াশার দাপট থাকবে। আজ কুয়াশার দাপট বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাত আজ, মঙ্গলবার। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা থাকবে না। উত্তরবঙ্গে সব জেলাতেই ঘন কুয়াশায় দৃশ্যমান্যতা কমবে অনেকটা। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় কুয়াশার দাপট অপেক্ষাকৃত বেশি থাকবে।
আজ কেমন থাকবে আবহাওয়া
- আজ মঙ্গলবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হলেও বেলায় পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকবে।
সোমবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3. ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 51 শতাংশ।